চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

ভোলার চরফ্যাশনের দুলারহাট থানাধীন আহাম্মদপুর ইউনিয়ন থেকে দুই সন্তানের জননী ফাহিমা বেগম (৩০) নামের এক গৃহবধূর ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার ওই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাবার বসত ঘরের আঁড়ার সঙ্গে ঝুলন্ত মরদেহটি উদ্ধার করেন দুলারহাট থানা-পুলিশ।
নিহত গৃহবধূ একই গ্রামের বাক্প্রতিবন্ধী শাহাবুদ্দিনের স্ত্রী।
স্থানীয় ইউপি সদস্য কামাল হোসেন জানান, নিহতের স্বামী বাক্প্রতিবন্ধী শাহাবুদ্দিন পেশায় জেলে। ১২ বছর আগে একই গ্রামের বাক্প্রতিবন্ধী শাহাবুদ্দিনের সঙ্গে নিহত ফাহিমার পারিবারিকভাবে বিয়ে হয়। নিহত ফাহিমা দুই সন্তানের জননী ছিলেন। গত মাসে তাঁর ৮ বছরের শিশু কন্যা পানিতে পরে মারা যায়। শিশু কন্যার মৃত্যুর শোকে তিনি মানসিক বিকারগ্রস্ত হয়ে পড়েন। তাঁর বাবা মাইনুদ্দিন মানসিক বিকারগ্রস্ত মেয়ে ফাহিমাকে তাঁর বাড়িতে নিয়ে যান। বাবার বাড়িতে রেখেই তাঁর চিকিৎসা চলছিল। ঘটনার দিন দুপুরে তিনি পরিবারের সদস্যদের অগোচরে বসত ঘরের আড়ার সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দেন। পরিবারের সদস্যদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তাঁর ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। দুলারহাট থানা-পুলিশ তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেন।
দুলারহাট থানার উপ-পরিদর্শক(এসআই) মো. ফারুক বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় নিহতের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে নিহতের স্বজনদের ভাষ্যমতে, তার শিশু কন্যার মৃত্যুর পর থেকেই তিনি মানুষিক বিকারগ্রস্ত ছিলেন। ময়নাতদন্তের জন্য মরদেহটি ভোলা মর্গে পাঠানো হয়েছে।

ভোলার চরফ্যাশনের দুলারহাট থানাধীন আহাম্মদপুর ইউনিয়ন থেকে দুই সন্তানের জননী ফাহিমা বেগম (৩০) নামের এক গৃহবধূর ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার ওই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাবার বসত ঘরের আঁড়ার সঙ্গে ঝুলন্ত মরদেহটি উদ্ধার করেন দুলারহাট থানা-পুলিশ।
নিহত গৃহবধূ একই গ্রামের বাক্প্রতিবন্ধী শাহাবুদ্দিনের স্ত্রী।
স্থানীয় ইউপি সদস্য কামাল হোসেন জানান, নিহতের স্বামী বাক্প্রতিবন্ধী শাহাবুদ্দিন পেশায় জেলে। ১২ বছর আগে একই গ্রামের বাক্প্রতিবন্ধী শাহাবুদ্দিনের সঙ্গে নিহত ফাহিমার পারিবারিকভাবে বিয়ে হয়। নিহত ফাহিমা দুই সন্তানের জননী ছিলেন। গত মাসে তাঁর ৮ বছরের শিশু কন্যা পানিতে পরে মারা যায়। শিশু কন্যার মৃত্যুর শোকে তিনি মানসিক বিকারগ্রস্ত হয়ে পড়েন। তাঁর বাবা মাইনুদ্দিন মানসিক বিকারগ্রস্ত মেয়ে ফাহিমাকে তাঁর বাড়িতে নিয়ে যান। বাবার বাড়িতে রেখেই তাঁর চিকিৎসা চলছিল। ঘটনার দিন দুপুরে তিনি পরিবারের সদস্যদের অগোচরে বসত ঘরের আড়ার সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দেন। পরিবারের সদস্যদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তাঁর ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। দুলারহাট থানা-পুলিশ তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেন।
দুলারহাট থানার উপ-পরিদর্শক(এসআই) মো. ফারুক বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় নিহতের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে নিহতের স্বজনদের ভাষ্যমতে, তার শিশু কন্যার মৃত্যুর পর থেকেই তিনি মানুষিক বিকারগ্রস্ত ছিলেন। ময়নাতদন্তের জন্য মরদেহটি ভোলা মর্গে পাঠানো হয়েছে।

নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
২ মিনিট আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
১৪ মিনিট আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
১৮ মিনিট আগে
হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচন, অর্থাৎ কালকে রায় হলে পরশু ইলেকশন। শাহজালাল বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেট সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শাকসুর নির্বাচনের পক্ষে ইতিবাচক রায়ের জন্য বিশ্ববিদ্যালয় সর্বোচ্চ আইনি লড়াই চালিয়ে যাবে।
২১ মিনিট আগে