Ajker Patrika

শিক্ষার্থীদের মাঠে ফেরাতে দুমকিতে শিক্ষকদের ফুটবল ম্যাচ

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
শিক্ষার্থীদের মাঠে ফেরাতে দুমকিতে শিক্ষকদের ফুটবল ম্যাচ

পটুয়াখালীর দুমকি উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বনাম মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের 'মোবাইল আসক্তি রোধে তরুণ সমাজকে মাদক ও নানা অপকর্ম থেকে বিরত রাখতে খেলাধুলার বিকল্প নেই' স্লোগানে গতকাল শুক্রবার বিকেল ৫টায় দুমকি একে মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। 

দীর্ঘ দেড় বছর পরে শিক্ষাপ্রতিষ্ঠান খুললেও শিক্ষার্থীদের মন পড়ে আছে মোবাইল গেমে। এমন পরিস্থিতিতে শিক্ষার্থীদের নানা নেতিবাচক অভ্যাস থেকে ফিরিয়ে খেলার মাঠে আনতে শিক্ষকেরাই খেলতে নেমে গেলেন। শিক্ষকদের খেলতে দেখে শিক্ষার্থীরাও খেলাধুলায় ঝুঁকবে বলে শিক্ষকেরা মত প্রকাশ করেন।

মাধ্যমিক পর্যায়ে শিক্ষকদের মধ্যে যারা খেলোয়াড় হিসেবে ছিলেন, রমেশ, মনির, সুজন, খাইরুল, জাবের, মিঠুন, শাহিন, জুবেরী, জসিম ও শংকর। প্রাথমিক পর্যায়ে শিক্ষকদের মধ্যে যারা খেলোয়াড় হিসেবে ছিলেন, সজিব, কাজী মনিরুজ্জামান রিপন, মনির, জামাল, মুনসুর, সাম্য, রিয়াজ, মুস্তাকিম, কবির, সাইফুল ও আবুল হাসান। 

উপজেলার শিক্ষার্থী, অভিভাবক, সুধীজনসহ অনেকেই এ খেলা উপভোগ করেন। ৯০ মিনিটের এ খেলায় ২-২ গোল সমতায় খেলা শেষ হয়। 

মাধ্যমিকের শিক্ষকদের মধ্যে মনিরুল ইসলাম ও খায়রুল ইসলাম পান্না ১টি করে গোল করেন এবং প্রাথমিক শিক্ষক খেলোয়াড়দের মধ্যে কাজী মনিরুজ্জামান মনির ও রিয়াজ ১টি করে গোল করেন। 

খেলা চলাকালে দুই শিক্ষার্থীর বাবা মো. জামাল হোসেন ও কাজী মাকসুদুর রহমান শিক্ষকদের এ উদ্যোগকে স্বাগত জানান। শিক্ষার্থীদের শুধুমাত্র ফুটবল খেলাই না গ্রামীণ খেলাধুলার প্রতি শিক্ষকদের নজর রাখার আহ্বানও জানান তাঁরা। 

খেলা শেষে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কাজী মনিরুজ্জামান রিপন বলেন, 'এই খেলার মূল উদ্দেশ্য আমাদের নিজেদের মধ্যে ভালো একটা সম্পর্ক সৃষ্টি এবং করোনাকালে ঘরে থেকে সৃষ্টি হওয়া শিক্ষার্থীদের মোবাইল আসক্তি থেকে একটু হলেও বাস্তবে বের হওয়া।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ক্রীড়া সংস্থার সভাপতি শেখ আব্দুল্লাহ সাদীদ শিক্ষকদের এ ধরনের উদ্যোগকে স্বাগত জানান এবং ক্রীড়া সংস্থা থেকে খেলাধুলার জন্য সর্বাত্মক সহযোগিতা করা হবে বলে তিনি আশ্বাস দেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিলে আইনি পথ দেখবে বিসিবি

আজকের রাশিফল: চাকরিতে সুখবর আসবে, সঙ্গীকে ‘সরি’ বলতে দ্বিধা করবেন না

১০৩ কর্মী নেবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

ভ্রাম্যমাণ আদালতে বাধা: চেয়ারম্যানকে বরখাস্তের এক দিন পর ইউএনও বদলি

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত