হিজলা (বরিশাল) প্রতিনিধি

বরিশালের হিজলায় দীর্ঘ ২৫-৩০ বছরের জমিসংক্রান্ত বিরোধ নিরসন করলেন হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইউনুস মিয়া ও গুয়াবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সাজাহান তালুকদার। গতকাল মঙ্গলবার দুই পরিবারের দীর্ঘ বছরের দ্বন্দ্বের নিরসন করা হয়।
ঘটনা সূত্রে জানা যায়, উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের নরসিংহপুর গ্রামে কাউরিয়া বাজারসংলগ্ন হোসেন চৌকিদার ও মিলন সরদার গংয়ের দুই পরিবারের মধ্যে জমিসংক্রান্ত বিরোধে দীর্ঘদিন ধরে চলে আসছিল। এই বিরোধকে কেন্দ্র করে দুই পরিবার একাধিক ফৌজদারি ও দেওয়ানি মামলায় জড়িয়ে পড়ে। এ ঘটনায় গতকাল স্থানীয় চেয়ারম্যান সাজাহান তালুকদার ও ইউপি সদস্য কাশেম বিন টেনুসহ দুজন সার্ভেয়ার নিয়ে জমি পরিমাপ করে পিলার নির্ধারণ করা হয়। তখন হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাঁর সঙ্গীয় ফোর্স নিয়ে তদারক করেন।
স্থানীয় বাসিন্দা রিপন ফকির জানান, ওসি ও চেয়ারম্যানের গুরুত্বপূর্ণ ভূমিকার কারণে দুই পরিবারের দীর্ঘ বছরের দ্বন্দ্বের নিরসন হয়েছে, যা এলাকাবাসী চিরদিন মনে রাখবে বলে জানান তিনি।
এ বিষয়ে হোসেন চৌকিদার ও মিলন সরদার বলেন, `আমরা ওসি ও চেয়ারম্যান মহোদয়ের ওপর সন্তুষ্ট। তাঁরা আমাদের দীর্ঘদিনের বিরোধ নিরসন করে দুই পরিবারের মধ্যে মিল করে দিয়েছেন।'
গুয়াবাড়িয়া ইউপি চেয়ারম্যান অধ্যাপক সাজাহান তালুকদার বলেন, `এ দুই পরিবার জমিজমা নিয়ে দীর্ঘদিন মামলা-মোকদ্দমায় জড়িয়ে ছিল। গত কয়েক দিন যাবৎ চেষ্টা করে তাদের বিরোধ নিরসন করতে পেরেছি। আমার ইউনিয়নের শান্তি-শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা অব্যাহত থাকবে।'
এ ব্যাপারে ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, `শুধু জমির বিরোধ নয়, সব ধরনের আইনশৃঙ্খলা রক্ষায় আমার চেষ্টা রয়েছে। সাধারণ মানুষের পাশে থেকে তাদের সেবা দিতে চাই। এ দুই পরিবারের মধ্যে শান্তি ফিরে আসুক সেই কামনা করছি।'

বরিশালের হিজলায় দীর্ঘ ২৫-৩০ বছরের জমিসংক্রান্ত বিরোধ নিরসন করলেন হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইউনুস মিয়া ও গুয়াবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সাজাহান তালুকদার। গতকাল মঙ্গলবার দুই পরিবারের দীর্ঘ বছরের দ্বন্দ্বের নিরসন করা হয়।
ঘটনা সূত্রে জানা যায়, উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের নরসিংহপুর গ্রামে কাউরিয়া বাজারসংলগ্ন হোসেন চৌকিদার ও মিলন সরদার গংয়ের দুই পরিবারের মধ্যে জমিসংক্রান্ত বিরোধে দীর্ঘদিন ধরে চলে আসছিল। এই বিরোধকে কেন্দ্র করে দুই পরিবার একাধিক ফৌজদারি ও দেওয়ানি মামলায় জড়িয়ে পড়ে। এ ঘটনায় গতকাল স্থানীয় চেয়ারম্যান সাজাহান তালুকদার ও ইউপি সদস্য কাশেম বিন টেনুসহ দুজন সার্ভেয়ার নিয়ে জমি পরিমাপ করে পিলার নির্ধারণ করা হয়। তখন হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাঁর সঙ্গীয় ফোর্স নিয়ে তদারক করেন।
স্থানীয় বাসিন্দা রিপন ফকির জানান, ওসি ও চেয়ারম্যানের গুরুত্বপূর্ণ ভূমিকার কারণে দুই পরিবারের দীর্ঘ বছরের দ্বন্দ্বের নিরসন হয়েছে, যা এলাকাবাসী চিরদিন মনে রাখবে বলে জানান তিনি।
এ বিষয়ে হোসেন চৌকিদার ও মিলন সরদার বলেন, `আমরা ওসি ও চেয়ারম্যান মহোদয়ের ওপর সন্তুষ্ট। তাঁরা আমাদের দীর্ঘদিনের বিরোধ নিরসন করে দুই পরিবারের মধ্যে মিল করে দিয়েছেন।'
গুয়াবাড়িয়া ইউপি চেয়ারম্যান অধ্যাপক সাজাহান তালুকদার বলেন, `এ দুই পরিবার জমিজমা নিয়ে দীর্ঘদিন মামলা-মোকদ্দমায় জড়িয়ে ছিল। গত কয়েক দিন যাবৎ চেষ্টা করে তাদের বিরোধ নিরসন করতে পেরেছি। আমার ইউনিয়নের শান্তি-শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা অব্যাহত থাকবে।'
এ ব্যাপারে ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, `শুধু জমির বিরোধ নয়, সব ধরনের আইনশৃঙ্খলা রক্ষায় আমার চেষ্টা রয়েছে। সাধারণ মানুষের পাশে থেকে তাদের সেবা দিতে চাই। এ দুই পরিবারের মধ্যে শান্তি ফিরে আসুক সেই কামনা করছি।'

ট্রেড ইউনিয়নের নামে হয়রানি, খাদ্য মূল্যস্ফীতি, ওয়ান স্টপ সার্ভিসের অভাব ও নিয়মবহির্ভূত স্ট্রিট ফুডের বিস্তারে দেশের রেস্তোরাঁ খাত আগে থেকেই সংকটে ছিল। নতুন করে যোগ হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) চরম সংকট। বাড়তি দাম দিয়েও সময়মতো মিলছে না এলপিজি। এতে অনেক রেস্তোরাঁই বন্ধের পথে রয়েছে।
৫ মিনিট আগে
শরীয়তপুর সদর উপজেলায় আলোচিত শিশু হৃদয় খান নিবিড় হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড ও একজনকে ২১ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে শরীয়তপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।
১৫ মিনিট আগে
ঠাকুরগাঁওয়ের রুহিয়া খাদ্যগুদামে (এলএসডি) রেকর্ড ছাড়া অতিরিক্ত ৩ হাজার ৪৫০ কেজি চালের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক)। আজ মঙ্গলবার দুদকের এনফোর্সমেন্ট টিম এই অভিযান পরিচালনা করে। এতে নেতৃত্বে দেন ঠাকুরগাঁও সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আজমীর শরীফ।
২৩ মিনিট আগে
রাজধানীর একটি হাসপাতাল থেকে জামায়াতে ইসলামীর এক নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) লাশটি উদ্ধার করা হয়। এর আগে, গতকাল সোমবার রাতে নিজ বাসা থেকে হাত, পা ও মুখ বাঁধা অবস্থায় তাঁকে উদ্ধার করেন মেয়ের জামাই। পরে হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
৩৭ মিনিট আগে