Ajker Patrika

অতিরিক্ত যাত্রী বহন করায় লঞ্চ কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা

আমতলী (বরগুনা) প্রতিনিধি
অতিরিক্ত যাত্রী বহন করায় লঞ্চ কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা

ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রী বহন ও ডেকে তোশক বিছিয়ে টাকা আদায়ের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত তরঙ্গ-৭ লঞ্চ কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন। আজ বৃহস্পতিবার বরগুনার আমতলীতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. নাজমুল ইসলাম এ জরিমানা করেন।

জানা গেছে, আমতলী-ঢাকার নৌ রুটের লঞ্চগুলো ধারণক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রী ও ডেকে তোশক বিছিয়ে যাত্রীদের জিম্মি করে অতিরিক্ত টাকা আদায় করে আসছে। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত তরঙ্গ-৭ লঞ্চে অভিযান চালায়। ওই সময় লঞ্চে ধারণক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রী বহন ও ডেকে তোশক বিছিয়ে যাত্রী জিম্মি করে অতিরিক্ত টাকা আদায়ের সত্যতা পায়। এরপর ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫৩ ধারায় লঞ্চ কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।

এমভি তরঙ্গ-৭ লঞ্চের সুপার ভাইজার মো. হুমায়ুন কবির লঞ্চে অতিরিক্ত যাত্রী নেওয়ার কথা অস্বীকার করে বলেন, ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ৫০ হাজার টাকা জরিমানা করেছেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি মো. নাজমুল ইসলাম বলেন, ধারণক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রী বহন ও ডেকে তোশক বিছিয়ে যাত্রীদের জিম্মি করে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এ জন্য ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫৩ ধারায় লঞ্চ কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের সঙ্গে গ্রুপ পরিবর্তনে রাজি ‘না’ আয়ারল্যান্ড

ইসির ভেতরে আপিল শুনানি, বাইরে ছাত্রদলের ঘেরাও কর্মসূচি

১০০ কোটি ডলার দিলেই কেবল মিলবে ট্রাম্পের শান্তি পরিষদের সদস্যপদ

নুরের আসনে কমিটি বিলুপ্ত: বিএনপি নেতা-কর্মীদের উল্লাসের কারণ কী

মাঘেও তাপমাত্রা কি বাড়তেই থাকবে— যা জানাল আবহাওয়া অধিদপ্তর

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত