বরগুনা প্রতিনিধি

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সহিংসতার ঘটনার মামলায় বরগুনার বামনা উপজেলা ছাত্রলীগের সভাপতি মোর্শ্বেদ শাহরিয়া গোলদার ও সাধারণ সম্পাদক আল আমীন হোসেন জনির জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
আজ বুধবার বরগুনা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক রাসেল মজুমদার এ আদেশ দেন।
বরগুনা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের পুলিশ পরিদর্শক (সিআই) মারুফ আহমেদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ পরিদর্শক (সিআই) মারুফ আহমেদ হোসেন জানান, ২০২১ সালের ২২ মার্চ বামনা সদর ইউপি নির্বাচনে আওয়ামী লীগ ও ‘বিদ্রোহী’ দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় বামনা উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক তারিকুরুজ্জামান সোহাগ বাদী হয়ে বরগুনা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১-এ মামলা করেন। ওই মামলায় বামনা উপজেলা ছাত্রলীগের সভাপতি মোর্শ্বেদ শাহরিয়া গোলদার ও সাধারণ সম্পাদক আল আমীন হোসেন জনিসহ ২৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৭-৮ জনকে আসামি করা হয়।
আজ বুধবার মামলার আসামিরা আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। বরগুনা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক বামনা উপজেলা ছাত্রলীগের সভাপতি মোর্শ্বেদ শাহারিয়া গোলদার ও সাধারণ সম্পাদক আল আমীন হোসেন জনির জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আসামি পক্ষের আইনজীবী মাহবুবুল বারী আসলাম, সিদ্দিকুর রহমান পান্না বলেন, ‘বিজ্ঞ আদালত দুজনের জামিন নামঞ্জুর করেছেন। আমরা উচ্চ আদালতে জামিনের জন্য আবেদন করব।’
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আবদুল লতিফ ফরাজি বলেন, ‘বিজ্ঞ আদালতের কাছে আমি জামিনের বিরোধিতা করে আইনগত যৌক্তিকতা তুলে ধরেছি। আদালত দুই আসামির জামিন নামঞ্জুর ও ১১ জনের জামিন মঞ্জুরের আদেশ দিয়েছেন।’

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সহিংসতার ঘটনার মামলায় বরগুনার বামনা উপজেলা ছাত্রলীগের সভাপতি মোর্শ্বেদ শাহরিয়া গোলদার ও সাধারণ সম্পাদক আল আমীন হোসেন জনির জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
আজ বুধবার বরগুনা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক রাসেল মজুমদার এ আদেশ দেন।
বরগুনা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের পুলিশ পরিদর্শক (সিআই) মারুফ আহমেদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ পরিদর্শক (সিআই) মারুফ আহমেদ হোসেন জানান, ২০২১ সালের ২২ মার্চ বামনা সদর ইউপি নির্বাচনে আওয়ামী লীগ ও ‘বিদ্রোহী’ দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় বামনা উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক তারিকুরুজ্জামান সোহাগ বাদী হয়ে বরগুনা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১-এ মামলা করেন। ওই মামলায় বামনা উপজেলা ছাত্রলীগের সভাপতি মোর্শ্বেদ শাহরিয়া গোলদার ও সাধারণ সম্পাদক আল আমীন হোসেন জনিসহ ২৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৭-৮ জনকে আসামি করা হয়।
আজ বুধবার মামলার আসামিরা আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। বরগুনা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক বামনা উপজেলা ছাত্রলীগের সভাপতি মোর্শ্বেদ শাহারিয়া গোলদার ও সাধারণ সম্পাদক আল আমীন হোসেন জনির জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আসামি পক্ষের আইনজীবী মাহবুবুল বারী আসলাম, সিদ্দিকুর রহমান পান্না বলেন, ‘বিজ্ঞ আদালত দুজনের জামিন নামঞ্জুর করেছেন। আমরা উচ্চ আদালতে জামিনের জন্য আবেদন করব।’
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আবদুল লতিফ ফরাজি বলেন, ‘বিজ্ঞ আদালতের কাছে আমি জামিনের বিরোধিতা করে আইনগত যৌক্তিকতা তুলে ধরেছি। আদালত দুই আসামির জামিন নামঞ্জুর ও ১১ জনের জামিন মঞ্জুরের আদেশ দিয়েছেন।’

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের নতুন বাক্তারচর এলাকায় সংঘবদ্ধ একটি চক্র রাতের আঁধারে বিপুল পরিমাণ মাটি কেটে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের পক্ষ থেকে আগেই দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা করা হয়।
১ ঘণ্টা আগে
বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির মৌখিক পরীক্ষা গত বছরের ১৫ নভেম্বর শুরু হয়ে ৩০ নভেম্বর শেষ হয়। কিন্তু দেড় মাস পরও ফল প্রকাশের কোনো উদ্যোগ নেই। এতে হতাশায় ভুগছেন ফলপ্রত্যাশী পরীক্ষার্থীরা। গত বছরের ২৫ অক্টোবর লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে ৭ হাজার ৯১৭ পরীক্ষার্থী উত্তীর্ণ হন। এর
১ ঘণ্টা আগে
গোপালগঞ্জের কাশিয়ানীতে বিদ্যুতায়িত হয়ে দাদি-নাতিসহ তিনজন মারা গেছে। শনিবার (১৭ জানুয়ারি) কাশিয়ানী উপজেলার রাজপাট ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামে রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলো তেঁতুলিয়া গ্রামের মোশারেফ সিকদারের স্ত্রী রাহেলা বেগম (৫০), তাঁর নাতি সজিব সিকদারের ছেলে সাইফান সিকদার (৮)
১ ঘণ্টা আগে
যশোরের মনিরামপুরে পোষা বিড়াল হত্যার অভিযোগে প্রতিবেশীর বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছেন এক ব্যবসায়ী। বিড়ালের মালিক জিল্লুর রহমান শনিবার দুপুরে মনিরামপুর থানার ওসি এবং ইউএনও বরাবর লিখিত অভিযোগ দেন।
১ ঘণ্টা আগে