বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের লামা উপজেলার পাঁচটি রাবারবাগান থেকে অপহৃত ২৬ শ্রমিকদের মধ্যে জিয়াউর রহমান নামে একজন পালিয়ে এলেও উদ্ধার করা যায়নি অন্যদের। গত রোববার সন্ত্রাসীদের কবল থেকে আহত অবস্থায় জিয়াউর পালিয়ে আসার বিষয়টি নিশ্চিত করেন লামা থানার ওসি মো. শাহাদত হোসেন।
এর আগে গত রোববার উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দুর্গম পাহাড়ি মুরুংঝিরি এলাকা থেকে অপহরণ করা হয় ২৬ শ্রমিককে। তাঁদের মধ্যে ২০ জনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা সবাই কক্সবাজারের রামু ও ঈদগাহ এবং বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাসিন্দা। যৌথ বাহিনী তাঁদের উদ্ধারে অভিযানে নামলেও কোনো সন্ধান পায়নি।
অপহৃতরা ফোরকান ও শাহজাহান, নুরু মোহাম্মদ কোম্পানী, আহসান উল্লাহ কোম্পানী, হুমায়ুন কোম্পানী ও সোনামিয়া কোম্পানীর রাবারবাগানে ট্রেপারের কাজ করতেন। স্থানীয় সূত্র জানায়, পাহাড়ি একটি সন্ত্রাসী গ্রুপ দুই-আড়াই মাস ধরে লামার সরই, গজালিয়া, লামা সদর ইউনিয়ন ও ফাঁসিয়াখালী ইউনিয়নের বিভিন্ন এলাকায় চাঁদাবাজি, অপহরণসহ নানা অপকর্ম করে আসছে। এরই ধারাবাহিকতায় ২৬ ট্রেপারকে অস্ত্রের মুখে জিম্মি করে তুলে নেয়।
রাবারবাগানের মালিক মো. শাহজাহান জানান, সন্ত্রাসীরা তাঁর বাগান থেকে ১২ ট্রেপারকে নিয়ে গেছে। কিছুদিন আগে সন্ত্রাসীরা এসব ট্রেপারের কাছে ৬ লাখ টাকা চাঁদা দাবি করেছিল, দাবিকৃত চাঁদা না পেয়ে তাঁদের অপহরণ করে। অপহরণের পর তাঁর কাছে ৬ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে বলে জানান শাহজাহান।
এদিকে ২৬ রাবার ট্রেপার অপহরণের ঘটনায় রাবার, তামাক, গাছ, পাথর, বাঁশশ্রমিকসহ স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে বলে জানান ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের সদস্য মংমেগ্য মার্মা। তিনি জানান, ঘটনার পর থেকে দুর্গম পাহাড়ি এলাকায় ব্যবসার জন্য স্থানীয়রা আর যাচ্ছেন না। সবাই ভয়ে আছেন।
এর আগে ১৪ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারিতে একই উপজেলার সরই ইউপি থেকে দুই দফায় ১৪ জন শ্রমিককে অপহরণ করেছিল সন্ত্রাসীরা। পরে যৌথ বাহিনীর অভিযানে তাঁদের উদ্ধার করা হয়।
ওসি শাহাদাত হোসেন বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ অপহৃতদের উদ্ধার অভিযানে নেমেছে। ঘটনাস্থল দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় অপহরণের সুযোগ পাচ্ছে সন্ত্রাসীরা।

বান্দরবানের লামা উপজেলার পাঁচটি রাবারবাগান থেকে অপহৃত ২৬ শ্রমিকদের মধ্যে জিয়াউর রহমান নামে একজন পালিয়ে এলেও উদ্ধার করা যায়নি অন্যদের। গত রোববার সন্ত্রাসীদের কবল থেকে আহত অবস্থায় জিয়াউর পালিয়ে আসার বিষয়টি নিশ্চিত করেন লামা থানার ওসি মো. শাহাদত হোসেন।
এর আগে গত রোববার উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দুর্গম পাহাড়ি মুরুংঝিরি এলাকা থেকে অপহরণ করা হয় ২৬ শ্রমিককে। তাঁদের মধ্যে ২০ জনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা সবাই কক্সবাজারের রামু ও ঈদগাহ এবং বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাসিন্দা। যৌথ বাহিনী তাঁদের উদ্ধারে অভিযানে নামলেও কোনো সন্ধান পায়নি।
অপহৃতরা ফোরকান ও শাহজাহান, নুরু মোহাম্মদ কোম্পানী, আহসান উল্লাহ কোম্পানী, হুমায়ুন কোম্পানী ও সোনামিয়া কোম্পানীর রাবারবাগানে ট্রেপারের কাজ করতেন। স্থানীয় সূত্র জানায়, পাহাড়ি একটি সন্ত্রাসী গ্রুপ দুই-আড়াই মাস ধরে লামার সরই, গজালিয়া, লামা সদর ইউনিয়ন ও ফাঁসিয়াখালী ইউনিয়নের বিভিন্ন এলাকায় চাঁদাবাজি, অপহরণসহ নানা অপকর্ম করে আসছে। এরই ধারাবাহিকতায় ২৬ ট্রেপারকে অস্ত্রের মুখে জিম্মি করে তুলে নেয়।
রাবারবাগানের মালিক মো. শাহজাহান জানান, সন্ত্রাসীরা তাঁর বাগান থেকে ১২ ট্রেপারকে নিয়ে গেছে। কিছুদিন আগে সন্ত্রাসীরা এসব ট্রেপারের কাছে ৬ লাখ টাকা চাঁদা দাবি করেছিল, দাবিকৃত চাঁদা না পেয়ে তাঁদের অপহরণ করে। অপহরণের পর তাঁর কাছে ৬ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে বলে জানান শাহজাহান।
এদিকে ২৬ রাবার ট্রেপার অপহরণের ঘটনায় রাবার, তামাক, গাছ, পাথর, বাঁশশ্রমিকসহ স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে বলে জানান ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের সদস্য মংমেগ্য মার্মা। তিনি জানান, ঘটনার পর থেকে দুর্গম পাহাড়ি এলাকায় ব্যবসার জন্য স্থানীয়রা আর যাচ্ছেন না। সবাই ভয়ে আছেন।
এর আগে ১৪ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারিতে একই উপজেলার সরই ইউপি থেকে দুই দফায় ১৪ জন শ্রমিককে অপহরণ করেছিল সন্ত্রাসীরা। পরে যৌথ বাহিনীর অভিযানে তাঁদের উদ্ধার করা হয়।
ওসি শাহাদাত হোসেন বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ অপহৃতদের উদ্ধার অভিযানে নেমেছে। ঘটনাস্থল দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় অপহরণের সুযোগ পাচ্ছে সন্ত্রাসীরা।

চট্টগ্রামের চন্দনাইশে গেজেটধারী জুলাই যোদ্ধা ও চট্টগ্রাম দক্ষিণ জেলা এনসিপির কার্যকরী নির্বাহী সদস্য হাসনাত আবদুল্লাহ এবং মঈন উদ্দীন মাহিনের ওপর সশস্ত্র হামলার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার (১৬ জানুয়ারি) রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার বদুরপাড়া রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে বলে আহতদের স্বজন...
৭ মিনিট আগে
পেশাগত নিরাপত্তা, স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের টিকে থাকার স্বার্থে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়া জরুরি। মতাদর্শ, প্রতিষ্ঠান কিংবা সংগঠনভেদে বিভক্তি থাকলেও পেশাগত স্বার্থে সাংবাদিকদের অবস্থান হওয়া উচিত অভিন্ন। আজ শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে অনুষ্ঠিত গণমাধ্যম...
৮ মিনিট আগে
গাজীপুরের কালীগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক দোকানকর্মীকে মারধরের হাত থেকে বাঁচাতে গিয়ে প্রাণ হারিয়েছেন লিটন চন্দ্র ঘোষ (৫৫) নামের এক হোটেল ব্যবসায়ী। আজ শনিবার বেলা ১১টার দিকে কালীগঞ্জ পৌরসভা-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একই পরিবারের তিনজনকে আটক করেছে পুলিশ।
১৪ মিনিট আগে
চট্টগ্রামের চন্দনাইশে গেজেটধারী জুলাই যোদ্ধা ও চট্টগ্রাম দক্ষিণ জেলা এনসিপির কার্যকরী নির্বাহী সদস্য হাসনাত আবদুল্লাহ এবং মঈন উদ্দীন মাহিনের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। হামলার প্রতিবাদে এবং চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের বিএনপি প্রার্থী জসিম উদ্দীন আহমদের মনোনয়ন...
৩৬ মিনিট আগে