Ajker Patrika

বান্দরবানে স্ত্রী হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

বান্দরবান প্রতিনিধি
বান্দরবানে স্ত্রী হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড
প্রতীকী ছবি

বান্দরবানে স্ত্রী হত্যার দায়ে মো. কামাল হোসেন (৪২) নামের একজনকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত। আজ বুধবার বান্দরবান জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত বিচারক অরুন পাল এই রায় দেন। একই সঙ্গে ৪০ হাজার টাকা অর্থদণ্ডও দেন আদালত।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত কামাল হোসেন লামা উপজেলার আজিজ নগর পূর্ব চাম্বী ডিগ্রীখোলা এলাকার মৃত দুলা মিয়ার ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ২২ বছর আগে কদর বানুর সঙ্গে বিয়ে হয় কামাল হোসেনের। দুই ছেলেমেয়ে নিয়ে তাঁদের সংসার। এরই মধ্যে তিনি আরেকটি বিয়ে করে স্ত্রীকে নিয়ে ঘরে তুলতে চাইলে তাতে বাধা দেন কদর বানু। এতে ক্ষিপ্ত হয়ে কদর বানু ও ছেলেকে মারধর করে বাড়ি থেকে বের করে দিলে কদর বানু বাবার বাড়ি এসে নিজে বাদী হয়ে এ বিষয়ে লামা থানায় একটি মামলা করেন।

সেই মামলা থেকে মুক্তি পেতে কামাল ফের শ্বশুরবাড়িতে যান। ওই বাড়িতে ঝগড়া হলে কদর বানুকে মারধর করে হত্যার হুমকি দিয়ে চলে যান কামাল। এ ঘটনার পর ২০১৯ সালের ২ নভেম্বর স্বামীর বাড়ির ঘরের বাইরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় কদর বানুর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় কদর বানুর ভাই আকবর হোসেন বাদী হয়ে ওই দিন লামা থানায় একটি মামলা করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালতে সাক্ষ্য-প্রমাণে দোষী প্রমাণিত হওয়ায় আদালত আজ এই রায় দেন।

এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. আলমগীর চৌধুরী জানান, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আনীত হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামি কামাল হোসেনকে মৃত্যুদণ্ডের আদেশ ও ৪০ হাজার টাকা অর্থদণ্ড দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

আজকের রাশিফল: খুনসুটি গভীর প্রেমে রূপ নেবে, মুখ থুবড়ে পড়ার হালকা যোগ আছে

ইসরায়েল–যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করলে ইরানের পাশে দাঁড়াবে কি চীন

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত