নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম ও নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি

বান্দরবান থেকে কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) এবং জঙ্গি সংগঠনের ২২ জনকে চট্টগ্রাম কারাগারে আনা হয়েছে। এদের মধ্যে ১৮ জন জঙ্গি এবং ৪ জন কেএনএফ সদস্য। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আজ বৃহস্পতিবার তাদের চট্টগ্রাম কারাগারে আনা হয়।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম কারাগারের সিনিয়র জেল সুপার (ভারপ্রাপ্ত) মুহাম্মদ মঞ্জুর হোসেন বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বান্দরবান কারাগারে থাকা কেএনফ ও বিভিন্ন জঙ্গি সংগঠনের ২২ জনকে চট্টগ্রামে কারাগারে আনা হয়।
গত মঙ্গলবার বান্দরবানের রুমা উপজেলায় কুকি চিন ন্যাশনাল আর্মি (কেএনএ) সন্ত্রাসীদের আইইডি বিস্ফোরণ ও অতর্কিত গুলিতে সেনাবাহিনীর দুজন সৈনিক নিহত এবং দুই অফিসার আহত হন। এরপরই এই ২২ জনকে চট্টগ্রাম কারাগারে আনা হলো।
সূত্র জানায়, সাত মাস ধরে বান্দরবানের রুমা, রোয়াংছড়ি ও থানছি উপজেলায় নবগঠিত জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া এবং পাহাড়ের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়ে যায়। জঙ্গি ও কেএনএফ সদস্যদের হাতে খুন, অপহরণ ও চাঁদাবাজির কারণে অনেকটা জিম্মি হয়ে পড়ে রুমা, রোয়াংছড়ি ও থানছি উপজেলার সাধারণ মানুষ। তাই পাঁচ মাস ধরে জঙ্গি ও কেএনএফ সদস্যদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযানে নামেন র্যাব, সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এ সময় তাঁদের হাতে আটক হয় প্রায় ৬০ জন জঙ্গি ও কেএনএফ সদস্য। আটককৃতদের বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে বান্দরবান জেলা কারাগারে বন্দী রাখা হয়।
বান্দরবান জেলা কারাগারের জেলার মো. জাহেদ হাছান আজকের পত্রিকাকে বলেন, ‘ধারণক্ষমতা বিবেচনায় এসব বন্দীকে চট্টগ্রাম কারাগারে স্থানান্তর করা হয়েছে। এর আগে একই মামলার ১৭ জন বন্দীকে রাঙামাটি জেলা কারাগারে পাঠানো হয়। এটা স্বাভাবিক প্রক্রিয়া।’

বান্দরবান থেকে কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) এবং জঙ্গি সংগঠনের ২২ জনকে চট্টগ্রাম কারাগারে আনা হয়েছে। এদের মধ্যে ১৮ জন জঙ্গি এবং ৪ জন কেএনএফ সদস্য। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আজ বৃহস্পতিবার তাদের চট্টগ্রাম কারাগারে আনা হয়।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম কারাগারের সিনিয়র জেল সুপার (ভারপ্রাপ্ত) মুহাম্মদ মঞ্জুর হোসেন বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বান্দরবান কারাগারে থাকা কেএনফ ও বিভিন্ন জঙ্গি সংগঠনের ২২ জনকে চট্টগ্রামে কারাগারে আনা হয়।
গত মঙ্গলবার বান্দরবানের রুমা উপজেলায় কুকি চিন ন্যাশনাল আর্মি (কেএনএ) সন্ত্রাসীদের আইইডি বিস্ফোরণ ও অতর্কিত গুলিতে সেনাবাহিনীর দুজন সৈনিক নিহত এবং দুই অফিসার আহত হন। এরপরই এই ২২ জনকে চট্টগ্রাম কারাগারে আনা হলো।
সূত্র জানায়, সাত মাস ধরে বান্দরবানের রুমা, রোয়াংছড়ি ও থানছি উপজেলায় নবগঠিত জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া এবং পাহাড়ের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়ে যায়। জঙ্গি ও কেএনএফ সদস্যদের হাতে খুন, অপহরণ ও চাঁদাবাজির কারণে অনেকটা জিম্মি হয়ে পড়ে রুমা, রোয়াংছড়ি ও থানছি উপজেলার সাধারণ মানুষ। তাই পাঁচ মাস ধরে জঙ্গি ও কেএনএফ সদস্যদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযানে নামেন র্যাব, সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এ সময় তাঁদের হাতে আটক হয় প্রায় ৬০ জন জঙ্গি ও কেএনএফ সদস্য। আটককৃতদের বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে বান্দরবান জেলা কারাগারে বন্দী রাখা হয়।
বান্দরবান জেলা কারাগারের জেলার মো. জাহেদ হাছান আজকের পত্রিকাকে বলেন, ‘ধারণক্ষমতা বিবেচনায় এসব বন্দীকে চট্টগ্রাম কারাগারে স্থানান্তর করা হয়েছে। এর আগে একই মামলার ১৭ জন বন্দীকে রাঙামাটি জেলা কারাগারে পাঠানো হয়। এটা স্বাভাবিক প্রক্রিয়া।’

সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলনের ডাকে আজ বেলা পৌনে ১২টার দিকে পুরান ঢাকার তাঁতীবাজার মোড়, সাড়ে ১২টায় মিরপুর টেকনিক্যাল মোড় এবং ১টার দিকে সায়েন্স ল্যাবরেটরি মোড় অবরোধ করেন সাত কলেজের শিক্ষার্থীরা।
৯ মিনিট আগে
চট্টগ্রাম নগরের হামজারবাগ এলাকায় ৩৫টি সোনার বার ছিনতাইয়ের মামলায় মহানগর ছাত্রদলের বহিষ্কৃত নেতা ও পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী সাইফুল ইসলাম ওরফে বার্মা সাইফুলসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় ৩৪টি মামলা রয়েছে।
১৫ মিনিট আগে
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষ অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ২৫ জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। বুধবার (১৪ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন।
৩৪ মিনিট আগে
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) অতিরিক্ত পরিচালক (জনসংযোগ, তথ্য ও প্রকাশনা) জাহাঙ্গীর কবির মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৭টা ২০ মিনিটের দিকে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।
১ ঘণ্টা আগে