আলীকদম (বান্দরবান) প্রতিনিধি

বান্দরবানের আলীকদম উপজেলা সীমান্তে ডিম পাহাড় এলাকায় সড়ক দুর্ঘটনায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের কর্মকর্তাসহ পরিবারের পাঁচজন আহত হয়েছেন। আহতদের আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহত গাড়িচালক নুর নবীকে (৪২) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) স্থানান্তর করা হয়েছে।
আহত অন্যরা হলেন— স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক (অর্থ) মো. নিয়াজুর রহমান (৫২) তাঁর স্ত্রী জেনেফা রহমান নাসরিন (৪২), ছেলে পার্থিব রহমান (২১) ও মেয়ে ফাইরুজ নাফিয়া (২০)।
আজ রোববার সকালে ডিম পাহাড়ে আলীকদম থানচি উপজেলা সীমান্তে ২১ কিলোমিটার নামক স্থানে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে আনুমানিক ২০০ ফুট নিচে পড়ে যায়।
আলীকদম ফায়ার স্টেশন মাস্টার আবদুর কাদের ও থানচি ফায়ার স্টেশন মাস্টার মোহাম্মদ ইসমাইল বলেন, ‘স্থানীয়রা মোবাইল ফোনে জানান, আলীকদম-থানচি সড়কের ২১ কিলোমিটার ডিম পাহাড় থেকে গভীর খাদে প্রায় ২০০ ফুট নিচে একটি সরকারি পাজেরো গাড়ি পড়ে গেছে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে আলীকদম স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসি।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহাতাব উদ্দিন চৌধুরী বলেন, ‘গতকাল শনিবার থানচি উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের একটি অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে আলীকদমে আসছিলেন মো. নিয়াজুর রহমান ও তাঁর পরিবার। সকাল সাড়ে ৮টায় সপরিবারে রওনা দিয়ে ডিম পাহাড়ে আলীকদম থানচি উপজেলা সীমান্তে ২১ কিলোমিটার নামক স্থানে পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে। খবর পেয়ে দুই উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করেন।’
আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির উদ্দিন সরকার বলেন, ‘পরিবার পরিকল্পনা অধিপ্তরের অর্থ বিভাগের পরিচালকের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ডিম পাহাড় এলাকা পাহাড় থেকে প্রায় ২০০ ফুট নিচে পড়ে যাওয়ার বিষয়টি জেনেছি। আহতদের উদ্ধার করে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।’

বান্দরবানের আলীকদম উপজেলা সীমান্তে ডিম পাহাড় এলাকায় সড়ক দুর্ঘটনায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের কর্মকর্তাসহ পরিবারের পাঁচজন আহত হয়েছেন। আহতদের আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহত গাড়িচালক নুর নবীকে (৪২) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) স্থানান্তর করা হয়েছে।
আহত অন্যরা হলেন— স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক (অর্থ) মো. নিয়াজুর রহমান (৫২) তাঁর স্ত্রী জেনেফা রহমান নাসরিন (৪২), ছেলে পার্থিব রহমান (২১) ও মেয়ে ফাইরুজ নাফিয়া (২০)।
আজ রোববার সকালে ডিম পাহাড়ে আলীকদম থানচি উপজেলা সীমান্তে ২১ কিলোমিটার নামক স্থানে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে আনুমানিক ২০০ ফুট নিচে পড়ে যায়।
আলীকদম ফায়ার স্টেশন মাস্টার আবদুর কাদের ও থানচি ফায়ার স্টেশন মাস্টার মোহাম্মদ ইসমাইল বলেন, ‘স্থানীয়রা মোবাইল ফোনে জানান, আলীকদম-থানচি সড়কের ২১ কিলোমিটার ডিম পাহাড় থেকে গভীর খাদে প্রায় ২০০ ফুট নিচে একটি সরকারি পাজেরো গাড়ি পড়ে গেছে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে আলীকদম স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসি।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহাতাব উদ্দিন চৌধুরী বলেন, ‘গতকাল শনিবার থানচি উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের একটি অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে আলীকদমে আসছিলেন মো. নিয়াজুর রহমান ও তাঁর পরিবার। সকাল সাড়ে ৮টায় সপরিবারে রওনা দিয়ে ডিম পাহাড়ে আলীকদম থানচি উপজেলা সীমান্তে ২১ কিলোমিটার নামক স্থানে পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে। খবর পেয়ে দুই উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করেন।’
আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির উদ্দিন সরকার বলেন, ‘পরিবার পরিকল্পনা অধিপ্তরের অর্থ বিভাগের পরিচালকের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ডিম পাহাড় এলাকা পাহাড় থেকে প্রায় ২০০ ফুট নিচে পড়ে যাওয়ার বিষয়টি জেনেছি। আহতদের উদ্ধার করে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।’

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নে গুলিবিদ্ধ শিশু আফনান ও নাফ নদীতে মাইন বিস্ফোরণে আহত যুবক মো. হানিফের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে উপজেলা প্রশাসন। পাশাপাশি জেলা পরিষদের পক্ষ থেকেও আরও কিছু অনুদান দেওয়ার কথা জানানো হয়েছে।
৩১ মিনিট আগে
ডা. মহিউদ্দিনকে কারাগার থেকে আজ আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর থানার পুলিশ পরিদর্শক মো. মিজানুর রহমান তাঁকে জুলাই আন্দোলনে মিরপুর থানার মাহফুজ আলম শ্রাবণ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।
৪৩ মিনিট আগে
ঘটনার প্রতিক্রিয়ায় খাগড়াছড়ি জেলা জামায়াতের আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন বলেন, নির্বাচনের পরিবেশ নষ্ট করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। তিনি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
২ ঘণ্টা আগে
আহত ব্যক্তিদের মধ্যে মামলার তদন্ত কর্মকর্তা এসআই ফরিদ আহমেদ গুরুতর আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ৬ নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছেন। অন্য চার পুলিশ সদস্য প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুস সাকিব।
২ ঘণ্টা আগে