নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রায় ৯ ঘণ্টা শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে অবরুদ্ধ থাকা দুই উপদেষ্টা ও প্রেস সচিব মাইলস্টোনের ক্যাম্পাস থেকে বের হয়ে মেট্রোরেলের দিয়াবাড়ীর ডিপোতে প্রবেশ করেছেন। এ সময় সেনাবাহিনী, র্যাব ও পুলিশের কড়া পাহারা ছিল। তাঁরা মেট্রো ডিপোর ভেতরের রাস্তা দিয়ে মিরপুর বেড়িবাঁধ হয়ে চলে যাবেন বলে জানিয়েছে পুলিশ।
আজ মঙ্গলবার সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে আইন উপদেষ্টা আসিফ নজরুল ও শিক্ষা উপদেষ্টা সি আর আবরার মাইলস্টোন স্কুল ও কলেজে পরিদর্শনে আসেন। এ সময় শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে পড়েন তাঁরা। এ সময় তাঁদের সঙ্গে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ, সহকারী প্রেস সেক্রেটারি ফয়েজ আহম্মদ ছিলেন।
বেলা পৌনে ১টার দিকে বিক্ষোভরত শিক্ষার্থীদের সব দাবি মেনে নেওয়া হবে বলে আশ্বাস দেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তবে উপদেষ্টার বক্তব্যের পরও বিভিন্ন দাবিতে বিক্ষোভ করতে থাকে শিক্ষার্থীরা। এ সময় উপদেষ্টারা আবার কলেজের ভেতরে ঢুকে যান।

শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে তাঁরা মাইলস্টোন স্কুল ও কলেজের ৫ নম্বর ভবনের প্রায় ৯ ঘণ্টা অবরুদ্ধ ছিলেন। এর আগে, আজ বেলা ৩টা ২ মিনিটের দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কড়া পাহারায় একবার গাড়িবহর নিয়ে বের হন তাঁরা। তবে শিক্ষাপ্রতিষ্ঠানটির মূল ফটকেই শিক্ষার্থীদের প্রতিবন্ধকতায় পড়েন দুই উপদেষ্টা ও প্রেস উইংয়ের কর্মকর্তারা। তাঁরা পুনরায় ক্যাম্পাসের ভেতরে চলে যান। এ সময় বাড়ানো হয় পুলিশের সংখ্যা, মোতায়ন করা হয় সেনাবাহিনী ও র্যাব।
সরেজমিন দেখা গেছে, সন্ধ্যা ৭টার দিকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা তাদের ক্যাম্পাসে মূল ফটকের সামনে মানব ঢাল তৈরি করে বহিরাগতদের সরিয়ে দেয়। এ সময় দিয়াবাড়ী গোলচত্বরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নেন।
সন্ধ্যা ৭টা ৩৭ মিনিটে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাস থেকে বের হয়ে কড়া পুলিশ পাহারায় কলেজের মূল ফটক দিয়ে দিয়াবাড়ী মেট্রোরেল ডিপোর প্রধান ফটকের দিকে তাঁদের গাড়িবহর চলে যায়। একপর্যায়ে বেড়িবাঁধে উঠে তাঁরা পুনরায় উত্তরা সাউথ মেট্রোস্টেশন দিয়ে চলে যান। এ সময় তাঁদের গাড়িবহরের সঙ্গে কড়া পুলিশ পাহারা দেখা যায়।
ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার মহিদুল ইসলাম বলেছেন, ‘মেট্রোরেলের ডিপোর ভেতর দিয়ে দুই উপদেষ্টা ও প্রেস উইংয়ের কর্মকর্তারা মিরপুরের বেড়িবাঁধ ধরে গাড়িবহর নিয়ে বের হয়েছেন।’

প্রায় ৯ ঘণ্টা শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে অবরুদ্ধ থাকা দুই উপদেষ্টা ও প্রেস সচিব মাইলস্টোনের ক্যাম্পাস থেকে বের হয়ে মেট্রোরেলের দিয়াবাড়ীর ডিপোতে প্রবেশ করেছেন। এ সময় সেনাবাহিনী, র্যাব ও পুলিশের কড়া পাহারা ছিল। তাঁরা মেট্রো ডিপোর ভেতরের রাস্তা দিয়ে মিরপুর বেড়িবাঁধ হয়ে চলে যাবেন বলে জানিয়েছে পুলিশ।
আজ মঙ্গলবার সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে আইন উপদেষ্টা আসিফ নজরুল ও শিক্ষা উপদেষ্টা সি আর আবরার মাইলস্টোন স্কুল ও কলেজে পরিদর্শনে আসেন। এ সময় শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে পড়েন তাঁরা। এ সময় তাঁদের সঙ্গে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ, সহকারী প্রেস সেক্রেটারি ফয়েজ আহম্মদ ছিলেন।
বেলা পৌনে ১টার দিকে বিক্ষোভরত শিক্ষার্থীদের সব দাবি মেনে নেওয়া হবে বলে আশ্বাস দেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তবে উপদেষ্টার বক্তব্যের পরও বিভিন্ন দাবিতে বিক্ষোভ করতে থাকে শিক্ষার্থীরা। এ সময় উপদেষ্টারা আবার কলেজের ভেতরে ঢুকে যান।

শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে তাঁরা মাইলস্টোন স্কুল ও কলেজের ৫ নম্বর ভবনের প্রায় ৯ ঘণ্টা অবরুদ্ধ ছিলেন। এর আগে, আজ বেলা ৩টা ২ মিনিটের দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কড়া পাহারায় একবার গাড়িবহর নিয়ে বের হন তাঁরা। তবে শিক্ষাপ্রতিষ্ঠানটির মূল ফটকেই শিক্ষার্থীদের প্রতিবন্ধকতায় পড়েন দুই উপদেষ্টা ও প্রেস উইংয়ের কর্মকর্তারা। তাঁরা পুনরায় ক্যাম্পাসের ভেতরে চলে যান। এ সময় বাড়ানো হয় পুলিশের সংখ্যা, মোতায়ন করা হয় সেনাবাহিনী ও র্যাব।
সরেজমিন দেখা গেছে, সন্ধ্যা ৭টার দিকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা তাদের ক্যাম্পাসে মূল ফটকের সামনে মানব ঢাল তৈরি করে বহিরাগতদের সরিয়ে দেয়। এ সময় দিয়াবাড়ী গোলচত্বরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নেন।
সন্ধ্যা ৭টা ৩৭ মিনিটে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাস থেকে বের হয়ে কড়া পুলিশ পাহারায় কলেজের মূল ফটক দিয়ে দিয়াবাড়ী মেট্রোরেল ডিপোর প্রধান ফটকের দিকে তাঁদের গাড়িবহর চলে যায়। একপর্যায়ে বেড়িবাঁধে উঠে তাঁরা পুনরায় উত্তরা সাউথ মেট্রোস্টেশন দিয়ে চলে যান। এ সময় তাঁদের গাড়িবহরের সঙ্গে কড়া পুলিশ পাহারা দেখা যায়।
ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার মহিদুল ইসলাম বলেছেন, ‘মেট্রোরেলের ডিপোর ভেতর দিয়ে দুই উপদেষ্টা ও প্রেস উইংয়ের কর্মকর্তারা মিরপুরের বেড়িবাঁধ ধরে গাড়িবহর নিয়ে বের হয়েছেন।’

চট্টগ্রামের বাঁশখালীতে ঘুষের টাকাসহ উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের (অফিস) সহকারী শাহ আলমকে (৪৮) আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার (১৪ জানুয়ারি) সকালে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২-এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালায়।
১০ মিনিট আগে
নোয়াখালীর সুবর্ণচরে সৈয়দ মুন্সি বাড়ি মাদ্রাসার প্রধান শিক্ষকের বিরুদ্ধে ১২ বছরের এক প্রাক্তন ছাত্রীকে নিয়ে পালানোর অভিযোগ উঠেছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে অজ্ঞাতনামা ব্যক্তিরা ওই মাদ্রাসায় আগুন ধরিয়ে দেয়।
১৩ মিনিট আগে
সাত কলেজ বিশ্ববিদ্যালয়ে রূপান্তর আন্দোলনের ডাকে আজ দুপুর পৌনে ১২টার দিকে পুরান ঢাকার তাঁতীবাজার মোড়, সাড়ে ১২টায় মিরপুর টেকনিক্যাল মোড় ও বেলা ১টার দিকে সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন সাত কলেজের শিক্ষার্থীরা।
৩২ মিনিট আগে
চট্টগ্রাম নগরের হামজারবাগ এলাকায় ৩৫টি সোনার বার ছিনতাইয়ের মামলায় মহানগর ছাত্রদলের বহিষ্কৃত নেতা ও পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী সাইফুল ইসলাম ওরফে বার্মা সাইফুলসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় ৩৪টি মামলা রয়েছে।
৩৮ মিনিট আগে