ঢাবি সংবাদদাতা

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদলের সংঘর্ষের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা। এ সময় তাঁরা শিক্ষাঙ্গনে সন্ত্রাসী হামলার বিচার দাবি করেন।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় বুয়েটের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন শিক্ষার্থীরা। মিছিলটি পলাশী মোড় থেকে কেন্দ্রীয় শহীদ মিনারমুখী সড়ক এবং বকশীবাজার মোড় হয়ে আবার শহীদ মিনারে ফিরে আসে।
শহীদ মিনারে বুয়েটের ম্যাটেরিয়াল বিভাগের উনিশ ব্যাচের শিক্ষার্থী আরাফাত উদ্দিন সাকিব বলেন, ‘ছাত্রদল আজ কুয়েটের শিক্ষার্থীদের ওপর যে হামলা করেছে, তা ন্যক্কারজনক। হামলায় ছাত্ররাজনীতির বিরুদ্ধে আন্দোলন করা শিক্ষার্থীদের অনেকেই আহত হন। আমরা বাংলাদেশকে আবার নৈরাজ্যের দিকে যেতে দেব না।’
ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আবু ওবায়দা মাআজ বলেন, ‘কুয়েটের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা শিক্ষার্থীদের। বহিরাগত সন্ত্রাসীদের এতে হস্তক্ষেপ করার অধিকার নেই। আমরা প্রশাসনের প্রতি দাবি জানাই, সন্ত্রাসীদের শনাক্ত করে বিচার নিশ্চিত করুন। এই বিচার নিশ্চিত না হলে জুলাই অভ্যুত্থানের শহীদদের প্রতি অবমাননা করা হবে।’
বিক্ষোভ মিছিলে ‘হই হই রই রই, ছাত্রদল গেলি কই’, ‘ছাত্রদলের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দিব না’, ‘সন্ত্রাসীদের ঠিকানা, বাংলাদেশে হবে না’, ‘ছাত্ররাজনীতির ঠিকানা, ক্যাম্পাসে হবে না’ ইত্যাদি স্লোগান দেন শিক্ষার্থীরা।
এর আগে আজ দুপুর থেকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ছাত্ররাজনীতি বন্ধের দাবি নিয়ে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। পাল্টাপাল্টি সংঘর্ষে ৩০ জনের বেশি শিক্ষার্থী আহত হন বলে জানা গেছে।

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদলের সংঘর্ষের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা। এ সময় তাঁরা শিক্ষাঙ্গনে সন্ত্রাসী হামলার বিচার দাবি করেন।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় বুয়েটের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন শিক্ষার্থীরা। মিছিলটি পলাশী মোড় থেকে কেন্দ্রীয় শহীদ মিনারমুখী সড়ক এবং বকশীবাজার মোড় হয়ে আবার শহীদ মিনারে ফিরে আসে।
শহীদ মিনারে বুয়েটের ম্যাটেরিয়াল বিভাগের উনিশ ব্যাচের শিক্ষার্থী আরাফাত উদ্দিন সাকিব বলেন, ‘ছাত্রদল আজ কুয়েটের শিক্ষার্থীদের ওপর যে হামলা করেছে, তা ন্যক্কারজনক। হামলায় ছাত্ররাজনীতির বিরুদ্ধে আন্দোলন করা শিক্ষার্থীদের অনেকেই আহত হন। আমরা বাংলাদেশকে আবার নৈরাজ্যের দিকে যেতে দেব না।’
ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আবু ওবায়দা মাআজ বলেন, ‘কুয়েটের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা শিক্ষার্থীদের। বহিরাগত সন্ত্রাসীদের এতে হস্তক্ষেপ করার অধিকার নেই। আমরা প্রশাসনের প্রতি দাবি জানাই, সন্ত্রাসীদের শনাক্ত করে বিচার নিশ্চিত করুন। এই বিচার নিশ্চিত না হলে জুলাই অভ্যুত্থানের শহীদদের প্রতি অবমাননা করা হবে।’
বিক্ষোভ মিছিলে ‘হই হই রই রই, ছাত্রদল গেলি কই’, ‘ছাত্রদলের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দিব না’, ‘সন্ত্রাসীদের ঠিকানা, বাংলাদেশে হবে না’, ‘ছাত্ররাজনীতির ঠিকানা, ক্যাম্পাসে হবে না’ ইত্যাদি স্লোগান দেন শিক্ষার্থীরা।
এর আগে আজ দুপুর থেকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ছাত্ররাজনীতি বন্ধের দাবি নিয়ে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। পাল্টাপাল্টি সংঘর্ষে ৩০ জনের বেশি শিক্ষার্থী আহত হন বলে জানা গেছে।

নারায়ণগঞ্জে কারাবন্দী আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির মারা গেছেন। আজ মঙ্গলবার ঢাকা জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় বলে জানান কারাগারের জেল সুপার মোহাম্মদ ফোরকান।
৩০ মিনিট আগে
জিজ্ঞাসাবাদের বরাতে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আহসান হাবীব পলাশ বলেছেন, সম্প্রতি হিন্দুধর্মাবলম্বীদের ঘরবাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ১৫ থেকে ১৬ জনের একটি সংঘবদ্ধ চক্র জড়িত। তারা দেশে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে এই অগ্নিসংযোগ করে।
৪২ মিনিট আগে
মিঠামইনে ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনায় অবহেলার অভিযোগে তিন চেয়ারম্যানকে সাময়িক বহিষ্কার করে প্রশাসক নিয়োগ করেছে জেলা প্রশাসক। গতকাল সোমবার জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা স্বাক্ষরিত আদেশে এ তথ্য জানা যায়।
১ ঘণ্টা আগে
ভোলা সদর উপজেলায় বন্ধন হেলথ কেয়ার অ্যান্ড ডায়াবেটিস সেন্টার নামের একটি ক্লিনিকে ভুল গ্রুপের রক্ত সঞ্চালন করায় প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। মারা যাওয়া রোগীর নাম লামিয়া আক্তার। এ ঘটনায় তাঁর স্বজন ও এলাকাবাসী ক্লিনিকের সামনে বিক্ষোভ করেছেন। নবজাতক সুস্থ আছে বলে জানা গেছে। ওই নারীর মৃত্যুর পরপরই জেলা
১ ঘণ্টা আগে