Ajker Patrika

হত্যাচেষ্টা মামলার রিমান্ড শেষে অভিনেতা সিদ্দিক কারাগারে

নিজস্ব প্রতিবেদক
অভিনেতা সিদ্দিক। ফাইল ছবি
অভিনেতা সিদ্দিক। ফাইল ছবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকেন্দ্রিক রাজধানীর গুলশানে ভ্যানচালক জব্বার আলী হাওলাদারকে হত্যাচেষ্টা মামলায় ছোট পর্দার অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিককে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। আজ বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

দুপুরে গুলশান থানা–পুলিশ সাত দিনের রিমান্ড শেষে সিদ্দিককে আদালতে হাজির করে। মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই আব্দুস সালাম তাঁকে কারাগারে আটক রাখার আবেদন করেন। অন্যদিকে সিদ্দিকের পক্ষে জামিনের আবেদন করা হয়। শুনানি শেষে আদালত তাঁকে জামিনের আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গত ৩০ এপ্রিল সিদ্দিককে সাত দিনের রিমান্ডে নেওয়া হয়। এর আগে গত ২৯ এপ্রিল কাকরাইলের ডেইলি রোড দিয়ে হাঁটার সময় কয়েকজন তাঁকে আটক করে মারধর করে রমনা থানায় সোপর্দ করেন। পরে রমনা থানা–পুলিশ তাঁকে গুলশান থানায় সোপর্দ করে। এরপর এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আদালতে হাজির করা হয়।

মামলার অভিযোগ থেকে জানা যায়, গত বছরের ১৯ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গুলশানের শাহজাদপুরে কনফিডেন্স টাওয়ারের সামনে আন্দোলনকারীদের ওপর গুলি চালানো হয়। এতে রিকশাচালক জব্বার আলী হাওলাদার গুলিবিদ্ধ হন।

এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১০৯ জনের বিরুদ্ধে গুলশান থানায় বাদী হয়ে এ মামলা করেন ভ্যানচালক জব্বার আলী হাওলাদার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএনপি-জামায়াত হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিল নতুন জরিপ

ক্রীড়া উপদেষ্টার বক্তব্যে সৃষ্ট ধোঁয়াশা পরিষ্কার করল বিসিবি

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

সস্ত্রীক ঢাকায় পৌঁছালেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

ইরানের বিক্ষোভে খুব কাছ থেকে মাথায় গুলি করে ছাত্রীকে হত্যা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত