Ajker Patrika

হোটেলে নারীকে মারধর করা বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের চেষ্টায় পুলিশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
হোটেলে নারীকে মারধর করা বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের চেষ্টায় পুলিশ
ছবি: ফেসবুক থেকে স্ক্রিনশট

রাজধানীর বনানীর একটি হোটেলে দুই নারীর ওপর হামলার ঘটনায় যুবদলের বহিষ্কৃত নেতা মনির হোসেনের বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশ জানিয়েছে, মামলার আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

বুধবার (৩ জুলাই) রাতে বনানী থানার জাকারিয়া হোটেলে দলবলসহ ঢুকে ওই হামলার ঘটনা ঘটান মনির হোসেন। ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর তাঁকে সংগঠন থেকে বহিষ্কার করে যুবদল।

বনানী থানা পুলিশ জানায়, ঘটনার রাতেই হোটেল কর্তৃপক্ষ ভাঙচুর ও মারধরের অভিযোগে একটি মামলা দায়ের করেন। তবে এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল সরোয়ার আজকের পত্রিকাকে বলেন, যুবদল নেতা মনিরের নেতৃত্বে একদল ব্যক্তি হোটেলে ঢুকে হামলা চালায়। মামলা হয়েছে, আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

এদিকে হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, শাড়ি পরা এক নারী সিঁড়ি দিয়ে দৌড়ে নিচে নামছেন, এ সময় একজন ব্যক্তি তাঁর পথ রোধ করে আঘাত করেন, নারীটি পড়ে যান। পেছনে থাকা আরেক নারীকে ধাওয়া করে নিচে ফেলে দেন অন্য এক হামলাকারী। পরে দুই নারীকে একযোগে মারধর করতে দেখা যায় অন্তত আট-দশজনকে।

ভিডিওতে হামলার সময় দুই নারীকে চিৎকার করতে শোনা যায়। হামলাকারীদের কেউ কেউ সরে গেলেও পরে নতুন লোকজন ঢুকে আবারও হামলা চালায়। ভিডিওতে ভাঙচুরের শব্দও পাওয়া গেছে।

এই ভিডিও ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়। অনেকেই অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও রাজনৈতিকভাবে শাস্তির দাবি জানান।

আজ বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে যুবদল জানায়, প্রাথমিক সদস্যপদসহ মনির হোসেনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, বহিষ্কৃত নেতাদের অপকর্মের দায় দল নেবে না। তাঁকে যেন কেউ সাংগঠনিকভাবে সহযোগিতা না করে, সে নির্দেশনাও দেওয়া হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

অভিজ্ঞতা ছাড়াই কর্মী নেবে আরএফএল

আজকের রাশিফল: খুনসুটি গভীর প্রেমে রূপ নেবে, মুখ থুবড়ে পড়ার হালকা যোগ আছে

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত