নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাত দফা দাবিতে টানা ৯ দিন ধরে ঝড়বৃষ্টি উপেক্ষা করে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মচারীরা। ২১ মে থেকে শুরু হওয়া এই কর্মসূচি আজও (বৃহস্পতিবার) অব্যাহত রেখেছেন তাঁরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত মাঠ না ছাড়ার দৃঢ়প্রতিজ্ঞা ব্যক্ত করেছেন আন্দোলনকারীরা।
শহীদ মিনারে সরেজমিন দেখা যায়, সকাল থেকে অবিরাম বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া থেকে বাঁচতে আন্দোলনকারীরা পলিথিন ও তারপলিন দিয়ে অস্থায়ী ছাউনি তৈরি করে নিজেদের অবস্থান ধরে রেখেছেন। কর্মসূচিতে উপস্থিত পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম (টেকনিক্যাল) রাজন কুমার বলেন, ‘ঝড়বৃষ্টি কোনো কিছুই আমাদের বাধা হতে পারেনি। এখানে আসার আগে আমরা একটা প্রতিজ্ঞা করেছিলাম, হয় মুক্তি নয় মৃত্যু। যত দিন দাবি আদায় না হবে প্রয়োজনে আমরা পরিবার-পরিজন নিয়ে এখানে কোরবানির ঈদ করব।’
কর্মসূচিতে অংশ নেওয়া পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীরা ‘জেগেছে রে জেগেছে, পল্লী বিদ্যুৎ জেগেছে’, ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘এক দুই তিন চার, চেয়ারম্যান তুই গদি ছাড়’—এসব স্লোগান দিতে থাকেন।
পল্লী বিদ্যুৎ সমিতির কর্মচারীদের ৭ দফা দাবি হলো—আরইবির অত্যাচারী ও স্বৈরাচার চেয়ারম্যানকে অবিলম্বে অপসারণ, জেলা প্রশাসক সম্মেলন-২০২৫-এ গৃহীত মন্ত্রিপরিষদ বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী এক ও অল্প চাকরিবিধি প্রণয়নসহ পবিস ও আরইবি একীভূতকরণের প্রজ্ঞাপন জারি, মিটার রিডার কাম মেসেঞ্জার, লাইন শ্রমিক ও পোষ্য কর্মীদের চাকরি নিয়মিত করা, মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারপূর্বক চাকরিচ্যুতদের স্বপদে পুনর্বহাল, হয়রানি ও শাস্তিমূলক বদলি আদেশ বাতিল করা এবং সংযুক্ত ও সাময়িক বরখাস্ত কর্মীদের অবিলম্বে পদায়ন করা, জরুরি কাজে নিয়োজিত কর্মীদের আন্তর্জাতিক নিয়ম/শ্রম আইন অনুযায়ী নির্দিষ্ট কর্ম ঘণ্টা অথবা শিফটিং ডিউটি বাস্তবায়ন এবং সংস্কার কার্যক্রম শেষ না পর্যন্ত অন্তর্বর্তীকালীন বোর্ড গঠন করে সমিতি পরিচালনা করা।

সাত দফা দাবিতে টানা ৯ দিন ধরে ঝড়বৃষ্টি উপেক্ষা করে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মচারীরা। ২১ মে থেকে শুরু হওয়া এই কর্মসূচি আজও (বৃহস্পতিবার) অব্যাহত রেখেছেন তাঁরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত মাঠ না ছাড়ার দৃঢ়প্রতিজ্ঞা ব্যক্ত করেছেন আন্দোলনকারীরা।
শহীদ মিনারে সরেজমিন দেখা যায়, সকাল থেকে অবিরাম বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া থেকে বাঁচতে আন্দোলনকারীরা পলিথিন ও তারপলিন দিয়ে অস্থায়ী ছাউনি তৈরি করে নিজেদের অবস্থান ধরে রেখেছেন। কর্মসূচিতে উপস্থিত পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম (টেকনিক্যাল) রাজন কুমার বলেন, ‘ঝড়বৃষ্টি কোনো কিছুই আমাদের বাধা হতে পারেনি। এখানে আসার আগে আমরা একটা প্রতিজ্ঞা করেছিলাম, হয় মুক্তি নয় মৃত্যু। যত দিন দাবি আদায় না হবে প্রয়োজনে আমরা পরিবার-পরিজন নিয়ে এখানে কোরবানির ঈদ করব।’
কর্মসূচিতে অংশ নেওয়া পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীরা ‘জেগেছে রে জেগেছে, পল্লী বিদ্যুৎ জেগেছে’, ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘এক দুই তিন চার, চেয়ারম্যান তুই গদি ছাড়’—এসব স্লোগান দিতে থাকেন।
পল্লী বিদ্যুৎ সমিতির কর্মচারীদের ৭ দফা দাবি হলো—আরইবির অত্যাচারী ও স্বৈরাচার চেয়ারম্যানকে অবিলম্বে অপসারণ, জেলা প্রশাসক সম্মেলন-২০২৫-এ গৃহীত মন্ত্রিপরিষদ বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী এক ও অল্প চাকরিবিধি প্রণয়নসহ পবিস ও আরইবি একীভূতকরণের প্রজ্ঞাপন জারি, মিটার রিডার কাম মেসেঞ্জার, লাইন শ্রমিক ও পোষ্য কর্মীদের চাকরি নিয়মিত করা, মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারপূর্বক চাকরিচ্যুতদের স্বপদে পুনর্বহাল, হয়রানি ও শাস্তিমূলক বদলি আদেশ বাতিল করা এবং সংযুক্ত ও সাময়িক বরখাস্ত কর্মীদের অবিলম্বে পদায়ন করা, জরুরি কাজে নিয়োজিত কর্মীদের আন্তর্জাতিক নিয়ম/শ্রম আইন অনুযায়ী নির্দিষ্ট কর্ম ঘণ্টা অথবা শিফটিং ডিউটি বাস্তবায়ন এবং সংস্কার কার্যক্রম শেষ না পর্যন্ত অন্তর্বর্তীকালীন বোর্ড গঠন করে সমিতি পরিচালনা করা।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৪ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৪ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৪ ঘণ্টা আগে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৫ ঘণ্টা আগে