নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চিকিৎসার জন্য যুবলীগের সাবেক নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের বিদেশ যাওয়া ঠেকাতে হাইকোর্টে আবেদন করেছিল দুদক। তবে সেই আবেদন শুনানির আগেই চিকিৎসার জন্য দেশ ছেড়েছেন তিনি।
বিচারিক আদালতের দেওয়া অনুমতি বাতিল চেয়ে দুদকের আবেদনের শুনানিতে আজ রোববার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের বেঞ্চে এই তথ্য জানানো হয়। পরে আদালত শুনানি ১ আগস্ট পর্যন্ত মুলতবি করেছেন।
সম্রাটের আইনজীবী মুনসুরুল হক চৌধুরী শুনানিতে বলেন, তিনি চিকিৎসার জন্য শনিবার ভারতের কলকাতায় গিয়েছেন। ২৫ জুলাই তাঁর দেশে ফেরার কথা রয়েছে। এ সময় আদালত বলেন, ‘তাঁকে তো আবেদন দিতে হবে। কোথায় যাবে, কবে আসবে। আপনার চিকিৎসা দরকার কে বলেছে?’ মুনসুরুল হক বলেন, ডাক্তার বলেছেন। আদালত বলেন, ‘কাগজ দেখান।’ মুনসুরুল হক বলেন, ‘বিএসএমএমইউ ও ঢাকা মেডিকেলে ডাক্তার দেখানো হয়েছে। তিনি ২৫ তারিখ ফিরে আসবেন। আমার পেছনে দৌড়াতে হবে না।’ আদালত বলেন, ‘আসবে তো?’ মুনসুরুল হক বলেন, ‘না আসার কোনো কারণ নেই।’
আদালত জানতে চান পাসপোর্ট কবে হাতে পাওয়া গেছে। মুনসুরুল হক বলেন, ‘গত ১ জুন। তিনি এরই মধ্যে চলে গেছেন। এই আবেদন অকার্যকর।’ এ সময় দুদকের আইনজীবী খুরশীদ আলম খান রুল জারির আরজি জানান। আদালত বলেন, ‘তিনি তো আদালতের অনুমতি নিয়ে গেছে। আমরা এটি স্ট্যান্ডওভার রাখছি। ফেরত না আসলে তখন দেখা যাবে।’
এর আগে ১ জুন সম্রাটকে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দেন ঢাকার বিশেষ জজ আদালত। এ আদেশ বাতিল চেয়ে সম্প্রতি উচ্চ আদালতে আবেদন করেছিল দুদক। উল্লেখ্য, ২০১৯ সালের ১২ নভেম্বর দুদক ২ কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৮৭ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সম্রাটের নামে মামলা করে।

চিকিৎসার জন্য যুবলীগের সাবেক নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের বিদেশ যাওয়া ঠেকাতে হাইকোর্টে আবেদন করেছিল দুদক। তবে সেই আবেদন শুনানির আগেই চিকিৎসার জন্য দেশ ছেড়েছেন তিনি।
বিচারিক আদালতের দেওয়া অনুমতি বাতিল চেয়ে দুদকের আবেদনের শুনানিতে আজ রোববার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের বেঞ্চে এই তথ্য জানানো হয়। পরে আদালত শুনানি ১ আগস্ট পর্যন্ত মুলতবি করেছেন।
সম্রাটের আইনজীবী মুনসুরুল হক চৌধুরী শুনানিতে বলেন, তিনি চিকিৎসার জন্য শনিবার ভারতের কলকাতায় গিয়েছেন। ২৫ জুলাই তাঁর দেশে ফেরার কথা রয়েছে। এ সময় আদালত বলেন, ‘তাঁকে তো আবেদন দিতে হবে। কোথায় যাবে, কবে আসবে। আপনার চিকিৎসা দরকার কে বলেছে?’ মুনসুরুল হক বলেন, ডাক্তার বলেছেন। আদালত বলেন, ‘কাগজ দেখান।’ মুনসুরুল হক বলেন, ‘বিএসএমএমইউ ও ঢাকা মেডিকেলে ডাক্তার দেখানো হয়েছে। তিনি ২৫ তারিখ ফিরে আসবেন। আমার পেছনে দৌড়াতে হবে না।’ আদালত বলেন, ‘আসবে তো?’ মুনসুরুল হক বলেন, ‘না আসার কোনো কারণ নেই।’
আদালত জানতে চান পাসপোর্ট কবে হাতে পাওয়া গেছে। মুনসুরুল হক বলেন, ‘গত ১ জুন। তিনি এরই মধ্যে চলে গেছেন। এই আবেদন অকার্যকর।’ এ সময় দুদকের আইনজীবী খুরশীদ আলম খান রুল জারির আরজি জানান। আদালত বলেন, ‘তিনি তো আদালতের অনুমতি নিয়ে গেছে। আমরা এটি স্ট্যান্ডওভার রাখছি। ফেরত না আসলে তখন দেখা যাবে।’
এর আগে ১ জুন সম্রাটকে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দেন ঢাকার বিশেষ জজ আদালত। এ আদেশ বাতিল চেয়ে সম্প্রতি উচ্চ আদালতে আবেদন করেছিল দুদক। উল্লেখ্য, ২০১৯ সালের ১২ নভেম্বর দুদক ২ কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৮৭ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সম্রাটের নামে মামলা করে।

চানন্দী ইউনিয়নের নদীতীরবর্তী করিম বাজার-দরবেশ বাজার এলাকার একটি পিচঢালাই রাস্তার ইট তুলে নেওয়ার অভিযোগ এনে স্থানীয় বিএনপির কয়েকজন নেতার নাম উল্লেখ করে এনসিপির এক নেতা ফেসবুকে পোস্ট দেন। ওই পোস্টকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জের ছয়টি আসনের সব কটিতেই মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি ও জামায়াতে ইসলামীর সম্ভাব্য প্রার্থীরা। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা বিশ্লেষণে উঠে এসেছে, তাঁদের আয় ও সম্পদের চিত্র।
৫ ঘণ্টা আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম অংশে দাপিয়ে বেড়াচ্ছে নিষিদ্ধ তিন চাকার ব্যাটারিচালিত অটোরিকশা। মহাসড়ক নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা হাইওয়ে পুলিশকেও পাত্তা দিচ্ছেন না এসব অটোরিকশাচালক। পুলিশের সামনেই তাঁরা অটোরিকশা চালাচ্ছেন, যত্রতত্র যাত্রী তুলছেন-নামাচ্ছেন।
৫ ঘণ্টা আগে
গাজীপুরের শ্রীপুরে সংরক্ষিত বনাঞ্চলঘেঁষা কৃষিজমির মাটি ১০০ ফুট গভীরে খনন করে লুটপাট করা হচ্ছে। গভীর খননের ফলে নিচের স্তরে মাটির পরিবর্তে দেখা মিলেছে সিলিকন বালু। এতে করে মাটিখেকোদের দাপট বেড়েই চলেছে। সন্ধ্যা থেকে শুরু হয়ে ভোররাত পর্যন্ত চলে এই দাপট।
৫ ঘণ্টা আগে