নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চিকিৎসার জন্য যুবলীগের সাবেক নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের বিদেশ যাওয়া ঠেকাতে হাইকোর্টে আবেদন করেছিল দুদক। তবে সেই আবেদন শুনানির আগেই চিকিৎসার জন্য দেশ ছেড়েছেন তিনি।
বিচারিক আদালতের দেওয়া অনুমতি বাতিল চেয়ে দুদকের আবেদনের শুনানিতে আজ রোববার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের বেঞ্চে এই তথ্য জানানো হয়। পরে আদালত শুনানি ১ আগস্ট পর্যন্ত মুলতবি করেছেন।
সম্রাটের আইনজীবী মুনসুরুল হক চৌধুরী শুনানিতে বলেন, তিনি চিকিৎসার জন্য শনিবার ভারতের কলকাতায় গিয়েছেন। ২৫ জুলাই তাঁর দেশে ফেরার কথা রয়েছে। এ সময় আদালত বলেন, ‘তাঁকে তো আবেদন দিতে হবে। কোথায় যাবে, কবে আসবে। আপনার চিকিৎসা দরকার কে বলেছে?’ মুনসুরুল হক বলেন, ডাক্তার বলেছেন। আদালত বলেন, ‘কাগজ দেখান।’ মুনসুরুল হক বলেন, ‘বিএসএমএমইউ ও ঢাকা মেডিকেলে ডাক্তার দেখানো হয়েছে। তিনি ২৫ তারিখ ফিরে আসবেন। আমার পেছনে দৌড়াতে হবে না।’ আদালত বলেন, ‘আসবে তো?’ মুনসুরুল হক বলেন, ‘না আসার কোনো কারণ নেই।’
আদালত জানতে চান পাসপোর্ট কবে হাতে পাওয়া গেছে। মুনসুরুল হক বলেন, ‘গত ১ জুন। তিনি এরই মধ্যে চলে গেছেন। এই আবেদন অকার্যকর।’ এ সময় দুদকের আইনজীবী খুরশীদ আলম খান রুল জারির আরজি জানান। আদালত বলেন, ‘তিনি তো আদালতের অনুমতি নিয়ে গেছে। আমরা এটি স্ট্যান্ডওভার রাখছি। ফেরত না আসলে তখন দেখা যাবে।’
এর আগে ১ জুন সম্রাটকে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দেন ঢাকার বিশেষ জজ আদালত। এ আদেশ বাতিল চেয়ে সম্প্রতি উচ্চ আদালতে আবেদন করেছিল দুদক। উল্লেখ্য, ২০১৯ সালের ১২ নভেম্বর দুদক ২ কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৮৭ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সম্রাটের নামে মামলা করে।

চিকিৎসার জন্য যুবলীগের সাবেক নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের বিদেশ যাওয়া ঠেকাতে হাইকোর্টে আবেদন করেছিল দুদক। তবে সেই আবেদন শুনানির আগেই চিকিৎসার জন্য দেশ ছেড়েছেন তিনি।
বিচারিক আদালতের দেওয়া অনুমতি বাতিল চেয়ে দুদকের আবেদনের শুনানিতে আজ রোববার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের বেঞ্চে এই তথ্য জানানো হয়। পরে আদালত শুনানি ১ আগস্ট পর্যন্ত মুলতবি করেছেন।
সম্রাটের আইনজীবী মুনসুরুল হক চৌধুরী শুনানিতে বলেন, তিনি চিকিৎসার জন্য শনিবার ভারতের কলকাতায় গিয়েছেন। ২৫ জুলাই তাঁর দেশে ফেরার কথা রয়েছে। এ সময় আদালত বলেন, ‘তাঁকে তো আবেদন দিতে হবে। কোথায় যাবে, কবে আসবে। আপনার চিকিৎসা দরকার কে বলেছে?’ মুনসুরুল হক বলেন, ডাক্তার বলেছেন। আদালত বলেন, ‘কাগজ দেখান।’ মুনসুরুল হক বলেন, ‘বিএসএমএমইউ ও ঢাকা মেডিকেলে ডাক্তার দেখানো হয়েছে। তিনি ২৫ তারিখ ফিরে আসবেন। আমার পেছনে দৌড়াতে হবে না।’ আদালত বলেন, ‘আসবে তো?’ মুনসুরুল হক বলেন, ‘না আসার কোনো কারণ নেই।’
আদালত জানতে চান পাসপোর্ট কবে হাতে পাওয়া গেছে। মুনসুরুল হক বলেন, ‘গত ১ জুন। তিনি এরই মধ্যে চলে গেছেন। এই আবেদন অকার্যকর।’ এ সময় দুদকের আইনজীবী খুরশীদ আলম খান রুল জারির আরজি জানান। আদালত বলেন, ‘তিনি তো আদালতের অনুমতি নিয়ে গেছে। আমরা এটি স্ট্যান্ডওভার রাখছি। ফেরত না আসলে তখন দেখা যাবে।’
এর আগে ১ জুন সম্রাটকে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দেন ঢাকার বিশেষ জজ আদালত। এ আদেশ বাতিল চেয়ে সম্প্রতি উচ্চ আদালতে আবেদন করেছিল দুদক। উল্লেখ্য, ২০১৯ সালের ১২ নভেম্বর দুদক ২ কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৮৭ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সম্রাটের নামে মামলা করে।

পটুয়াখালীর পায়রা বন্দরে সাড়ে ৬ হাজার কোটি টাকা খরচ করে ড্রেজিং করা হলেও বন্দরটিতে জাহাজ ভিড়তে পারছে না। নাব্যতা-সংকট থাকায় পায়রা বন্দরের জাহাজগুলো ভিড়ছে চট্টগ্রাম বন্দরে। পায়রা বন্দর কর্তৃপক্ষ জানায়, পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র এবং আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড (আরএনপিএল)...
৩ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
৭ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
৭ ঘণ্টা আগে
রাজবাড়ীর পাংশায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১০টার দিকে সুগন্ধা ফিলিং স্টেশন এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে পৌরসভার কুড়াপাড়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে মিরাজ শেখ (১৬) ও সাইদুল প্রামাণিকের ছেলে সজীব প্রামাণিক (১৭)।
৭ ঘণ্টা আগে