নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে শাহবাগ থানার সামনে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা।
আজ রোববার বেলা সাড়ে ১২টায় শাহবাগ থানার সামনে অবস্থান নেন তাঁরা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) শিক্ষক, সাম্যের সহপাঠী, বিভাগের শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় কয়েকশ শিক্ষার্থী বেলা সাড়ে ১২টায় শাহবাগ থানার সামনে মিছিল নিয়ে আসেন। এ সময় আগে থেকেই শাহবাগ থানার প্রবেশ গেট বন্ধ করে সামনে অবস্থান নেয় পুলিশ। ভেতরে প্রবেশ করতে না পারায় গেটের সামনেই বসে পড়েন শিক্ষার্থী। পরে শিক্ষকসহ কয়েকজন প্রতিনিধি শাহবাগ থানার ভেতরে প্রবেশ করেন।
এ সময় ‘শিক্ষার্থীরা উদ্যানে মানুষ মরে শাহবাগ থানা কী করে’; ‘আমার ভাই কবরে, শাহবাগ থানা কী করে’; ‘বিচার চাই, বিচার চাই’ ইত্যাদি স্লোগান দেন।
শিক্ষার্থীরা বলেন, সোহরাওয়ার্দী উদ্যান একটি অরক্ষিত জায়গা। সেখানে প্রশাসনের উদাসীনতায় নানা ধরনের অপরাধ হতো। যার পরিণতি দেখা গেল সাম্য হত্যাকাণ্ডের মাধ্যমে।
তাঁরা বলেন, সাম্য হত্যার ঘটনায় জড়িত অন্য আসামিদের এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তাদের দ্রুত গ্রেপ্তার করে বিচার করতে হবে।
এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে সাম্য হত্যার বিচারের দাবিতে সমাবেশ করে শিক্ষার্থীরা। সেখানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রক্টরসহ শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) শিক্ষকেরা উপস্থিত ছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে শাহবাগ থানার সামনে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা।
আজ রোববার বেলা সাড়ে ১২টায় শাহবাগ থানার সামনে অবস্থান নেন তাঁরা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) শিক্ষক, সাম্যের সহপাঠী, বিভাগের শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় কয়েকশ শিক্ষার্থী বেলা সাড়ে ১২টায় শাহবাগ থানার সামনে মিছিল নিয়ে আসেন। এ সময় আগে থেকেই শাহবাগ থানার প্রবেশ গেট বন্ধ করে সামনে অবস্থান নেয় পুলিশ। ভেতরে প্রবেশ করতে না পারায় গেটের সামনেই বসে পড়েন শিক্ষার্থী। পরে শিক্ষকসহ কয়েকজন প্রতিনিধি শাহবাগ থানার ভেতরে প্রবেশ করেন।
এ সময় ‘শিক্ষার্থীরা উদ্যানে মানুষ মরে শাহবাগ থানা কী করে’; ‘আমার ভাই কবরে, শাহবাগ থানা কী করে’; ‘বিচার চাই, বিচার চাই’ ইত্যাদি স্লোগান দেন।
শিক্ষার্থীরা বলেন, সোহরাওয়ার্দী উদ্যান একটি অরক্ষিত জায়গা। সেখানে প্রশাসনের উদাসীনতায় নানা ধরনের অপরাধ হতো। যার পরিণতি দেখা গেল সাম্য হত্যাকাণ্ডের মাধ্যমে।
তাঁরা বলেন, সাম্য হত্যার ঘটনায় জড়িত অন্য আসামিদের এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তাদের দ্রুত গ্রেপ্তার করে বিচার করতে হবে।
এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে সাম্য হত্যার বিচারের দাবিতে সমাবেশ করে শিক্ষার্থীরা। সেখানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রক্টরসহ শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) শিক্ষকেরা উপস্থিত ছিলেন।

মির্জাপুরের মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে (পিটিসি) ফায়ারিং প্রশিক্ষণের সময় মাসুম নামের এক কনস্টেবল গুলিবিদ্ধ হয়েছেন। গুলিটি তাঁর বুকে লাগে। আজ সোমবার সকালে পুলিশ ট্রেনিং সেন্টারে এ ঘটনা ঘটে।
৪ মিনিট আগে
কুমিল্লার চৌদ্দগ্রামে বিএনপি-জামায়াতের দফায় দফায় সংঘর্ষে উপজেলা বিএনপির প্রচার সম্পাদকসহ দুই পক্ষের অন্তত ছয়জন আহত হয়েছেন বলে জানা গেছে। এ সময় বিএনপি সমর্থকদের চারটি মোটরসাইকেল জ্বালিয়ে দেওয়ার ঘটনাও ঘটে। আজ সোমবার (১৯ জানুয়ারি) উপজেলার শুভপুর ইউনিয়নের ধনিজকরা ও মুন্সিরহাট বাজারে সংঘর্ষের ঘটনা ঘটে।
১০ মিনিট আগে
তিস্তা নদীর ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন শেষে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ধরনের ভূরাজনৈতিক চাপ নেই। এটি বাংলাদেশের নিজস্ব প্রকল্প এবং চীন এতে বিনিয়োগ করতে আগ্রহী। আজ সোমবার সকালে রংপুরের কাউনিয়া সেতু পরিদর্শন করেন পানিসম্পদ ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান
২৬ মিনিট আগে
নাটোর আদালত প্রাঙ্গণে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। জমি নিয়ে বিরোধজনিত মামলার জেরে আজ সোমবার (১৯ জানুয়ারি) বেলা আড়াইটার দিকে আদালত চত্বরে এ সংঘর্ষ হয়।
২৯ মিনিট আগে