আজকের পত্রিকা ডেস্ক

আজ বুধবার সকাল থেকেই রাজনৈতিক কর্মসূচির জেরে তীব্র যানজটে প্রায় অচল হয়ে পড়েছে রাজধানী ঢাকা। ছাত্রদল ও যুবদলের ‘তারুণ্যের সমাবেশ’ এবং সকালে জামায়াত নেতা আজহারুল ইসলামের মুক্তির পর শাহবাগে জমায়েত—এই দুই প্রধান ঘটনায় কার্যত স্থবির হয়ে পড়ে নগরীর অধিকাংশ সড়ক। চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।
সাধারণত কর্মদিবসে সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত যানজটের চাপ থাকে। কিন্তু আজ বুধবারের চিত্র ছিল সম্পূর্ণ ভিন্ন। সকাল ৯টার দিকেই বিজয় সরণি থেকে ফার্মগেট হয়ে কারওয়ান বাজার পর্যন্ত যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়, গাড়িগুলো প্রায় নড়াচড়া করছিল না।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই যানজট আরও ভয়াবহ রূপ নেয়। ট্রাফিক পুলিশ জানায়, ছাত্রদল ও যুবদলের তারুণ্যের সমাবেশে কয়েক লক্ষাধিক লোকের সমাগম হওয়ার কথা। এ জন্য গাজীপুর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, কুমিল্লাসহ বিভিন্ন জেলা এবং নগরীর আশপাশ থেকে বাসভর্তি নেতা-কর্মীরা রাজধানীতে আসতে থাকেন। এর ওপর, সকালে জামায়াত নেতা আজহারুল ইসলামের মুক্তির পর শাহবাগে বিপুলসংখ্যক লোক জড়ো হলে যানজটের সূচনা হয়। পরবর্তীতে ছাত্রদলের সমাবেশের কারণে যানজট আরও তীব্র আকার ধারণ করে।
যানজটের তীব্রতায় নগরবাসীর দুর্ভোগের চিত্র ছিল সর্বত্র। কারওয়ান বাজারের ওপর দিয়ে যাওয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েতেও যতোদূর চোখ যায় গাড়ির সারি দেখা গেছে। ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকা বাস থেকে নেমে বহু মানুষ পায়ে হেঁটে গন্তব্যের দিকে রওনা দিয়েছেন।
অফিসগামী কর্মজীবীরা জানান, শাহবাগে ঘণ্টাখানেক দাঁড়িয়ে থেকেও বাসে উঠতে পারেননি। রিকশা করেও যাওয়ার উপায় নেই, কারণ সব রাস্তায় যানজট।
দুপুরের দিকে ট্রাফিক পুলিশ জানায়, রাজধানীতে ঢোকার সবকটি পয়েন্টে যানবাহনের অতিরিক্ত চাপ রয়েছে। পরিস্থিতি সামাল দিতে ডিএমপির উপকমিশনার থেকে শুরু করে পরিদর্শকেরা মাঠে রয়েছেন। যানজট নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন।
ট্রাফিক পুলিশ বলছে, সন্ধ্যা পর্যন্ত যানজট পরিস্থিতির উন্নতির সম্ভাবনা খুবই কম। ফলে, দিনের শেষে ঘরে ফেরা মানুষদের আরও ভোগান্তি পোহাতে হতে পারে।

আজ বুধবার সকাল থেকেই রাজনৈতিক কর্মসূচির জেরে তীব্র যানজটে প্রায় অচল হয়ে পড়েছে রাজধানী ঢাকা। ছাত্রদল ও যুবদলের ‘তারুণ্যের সমাবেশ’ এবং সকালে জামায়াত নেতা আজহারুল ইসলামের মুক্তির পর শাহবাগে জমায়েত—এই দুই প্রধান ঘটনায় কার্যত স্থবির হয়ে পড়ে নগরীর অধিকাংশ সড়ক। চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।
সাধারণত কর্মদিবসে সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত যানজটের চাপ থাকে। কিন্তু আজ বুধবারের চিত্র ছিল সম্পূর্ণ ভিন্ন। সকাল ৯টার দিকেই বিজয় সরণি থেকে ফার্মগেট হয়ে কারওয়ান বাজার পর্যন্ত যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়, গাড়িগুলো প্রায় নড়াচড়া করছিল না।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই যানজট আরও ভয়াবহ রূপ নেয়। ট্রাফিক পুলিশ জানায়, ছাত্রদল ও যুবদলের তারুণ্যের সমাবেশে কয়েক লক্ষাধিক লোকের সমাগম হওয়ার কথা। এ জন্য গাজীপুর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, কুমিল্লাসহ বিভিন্ন জেলা এবং নগরীর আশপাশ থেকে বাসভর্তি নেতা-কর্মীরা রাজধানীতে আসতে থাকেন। এর ওপর, সকালে জামায়াত নেতা আজহারুল ইসলামের মুক্তির পর শাহবাগে বিপুলসংখ্যক লোক জড়ো হলে যানজটের সূচনা হয়। পরবর্তীতে ছাত্রদলের সমাবেশের কারণে যানজট আরও তীব্র আকার ধারণ করে।
যানজটের তীব্রতায় নগরবাসীর দুর্ভোগের চিত্র ছিল সর্বত্র। কারওয়ান বাজারের ওপর দিয়ে যাওয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েতেও যতোদূর চোখ যায় গাড়ির সারি দেখা গেছে। ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকা বাস থেকে নেমে বহু মানুষ পায়ে হেঁটে গন্তব্যের দিকে রওনা দিয়েছেন।
অফিসগামী কর্মজীবীরা জানান, শাহবাগে ঘণ্টাখানেক দাঁড়িয়ে থেকেও বাসে উঠতে পারেননি। রিকশা করেও যাওয়ার উপায় নেই, কারণ সব রাস্তায় যানজট।
দুপুরের দিকে ট্রাফিক পুলিশ জানায়, রাজধানীতে ঢোকার সবকটি পয়েন্টে যানবাহনের অতিরিক্ত চাপ রয়েছে। পরিস্থিতি সামাল দিতে ডিএমপির উপকমিশনার থেকে শুরু করে পরিদর্শকেরা মাঠে রয়েছেন। যানজট নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন।
ট্রাফিক পুলিশ বলছে, সন্ধ্যা পর্যন্ত যানজট পরিস্থিতির উন্নতির সম্ভাবনা খুবই কম। ফলে, দিনের শেষে ঘরে ফেরা মানুষদের আরও ভোগান্তি পোহাতে হতে পারে।

লালমনিরহাট-২ (আদিতমারী কালীগঞ্জ) আসনে জনতার দলের প্রার্থী ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামীম কামালের ঋণ রয়েছে ২ কোটি ১৮ লাখ ৬৬ হাজার টাকা। স্ত্রী-কন্যা ও নিজের মিলিয়ে পরিবারে সোনা রয়েছে ৫৫ ভরি। তাঁর নির্বাচনী হলফনামা বিশ্লেষণ করে এই তথ্য পাওয়া গেছে।
৩৬ মিনিট আগে
লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে রনি মিয়া (২২) নামের এক যুবক আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের দইখাওয়া সীমান্তের ৯০২ নম্বর পিলার এলাকায় এই ঘটনা ঘটে।
৩৭ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকা দিয়ে ভারতে অনুপ্রবেশকারী দুই বাংলাদেশিকে গরু চোরাকারবারি সন্দেহে আটক করেছে ভারতীয় পুলিশ। গতকাল মঙ্গলবার ভোরে নারায়ণপুর ইউনিয়নের দেবীপুর গ্রামের চারজন রাখাল সীমান্ত পেরোলে বিএসএফ ও ভারতীয় পুলিশের ধাওয়ার মুখে পড়েন। এ সময় দুজনকে আটক করে ভারতের জঙ্গিপুর থানা-পুলিশ।
৩ ঘণ্টা আগে
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটকের পর মারা যাওয়া রবিউল ইসলামের (৩৫) শরীরে ছয়টি স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে লাশের ময়নাতদন্তের পর এসব কথা জানিয়েছেন চিকিৎসক শামসুল আলম।
৩ ঘণ্টা আগে