নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর হাতিরঝিল এলাকায় কক্সবাজারের হোটেল সি প্যালেসের মালিক এ এস এম আলাউদ্দিন ভূঁইয়ার বাসায় সংঘটিত চাঞ্চল্যকর চুরির ঘটনায় ৭৪ লাখ টাকা উদ্ধারসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির নাম মো. উজ্জ্বল (৩১)। তিনি ভুক্তভোগীর বাসায় কেয়ারটেকার হিসেবে কাজ করতেন।
গত মঙ্গলবার মধ্যরাতে গাজীপুর সদর থানাধীন মৌবাগ এলাকায় অভিযান চালিয়ে উজ্জ্বলকে গ্রেপ্তার করে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
হাতিরঝিল থানা সূত্র জানায়, পশ্চিম রামপুরার মহানগর প্রজেক্ট এলাকায় অবস্থিত আলাউদ্দিন ভূঁইয়ার বাসা থেকে নগদ ১ কোটি ৫০ লাখ টাকা, ৪০ ভরি স্বর্ণালংকার (আনুমানিক মূল্য ৬০ লাখ টাকা) ও ৭ হাজার মার্কিন ডলার চুরি হয়। এ ঘটনায় কেয়ারটেকার মো. উজ্জ্বল, তাঁর স্ত্রী মোছা. নাসরিন ও উজ্জ্বলের মা লুৎফার বিরুদ্ধে মামলা করা হয়।
মামলার এজাহার অনুযায়ী, ৩ মে সকালে আলাউদ্দিন ভূঁইয়া কক্সবাজারে তাঁর হোটেল তদারকির জন্য রওনা হন। এর আগের দিন তিনি কেয়ারটেকার উজ্জ্বলকে গ্রামের বাড়ি যাওয়ার অনুমতি দেন। ৬ মে তিনি ঢাকা ফিরে আসেন এবং ৮ মে রাতে তাঁর মেয়ে ব্যারিস্টার ফারজানা আক্তারের সঙ্গে বাসার স্টিলের আলমারি খুলে দেখেন, ভেতরে রাখা টাকা ও স্বর্ণালংকার চুরি হয়ে গেছে।
পরে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, ২ মে সন্ধ্যায় উজ্জ্বল কৌশলে ক্যামেরার মুখ ঘুরিয়ে দেন এবং ভুক্তভোগীর কক্ষে প্রবেশ করেন। পরদিন দুপুর ১২টার দিকে একটি ব্যাগ কাঁধে নিয়ে বাসা ত্যাগ করেন তিনি।
জানা যায়, উজ্জ্বল আগে আলাউদ্দিন ভূঁইয়ার কক্সবাজারের হোটেলে বাবুর্চি হিসেবে কাজ করতেন এবং ২০১৯ সাল থেকে ঢাকার বাসায় কেয়ারটেকার হিসেবে কর্মরত ছিলেন। বাসার যাবতীয় কাজের পাশাপাশি লকারের পাসওয়ার্ডও তাঁর জানা ছিল।
তদন্তে সিসিটিভি ফুটেজ, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় উজ্জ্বলের অবস্থান শনাক্ত করে পুলিশ। গাজীপুরের ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্যমতে বাসার আলমারি থেকে ৬০ লাখ টাকা উদ্ধার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, চুরি করা টাকার একটি অংশ দিয়ে সে একটি ফ্রিজ ও আলমারি কিনেছে, যা পুলিশ জব্দ করেছে। পরবর্তী অভিযানে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে গাজীপুরের শিমুলতলী বাজার এলাকায় ভগ্নিপতির বাড়ির শয়নকক্ষের খাটের নিচ থেকে আরও ১৪ লাখ টাকা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারের পর উজ্জ্বল আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন এবং চুরির বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। মামলার অন্য দুই আসামিকে গ্রেপ্তার ও চুরি হওয়া অবশিষ্ট টাকা উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

রাজধানীর হাতিরঝিল এলাকায় কক্সবাজারের হোটেল সি প্যালেসের মালিক এ এস এম আলাউদ্দিন ভূঁইয়ার বাসায় সংঘটিত চাঞ্চল্যকর চুরির ঘটনায় ৭৪ লাখ টাকা উদ্ধারসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির নাম মো. উজ্জ্বল (৩১)। তিনি ভুক্তভোগীর বাসায় কেয়ারটেকার হিসেবে কাজ করতেন।
গত মঙ্গলবার মধ্যরাতে গাজীপুর সদর থানাধীন মৌবাগ এলাকায় অভিযান চালিয়ে উজ্জ্বলকে গ্রেপ্তার করে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
হাতিরঝিল থানা সূত্র জানায়, পশ্চিম রামপুরার মহানগর প্রজেক্ট এলাকায় অবস্থিত আলাউদ্দিন ভূঁইয়ার বাসা থেকে নগদ ১ কোটি ৫০ লাখ টাকা, ৪০ ভরি স্বর্ণালংকার (আনুমানিক মূল্য ৬০ লাখ টাকা) ও ৭ হাজার মার্কিন ডলার চুরি হয়। এ ঘটনায় কেয়ারটেকার মো. উজ্জ্বল, তাঁর স্ত্রী মোছা. নাসরিন ও উজ্জ্বলের মা লুৎফার বিরুদ্ধে মামলা করা হয়।
মামলার এজাহার অনুযায়ী, ৩ মে সকালে আলাউদ্দিন ভূঁইয়া কক্সবাজারে তাঁর হোটেল তদারকির জন্য রওনা হন। এর আগের দিন তিনি কেয়ারটেকার উজ্জ্বলকে গ্রামের বাড়ি যাওয়ার অনুমতি দেন। ৬ মে তিনি ঢাকা ফিরে আসেন এবং ৮ মে রাতে তাঁর মেয়ে ব্যারিস্টার ফারজানা আক্তারের সঙ্গে বাসার স্টিলের আলমারি খুলে দেখেন, ভেতরে রাখা টাকা ও স্বর্ণালংকার চুরি হয়ে গেছে।
পরে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, ২ মে সন্ধ্যায় উজ্জ্বল কৌশলে ক্যামেরার মুখ ঘুরিয়ে দেন এবং ভুক্তভোগীর কক্ষে প্রবেশ করেন। পরদিন দুপুর ১২টার দিকে একটি ব্যাগ কাঁধে নিয়ে বাসা ত্যাগ করেন তিনি।
জানা যায়, উজ্জ্বল আগে আলাউদ্দিন ভূঁইয়ার কক্সবাজারের হোটেলে বাবুর্চি হিসেবে কাজ করতেন এবং ২০১৯ সাল থেকে ঢাকার বাসায় কেয়ারটেকার হিসেবে কর্মরত ছিলেন। বাসার যাবতীয় কাজের পাশাপাশি লকারের পাসওয়ার্ডও তাঁর জানা ছিল।
তদন্তে সিসিটিভি ফুটেজ, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় উজ্জ্বলের অবস্থান শনাক্ত করে পুলিশ। গাজীপুরের ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্যমতে বাসার আলমারি থেকে ৬০ লাখ টাকা উদ্ধার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, চুরি করা টাকার একটি অংশ দিয়ে সে একটি ফ্রিজ ও আলমারি কিনেছে, যা পুলিশ জব্দ করেছে। পরবর্তী অভিযানে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে গাজীপুরের শিমুলতলী বাজার এলাকায় ভগ্নিপতির বাড়ির শয়নকক্ষের খাটের নিচ থেকে আরও ১৪ লাখ টাকা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারের পর উজ্জ্বল আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন এবং চুরির বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। মামলার অন্য দুই আসামিকে গ্রেপ্তার ও চুরি হওয়া অবশিষ্ট টাকা উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

যশোরের অভয়নগরে ৭৪টি অবৈধ কয়লার চুল্লি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নে ভৈরব নদের পাড় ঘেঁষে কয়লা তৈরির এসব অবৈধ চুল্লি গড়ে তোলা হয়েছিল। খুলনা পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম আজ সোমবার (১২ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত এই অভিযান চালান।
২ মিনিট আগে
ফরিদপুরের বোয়ালমারীতে চলন্ত ট্রেনের ধাক্কায় জুট মিলের শ্রমিক বহনকারী পিকআপে থাকা দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। তাঁদের মধ্যে পাঁচজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুজনের অবস্থা আশঙ্কাজনক। হতাহত ব্যক্তিরা সবাই উপজেলার ডোবরা জনতা জুট মিলের শ্রমিক।
১০ মিনিট আগে
কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ‘গুলিবর্ষণের’ পর মিস্টার আলী (২৫) নামের বাংলাদেশি এক যুবককে আটকের অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে। গতকাল রোববার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার সদর ইউনিয়নের খাটিয়ামারী সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ১০৬২-এর নিকটবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।
১৪ মিনিট আগে
শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুরে ঘরের মধ্যে বিস্ফোরণে দুজনের মৃত্যুর ঘটনায় এলাকাটিতে বড় ধরনের অভিযান চালিয়েছে পুলিশ ও সেনাবাহিনী। যৌথ অভিযানে ৪৫টি ককটেল, ককটেল তৈরির সরঞ্জাম ও দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য তিন নারীসহ চারজনকে আটক করা হয়েছে।
১৭ মিনিট আগে