নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর ডেমরা থানায় করা ধর্ষণ মামলায় গায়ক মাইনুল আহসান নোবেলকে কারাগারে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াউদ্দিন আহমেদ তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে বিকেলে তাঁকে আদালতে হাজির করে ডেমরা থানা-পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা তাঁকে কারাগারে আটক রাখার আবেদন করেন। অন্যদিকে নোবেলের পক্ষে জামিনের আবেদন করা হয়। আদালত জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গতকাল সোমবার দিবাগত রাত ২টার দিকে ডেমরা স্টাফ কোয়ার্টার থেকে নোবেলকে গ্রেপ্তার করে পুলিশ।
মামলা সূত্রে জানা গেছে, ইডেন কলেজের তৃতীয় বর্ষের এক শিক্ষার্থী গতকাল ডেমরা থানায় মামলাটি করেন। মেয়েটির বাড়ি টাঙ্গাইলে, থাকতেন মোহাম্মদপুরে। গত নভেম্বরে নোবেল ওই শিক্ষার্থীকে তুলে নিয়ে আসেন। সাত মাস ধরে ওই মেয়েকে আটকে রেখে ধর্ষণ করেন। কয়েক দিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে মেয়েটিকে মারধরের একটি ভিডিও ভাইরাল হয়। ওই ভিডিও মেয়ের পরিবারের সদস্যরা দেখতে পেয়ে তাঁরা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে জানান। গতকাল পুলিশ মেয়েটিকে উদ্ধার করে। এরপর একটি ধর্ষণ মামলা রুজু হয়।
ভারতের পশ্চিমবঙ্গে গানের রিয়্যালিটি শো ‘সা রে গা মা পা’ দিয়ে পরিচিতি পান নোবেল। এর আগে মাদকে আসক্ত হয়ে সংগীত ছেড়ে দিয়েছিলেন তিনি। দীর্ঘবিরতির পর আবারও শ্রোতাদের সামনে হাজির হন। সেবার নোবেল জানিয়েছিলেন, তিনি আর কখনো দর্শকদের হতাশ করবেন না। সব অতীত পেছনে ফেলে নিয়মিত গান উপহার দেবেন।
বছর দুই আগে ২০২৩ সালে অগ্রিম টাকা নিয়ে গান গাইতে না যাওয়ায় প্রতারণার অভিযোগে রাজধানীর মতিঝিল থানায় একটি মামলা হয়। জানা যায়, ওই বছরের ১৬ মে শরীয়তপুরের ভেদরগঞ্জ হেডকোয়ার্টার পাইলট উচ্চবিদ্যালয়ের এসএসসি ব্যাচ ২০১৬-এর অনুষ্ঠানে গান গাইতে গিয়ে ১ লাখ ৭২ হাজার টাকা অগ্রিম নিয়ে প্রতারণার অভিযোগে আটক হয়েছিলেন। সে সময় এক দিন রিমান্ডেও ছিলেন এই গায়ক।

রাজধানীর ডেমরা থানায় করা ধর্ষণ মামলায় গায়ক মাইনুল আহসান নোবেলকে কারাগারে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াউদ্দিন আহমেদ তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে বিকেলে তাঁকে আদালতে হাজির করে ডেমরা থানা-পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা তাঁকে কারাগারে আটক রাখার আবেদন করেন। অন্যদিকে নোবেলের পক্ষে জামিনের আবেদন করা হয়। আদালত জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গতকাল সোমবার দিবাগত রাত ২টার দিকে ডেমরা স্টাফ কোয়ার্টার থেকে নোবেলকে গ্রেপ্তার করে পুলিশ।
মামলা সূত্রে জানা গেছে, ইডেন কলেজের তৃতীয় বর্ষের এক শিক্ষার্থী গতকাল ডেমরা থানায় মামলাটি করেন। মেয়েটির বাড়ি টাঙ্গাইলে, থাকতেন মোহাম্মদপুরে। গত নভেম্বরে নোবেল ওই শিক্ষার্থীকে তুলে নিয়ে আসেন। সাত মাস ধরে ওই মেয়েকে আটকে রেখে ধর্ষণ করেন। কয়েক দিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে মেয়েটিকে মারধরের একটি ভিডিও ভাইরাল হয়। ওই ভিডিও মেয়ের পরিবারের সদস্যরা দেখতে পেয়ে তাঁরা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে জানান। গতকাল পুলিশ মেয়েটিকে উদ্ধার করে। এরপর একটি ধর্ষণ মামলা রুজু হয়।
ভারতের পশ্চিমবঙ্গে গানের রিয়্যালিটি শো ‘সা রে গা মা পা’ দিয়ে পরিচিতি পান নোবেল। এর আগে মাদকে আসক্ত হয়ে সংগীত ছেড়ে দিয়েছিলেন তিনি। দীর্ঘবিরতির পর আবারও শ্রোতাদের সামনে হাজির হন। সেবার নোবেল জানিয়েছিলেন, তিনি আর কখনো দর্শকদের হতাশ করবেন না। সব অতীত পেছনে ফেলে নিয়মিত গান উপহার দেবেন।
বছর দুই আগে ২০২৩ সালে অগ্রিম টাকা নিয়ে গান গাইতে না যাওয়ায় প্রতারণার অভিযোগে রাজধানীর মতিঝিল থানায় একটি মামলা হয়। জানা যায়, ওই বছরের ১৬ মে শরীয়তপুরের ভেদরগঞ্জ হেডকোয়ার্টার পাইলট উচ্চবিদ্যালয়ের এসএসসি ব্যাচ ২০১৬-এর অনুষ্ঠানে গান গাইতে গিয়ে ১ লাখ ৭২ হাজার টাকা অগ্রিম নিয়ে প্রতারণার অভিযোগে আটক হয়েছিলেন। সে সময় এক দিন রিমান্ডেও ছিলেন এই গায়ক।

চট্টগ্রাম নগরের চান্দগাঁও এলাকায় পারিবারিক বিরোধের জেরে স্বামীর ছুরিকাঘাতে সালমা আক্তার (৩৮) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত স্বামীকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেন।
২৫ মিনিট আগে
নির্বাচনকালীন দায়িত্ব প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জনগণের আস্থা অর্জন ছাড়া কেবল শক্তি প্রয়োগ করে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে পুলিশ বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।
১ ঘণ্টা আগে
নিহত আমেনা বেগমের বড় ভাই মোহাম্মদ ফোরকান বলেন, ‘বিয়ের সময় যৌতুক ও নগদ ২ লাখ ৬০ হাজার টাকা দেওয়া হয়েছিল। এরপরও বিভিন্ন সময়ে টাকা দাবি করে নির্যাতন চালানো হয়েছে। এখন আমার বোনকে বিষ খাইয়ে হত্যা করা হয়েছে। আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
১ ঘণ্টা আগে
পুলিশ জানায়, হামলার অভিযোগ এনে জামায়াতের যুব বিভাগের চরশাহী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড সভাপতি হেজবুল্লাহ সোহেল বাদী হয়ে ১৭০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এতে ১০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১৬০ জনকে আসামি করা হয়।
২ ঘণ্টা আগে