Ajker Patrika

খিলক্ষেতে ২৫ বাসকে ৫৩ হাজার টাকা জরিমানা, ১টি জব্দ

উত্তরা (ঢাকা) প্রতিনিধি
আজ মঙ্গলবার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের খিলক্ষেত এলাকায় অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী। ছবি: আজকের পত্রিকা
আজ মঙ্গলবার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের খিলক্ষেত এলাকায় অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী। ছবি: আজকের পত্রিকা

রাজধানী ঢাকায় মেয়াদোত্তীর্ণ ড্রাইভিং লাইসেন্স, ভিন্ন রোডে বাস চলাচলসহ চার অভিযোগে ২৫টি বাসকে ৫৩ হাজার টাকা জরিমানা করেছেন যৌথ বাহিনীর ভ্রাম্যমাণ আদালত। এ সময় একটি বাসকে জব্দ করা হয়।

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের খিলক্ষেত এলাকায় আজ মঙ্গলবার (৩ জুন) দুপুর পৌনে ১২টা থেকে বেলা পৌনে ২টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। পরবর্তীকালে উত্তরা আর্মি ক্যাম্প থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অভিযানের নেতৃত্ব দেন বিআরটিএয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট। এতে উত্তরা আর্মি ক্যাম্প ও ডিএমপির উত্তর বিভাগের ট্রাফিক পুলিশ সহযোগিতা করে।

আজ মঙ্গলবার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের খিলক্ষেত এলাকায় অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী। ছবি: আজকের পত্রিকা
আজ মঙ্গলবার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের খিলক্ষেত এলাকায় অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী। ছবি: আজকের পত্রিকা

সেনাবাহিনী জানায়, খিলক্ষেত এলাকায় উত্তরা আর্মি ক্যাম্প এবং বিআরটিএ মোবাইল কোর্টের সঙ্গে চেকপোস্ট স্থাপন করে ২৫টি বাসকে ৫৩ হাজার টাকা জরিমানা ও একটি বাস জব্দ করা হয়েছে।

মেয়াদোত্তীর্ণ ড্রাইভিং লাইসেন্স, প্রয়োজনীয় কাগজপত্র না থাকা, অবৈধ হাইড্রোলিক হর্ন ব্যবহার ও অনুসরণীয় রুট অনুসরণ না করার অভিযোগে এসব মামলা দেওয়া হয় বলে জানিয়েছে সেনাবাহিনী।

আইনশৃঙ্খলা বহির্ভূত কর্মকাণ্ড থেকে দেশকে মুক্ত রাখতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নির্বাচনের পর কী করবেন ড. ইউনূস, জানাল প্রেস উইং

‘নেপালকে বাংলাদেশ হতে দেব না’, নানামুখী চাপে হতাশ সুশীলা কারকি

বাংলাদেশ আমাদের জন্য সতর্কবার্তা: যোগী আদিত্যনাথ

৪০০ টাকায় ২০ এমবিপিএস ইন্টারনেট দেবে বিটিসিএল, সাশ্রয়ী আরও ৮ প্যাকেজ ঘোষণা

বাংলাদেশে ‘অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের নতুন ব্যাখ্যা দিল ইউরোপীয় ইউনিয়ন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত