প্রতিনিধি

খুলনা: লকডাউনে এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম বাড়িয়ে দিয়েছেন খুলনার ব্যবসায়ীরা। প্রতিটি সিলিন্ডার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে। বিক্রেতারা বলছেন, লকডাউনের কারণে গ্যাস পরিবহনে খরচ বেশি হওয়ায় দাম বেশি পড়ছে।
নগরীর করিম নগর এলাকার হাবিবা সুলতানা বলেন, লকডাউনের অজুহাতে সবকিছুর দাম এভাবে বৃদ্ধি করলে আমরা যাবো কোথায়? বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন প্রতি সিলিন্ডার গ্যাসের দাম নির্ধারণ করেছেন ৯৭৫ টাকা। কিন্তু আজ ৯৯০ টাকা দিয়ে সিলিন্ডার কিনলাম। মূল্য নির্ধারণ করা থাকলেও দোকানদার লকডাউনের দোহাই দিয়ে দাম বেশি রাখছেন।
ইকবালনগর এলাকার অধিবাসী সানজিদা পারভীন বলেন, কে মানে কার কথা, দাম নির্ধারিত করা থাকলেও বেশি দামে গ্যাস কিনতে হচ্ছে। বাসা পর্যন্ত নিতে আরও খরচ বেশি দিতে হয়। রান্নার মাঝে গ্যাস শেষ হলে বিপদে পড়তে হবে তাই বেশি দাম দিয়েই নিতে হলো।
এলপি গ্যাস সিলিন্ডার বিক্রেতা মেহেদী ট্রেডার্সের মালিকের কাছে দাম বেশি রাখার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘লকডাউনের জন্য কাস্টমার কম, বেচাকেনাও তেমন নাই। এজন্য দুই পাঁচ টাকা বলে কয়ে বেশি রাখছি আরকি’।
সরেজমিনে কয়েকটি দোকানে ঘুরে দেখা যায়, কোন দোকানে বিইআরসি’র নির্ধারিত মূল্যে সিলিন্ডার বিক্রি করছে। আবার কোন কোন দোকানে ৯৮০ টাকা ও ১ হাজার টাকায় সিলিন্ডার দিচ্ছে।
খুলনা গ্যাস ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি তবারক হোসের তপু বলেন, কিছু ব্যবসায়ী দাম বেশী নিলেও অধিকাংশ ব্যবসায়ী নির্ধারিত দামে গ্যাস বিক্রি করছে। সমিতির পক্ষ থেকে সকল সদস্যকে নির্ধারিত দামে গ্যাস বিক্রির অনুরোধ জানানো হয়েছে।
প্রসঙ্গত, এতোদিন পর্যন্ত বেসরকারি খাতের এলপিজি’র দাম নির্ধারণ করতো কোম্পানিগুলো নিজেরাই। তবে ১২ এপ্রিল বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এর চেয়্যারম্যান মো: আবদুল জলিল সংবাদ সম্মেলনে নতুন এ দাম ঘোষণা করেন। নির্ধারিত মূল্যের বেশি দামে কেউ বিক্রি করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

খুলনা: লকডাউনে এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম বাড়িয়ে দিয়েছেন খুলনার ব্যবসায়ীরা। প্রতিটি সিলিন্ডার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে। বিক্রেতারা বলছেন, লকডাউনের কারণে গ্যাস পরিবহনে খরচ বেশি হওয়ায় দাম বেশি পড়ছে।
নগরীর করিম নগর এলাকার হাবিবা সুলতানা বলেন, লকডাউনের অজুহাতে সবকিছুর দাম এভাবে বৃদ্ধি করলে আমরা যাবো কোথায়? বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন প্রতি সিলিন্ডার গ্যাসের দাম নির্ধারণ করেছেন ৯৭৫ টাকা। কিন্তু আজ ৯৯০ টাকা দিয়ে সিলিন্ডার কিনলাম। মূল্য নির্ধারণ করা থাকলেও দোকানদার লকডাউনের দোহাই দিয়ে দাম বেশি রাখছেন।
ইকবালনগর এলাকার অধিবাসী সানজিদা পারভীন বলেন, কে মানে কার কথা, দাম নির্ধারিত করা থাকলেও বেশি দামে গ্যাস কিনতে হচ্ছে। বাসা পর্যন্ত নিতে আরও খরচ বেশি দিতে হয়। রান্নার মাঝে গ্যাস শেষ হলে বিপদে পড়তে হবে তাই বেশি দাম দিয়েই নিতে হলো।
এলপি গ্যাস সিলিন্ডার বিক্রেতা মেহেদী ট্রেডার্সের মালিকের কাছে দাম বেশি রাখার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘লকডাউনের জন্য কাস্টমার কম, বেচাকেনাও তেমন নাই। এজন্য দুই পাঁচ টাকা বলে কয়ে বেশি রাখছি আরকি’।
সরেজমিনে কয়েকটি দোকানে ঘুরে দেখা যায়, কোন দোকানে বিইআরসি’র নির্ধারিত মূল্যে সিলিন্ডার বিক্রি করছে। আবার কোন কোন দোকানে ৯৮০ টাকা ও ১ হাজার টাকায় সিলিন্ডার দিচ্ছে।
খুলনা গ্যাস ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি তবারক হোসের তপু বলেন, কিছু ব্যবসায়ী দাম বেশী নিলেও অধিকাংশ ব্যবসায়ী নির্ধারিত দামে গ্যাস বিক্রি করছে। সমিতির পক্ষ থেকে সকল সদস্যকে নির্ধারিত দামে গ্যাস বিক্রির অনুরোধ জানানো হয়েছে।
প্রসঙ্গত, এতোদিন পর্যন্ত বেসরকারি খাতের এলপিজি’র দাম নির্ধারণ করতো কোম্পানিগুলো নিজেরাই। তবে ১২ এপ্রিল বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এর চেয়্যারম্যান মো: আবদুল জলিল সংবাদ সম্মেলনে নতুন এ দাম ঘোষণা করেন। নির্ধারিত মূল্যের বেশি দামে কেউ বিক্রি করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৬ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৭ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৭ ঘণ্টা আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য রাঙামাটি আসনের ভোটে বড় ফ্যাক্টর আঞ্চলিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) অংশ নিচ্ছে না। এতে জয়ের পাল্লা ভারী হয়েছে বিএনপির। এদিকে জেএসএসের রাজনীতিতে একসময় যুক্ত থাকা স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমাও আছেন আলোচনায়।
৭ ঘণ্টা আগে