নিজস্ব প্রতিবেদক

ঢাকা: বেলা ১১টা। আজিমপুরের ছাপরা মসজিদ রোড। বেসরকারি চাকুরে জিলানী আহমেদ (৪৫) এলপিজি সিলিন্ডার কিনতে এসেছেন। শুরু হয় তর্ক। কারণ, জিলানী আহমেদ বলেন, এলপিজি সিলিন্ডারের দাম সরকার–নির্ধারিত মূল্যের চেয়ে অনেক বেশি রাখা হচ্ছে।
তাঁর সমর্থনে মুখ খুললেন রফিক হাসান। বললেন, ‘আমরা জানি যে, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের খুচরা দাম মূসকসহ ৯০৬ টাকা নির্ধারণ করা হয়েছে। কিন্তু আমাদের কিনতে হচ্ছে ১ হাজার থেকে ১ হাজার ৫০ টাকা দিয়ে। এটা নিয়ে আমরা বিভ্রান্তিতে আছি। খরচও বেশি হচ্ছে।’
আজকের পত্রিকার কাছে বিষয়টি অস্বীকার করেননি এলপিজি সিলিন্ডারের আজিমপুর ও লালবাগের খুচরা বিক্রেতা ফয়েজ হোসেন ও আলভী রহমান। তাঁরা বলেন, আগের কিছু মজুত আছে যেগুলো বেশি দামে বিক্রি হচ্ছে। আর খুচরা দাম ৯০৬ টাকা নির্ধারণ করা হলেও ডিলারদের কাছ থেকেই তাঁদের নিতে হচ্ছে বেশি দামে। তাই বাধ্য হয়েই বেশি দামে বিক্রি করতে হয়।
খুচরা ব্যবসায়ীদের কথার সত্যতা যাচাই করতে আজকের পত্রিকা যোগাযোগ করে আজিমপুর, লালবাগ ও ইসলামবাগের এলপিজির ডিলারদের সঙ্গে। তাঁরা জানান, খুচরা ব্যবসায়ীদের কাছে বসুন্ধরার ডিলার ৯২০ বা ৯৪০ টাকা, বেক্সিমকোর ডিলার ৯৫০ টাকা, পেট্রোম্যাক্স ডিলার ৯৬০ টাকায় ১২ কেজির এলপিজি গ্যাস দিচ্ছেন।
এ বিষয়ে জানতে চাইলে মোহাম্মদপুর শাখার বেক্সিমকোর ডিলারের সেলস রিপ্রেজেন্টেটিভ আরিফ হোসেন বলেন, ‘আমরা ১২ কেজির এলপিজি সিলিন্ডার ডিলারদের ৯০০ টাকা করে দিচ্ছি। তাঁরা আবার বেশি দামে বিক্রি করেন খুচরা ব্যবসায়ীদের কাছে। তাই ভোক্তারা নির্ধারিত ৯০৬ টাকায় পাবে না, এটাই স্বাভাবিক। কিন্তু খুব দ্রুতই ভোক্তাদের নিজেদের আওতায় আনার চেষ্টা করছি। মাঝে কোনো ডিলার বা খুচরা ব্যবসায়ী থাকবে না। তাহলেই আমরা ভোক্তাদের জন্য সরকার–নির্ধারিত ৯০৬ টাকা নিশ্চিত করতে পারব।’
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চেয়ারম্যান গোলাম রহমান বলেন, বিইআরসির নির্ধারিত মূল্য একটি আইনানুগ আদেশ। কেউ যদি এটা না মানে তবে তাদের বিরুদ্ধে দ্রুত প্রশাসনের আইনি ব্যবস্থা নেওয়া উচিত।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) বেসরকারি খাতে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম মূসকসহ ৯৭৫ টাকা থেকে কমিয়ে এর সর্বোচ্চ খুচরা মূল্য ৯০৬ টাকা ঘোষণা করে। যা গত ১ মে থেকে কার্যকর হওয়ার কথা। তবে রাষ্ট্রায়ত্ত কোম্পানির ১২ কেজি এলপিজির দাম আগের ৫৯১ টাকাই রয়েছে।

ঢাকা: বেলা ১১টা। আজিমপুরের ছাপরা মসজিদ রোড। বেসরকারি চাকুরে জিলানী আহমেদ (৪৫) এলপিজি সিলিন্ডার কিনতে এসেছেন। শুরু হয় তর্ক। কারণ, জিলানী আহমেদ বলেন, এলপিজি সিলিন্ডারের দাম সরকার–নির্ধারিত মূল্যের চেয়ে অনেক বেশি রাখা হচ্ছে।
তাঁর সমর্থনে মুখ খুললেন রফিক হাসান। বললেন, ‘আমরা জানি যে, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের খুচরা দাম মূসকসহ ৯০৬ টাকা নির্ধারণ করা হয়েছে। কিন্তু আমাদের কিনতে হচ্ছে ১ হাজার থেকে ১ হাজার ৫০ টাকা দিয়ে। এটা নিয়ে আমরা বিভ্রান্তিতে আছি। খরচও বেশি হচ্ছে।’
আজকের পত্রিকার কাছে বিষয়টি অস্বীকার করেননি এলপিজি সিলিন্ডারের আজিমপুর ও লালবাগের খুচরা বিক্রেতা ফয়েজ হোসেন ও আলভী রহমান। তাঁরা বলেন, আগের কিছু মজুত আছে যেগুলো বেশি দামে বিক্রি হচ্ছে। আর খুচরা দাম ৯০৬ টাকা নির্ধারণ করা হলেও ডিলারদের কাছ থেকেই তাঁদের নিতে হচ্ছে বেশি দামে। তাই বাধ্য হয়েই বেশি দামে বিক্রি করতে হয়।
খুচরা ব্যবসায়ীদের কথার সত্যতা যাচাই করতে আজকের পত্রিকা যোগাযোগ করে আজিমপুর, লালবাগ ও ইসলামবাগের এলপিজির ডিলারদের সঙ্গে। তাঁরা জানান, খুচরা ব্যবসায়ীদের কাছে বসুন্ধরার ডিলার ৯২০ বা ৯৪০ টাকা, বেক্সিমকোর ডিলার ৯৫০ টাকা, পেট্রোম্যাক্স ডিলার ৯৬০ টাকায় ১২ কেজির এলপিজি গ্যাস দিচ্ছেন।
এ বিষয়ে জানতে চাইলে মোহাম্মদপুর শাখার বেক্সিমকোর ডিলারের সেলস রিপ্রেজেন্টেটিভ আরিফ হোসেন বলেন, ‘আমরা ১২ কেজির এলপিজি সিলিন্ডার ডিলারদের ৯০০ টাকা করে দিচ্ছি। তাঁরা আবার বেশি দামে বিক্রি করেন খুচরা ব্যবসায়ীদের কাছে। তাই ভোক্তারা নির্ধারিত ৯০৬ টাকায় পাবে না, এটাই স্বাভাবিক। কিন্তু খুব দ্রুতই ভোক্তাদের নিজেদের আওতায় আনার চেষ্টা করছি। মাঝে কোনো ডিলার বা খুচরা ব্যবসায়ী থাকবে না। তাহলেই আমরা ভোক্তাদের জন্য সরকার–নির্ধারিত ৯০৬ টাকা নিশ্চিত করতে পারব।’
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চেয়ারম্যান গোলাম রহমান বলেন, বিইআরসির নির্ধারিত মূল্য একটি আইনানুগ আদেশ। কেউ যদি এটা না মানে তবে তাদের বিরুদ্ধে দ্রুত প্রশাসনের আইনি ব্যবস্থা নেওয়া উচিত।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) বেসরকারি খাতে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম মূসকসহ ৯৭৫ টাকা থেকে কমিয়ে এর সর্বোচ্চ খুচরা মূল্য ৯০৬ টাকা ঘোষণা করে। যা গত ১ মে থেকে কার্যকর হওয়ার কথা। তবে রাষ্ট্রায়ত্ত কোম্পানির ১২ কেজি এলপিজির দাম আগের ৫৯১ টাকাই রয়েছে।

অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবীন সৈনিকদের শপথবাক্য পাঠ করাবেন এবং কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করবেন।
১৩ মিনিট আগে
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি হিফজ মাদ্রাসার টয়লেট থেকে হাবিবউল্লাহ (১২) নামের এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার কালিয়াকৈর বাইপাস এলাকায় আল আবরার ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। হাবিবউল্লাহ যশোরের কেশবপুর উপজেলার
১ ঘণ্টা আগে
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদ নির্বাচনের তফসিল আবারও স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত ১০টায় প্রধান নির্বাচন কমিশনার (ভারপ্রাপ্ত) সহযোগী অধ্যাপক মো. মাসুদ রানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
১ ঘণ্টা আগে
যশোর সরকারি এমএম কলেজের শহীদ আসাদ হলে ঢুকে রবিউল ইসলাম (২১) নামে অনার্স দ্বিতীয় বর্ষের এক ছাত্রকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে হলের ২০৮ নম্বর কক্ষে এই ঘটনা ঘটে। আহত রবিউল ইসলাম ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাঁদপাড়া গ্রামের আব্দুল মালেকের
২ ঘণ্টা আগে