নিজস্ব প্রতিবেদক

ঢাকা: বেলা ১১টা। আজিমপুরের ছাপরা মসজিদ রোড। বেসরকারি চাকুরে জিলানী আহমেদ (৪৫) এলপিজি সিলিন্ডার কিনতে এসেছেন। শুরু হয় তর্ক। কারণ, জিলানী আহমেদ বলেন, এলপিজি সিলিন্ডারের দাম সরকার–নির্ধারিত মূল্যের চেয়ে অনেক বেশি রাখা হচ্ছে।
তাঁর সমর্থনে মুখ খুললেন রফিক হাসান। বললেন, ‘আমরা জানি যে, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের খুচরা দাম মূসকসহ ৯০৬ টাকা নির্ধারণ করা হয়েছে। কিন্তু আমাদের কিনতে হচ্ছে ১ হাজার থেকে ১ হাজার ৫০ টাকা দিয়ে। এটা নিয়ে আমরা বিভ্রান্তিতে আছি। খরচও বেশি হচ্ছে।’
আজকের পত্রিকার কাছে বিষয়টি অস্বীকার করেননি এলপিজি সিলিন্ডারের আজিমপুর ও লালবাগের খুচরা বিক্রেতা ফয়েজ হোসেন ও আলভী রহমান। তাঁরা বলেন, আগের কিছু মজুত আছে যেগুলো বেশি দামে বিক্রি হচ্ছে। আর খুচরা দাম ৯০৬ টাকা নির্ধারণ করা হলেও ডিলারদের কাছ থেকেই তাঁদের নিতে হচ্ছে বেশি দামে। তাই বাধ্য হয়েই বেশি দামে বিক্রি করতে হয়।
খুচরা ব্যবসায়ীদের কথার সত্যতা যাচাই করতে আজকের পত্রিকা যোগাযোগ করে আজিমপুর, লালবাগ ও ইসলামবাগের এলপিজির ডিলারদের সঙ্গে। তাঁরা জানান, খুচরা ব্যবসায়ীদের কাছে বসুন্ধরার ডিলার ৯২০ বা ৯৪০ টাকা, বেক্সিমকোর ডিলার ৯৫০ টাকা, পেট্রোম্যাক্স ডিলার ৯৬০ টাকায় ১২ কেজির এলপিজি গ্যাস দিচ্ছেন।
এ বিষয়ে জানতে চাইলে মোহাম্মদপুর শাখার বেক্সিমকোর ডিলারের সেলস রিপ্রেজেন্টেটিভ আরিফ হোসেন বলেন, ‘আমরা ১২ কেজির এলপিজি সিলিন্ডার ডিলারদের ৯০০ টাকা করে দিচ্ছি। তাঁরা আবার বেশি দামে বিক্রি করেন খুচরা ব্যবসায়ীদের কাছে। তাই ভোক্তারা নির্ধারিত ৯০৬ টাকায় পাবে না, এটাই স্বাভাবিক। কিন্তু খুব দ্রুতই ভোক্তাদের নিজেদের আওতায় আনার চেষ্টা করছি। মাঝে কোনো ডিলার বা খুচরা ব্যবসায়ী থাকবে না। তাহলেই আমরা ভোক্তাদের জন্য সরকার–নির্ধারিত ৯০৬ টাকা নিশ্চিত করতে পারব।’
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চেয়ারম্যান গোলাম রহমান বলেন, বিইআরসির নির্ধারিত মূল্য একটি আইনানুগ আদেশ। কেউ যদি এটা না মানে তবে তাদের বিরুদ্ধে দ্রুত প্রশাসনের আইনি ব্যবস্থা নেওয়া উচিত।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) বেসরকারি খাতে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম মূসকসহ ৯৭৫ টাকা থেকে কমিয়ে এর সর্বোচ্চ খুচরা মূল্য ৯০৬ টাকা ঘোষণা করে। যা গত ১ মে থেকে কার্যকর হওয়ার কথা। তবে রাষ্ট্রায়ত্ত কোম্পানির ১২ কেজি এলপিজির দাম আগের ৫৯১ টাকাই রয়েছে।

ঢাকা: বেলা ১১টা। আজিমপুরের ছাপরা মসজিদ রোড। বেসরকারি চাকুরে জিলানী আহমেদ (৪৫) এলপিজি সিলিন্ডার কিনতে এসেছেন। শুরু হয় তর্ক। কারণ, জিলানী আহমেদ বলেন, এলপিজি সিলিন্ডারের দাম সরকার–নির্ধারিত মূল্যের চেয়ে অনেক বেশি রাখা হচ্ছে।
তাঁর সমর্থনে মুখ খুললেন রফিক হাসান। বললেন, ‘আমরা জানি যে, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের খুচরা দাম মূসকসহ ৯০৬ টাকা নির্ধারণ করা হয়েছে। কিন্তু আমাদের কিনতে হচ্ছে ১ হাজার থেকে ১ হাজার ৫০ টাকা দিয়ে। এটা নিয়ে আমরা বিভ্রান্তিতে আছি। খরচও বেশি হচ্ছে।’
আজকের পত্রিকার কাছে বিষয়টি অস্বীকার করেননি এলপিজি সিলিন্ডারের আজিমপুর ও লালবাগের খুচরা বিক্রেতা ফয়েজ হোসেন ও আলভী রহমান। তাঁরা বলেন, আগের কিছু মজুত আছে যেগুলো বেশি দামে বিক্রি হচ্ছে। আর খুচরা দাম ৯০৬ টাকা নির্ধারণ করা হলেও ডিলারদের কাছ থেকেই তাঁদের নিতে হচ্ছে বেশি দামে। তাই বাধ্য হয়েই বেশি দামে বিক্রি করতে হয়।
খুচরা ব্যবসায়ীদের কথার সত্যতা যাচাই করতে আজকের পত্রিকা যোগাযোগ করে আজিমপুর, লালবাগ ও ইসলামবাগের এলপিজির ডিলারদের সঙ্গে। তাঁরা জানান, খুচরা ব্যবসায়ীদের কাছে বসুন্ধরার ডিলার ৯২০ বা ৯৪০ টাকা, বেক্সিমকোর ডিলার ৯৫০ টাকা, পেট্রোম্যাক্স ডিলার ৯৬০ টাকায় ১২ কেজির এলপিজি গ্যাস দিচ্ছেন।
এ বিষয়ে জানতে চাইলে মোহাম্মদপুর শাখার বেক্সিমকোর ডিলারের সেলস রিপ্রেজেন্টেটিভ আরিফ হোসেন বলেন, ‘আমরা ১২ কেজির এলপিজি সিলিন্ডার ডিলারদের ৯০০ টাকা করে দিচ্ছি। তাঁরা আবার বেশি দামে বিক্রি করেন খুচরা ব্যবসায়ীদের কাছে। তাই ভোক্তারা নির্ধারিত ৯০৬ টাকায় পাবে না, এটাই স্বাভাবিক। কিন্তু খুব দ্রুতই ভোক্তাদের নিজেদের আওতায় আনার চেষ্টা করছি। মাঝে কোনো ডিলার বা খুচরা ব্যবসায়ী থাকবে না। তাহলেই আমরা ভোক্তাদের জন্য সরকার–নির্ধারিত ৯০৬ টাকা নিশ্চিত করতে পারব।’
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চেয়ারম্যান গোলাম রহমান বলেন, বিইআরসির নির্ধারিত মূল্য একটি আইনানুগ আদেশ। কেউ যদি এটা না মানে তবে তাদের বিরুদ্ধে দ্রুত প্রশাসনের আইনি ব্যবস্থা নেওয়া উচিত।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) বেসরকারি খাতে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম মূসকসহ ৯৭৫ টাকা থেকে কমিয়ে এর সর্বোচ্চ খুচরা মূল্য ৯০৬ টাকা ঘোষণা করে। যা গত ১ মে থেকে কার্যকর হওয়ার কথা। তবে রাষ্ট্রায়ত্ত কোম্পানির ১২ কেজি এলপিজির দাম আগের ৫৯১ টাকাই রয়েছে।

বিলম্বের বৃত্ত থেকে বের হতে পারছে না বাংলাদেশ রেলওয়ের ঢাকা-নারায়ণগঞ্জ ডুয়েলগেজ ডাবল লাইন রেলপথ প্রকল্প। ইতিমধ্যে চার দফা মেয়াদ বাড়ানো এই প্রকল্প শেষ করতে আরও দুই বছর মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ। প্রায় এক যুগে প্রকল্পের কাজ হয়েছে ৫৪ শতাংশ।
৬ ঘণ্টা আগে
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল এবং হাতিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও বঙ্গবন্ধু আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ছাইফ উদ্দিন আহমদ দীর্ঘদিন হত্যা-বিস্ফোরকসহ একাধিক মামলার আসামি হয়ে জেলা কারাগারে রয়েছেন।
৬ ঘণ্টা আগে
যুগ যুগ ধরে সমুদ্রের পানি দিয়ে লবণ উৎপাদন করে আসছেন কৃষকেরা। তবে লবণ উৎপাদন কারখানার পরিত্যক্ত পানি দিয়ে আবার লবণ তৈরির সম্ভাবনা বাস্তবে রূপ দিয়েছেন চট্টগ্রামের পটিয়া উপজেলার কৃষকেরা।
৭ ঘণ্টা আগে
খুলনা জেলায় খাদ্যশস্য সংগ্রহ মৌসুমে বস্তা কেনায় অনিয়মের অভিযোগ উঠেছে। নতুন বস্তার সঙ্গে পুরোনো বস্তাও সরবরাহ ও ব্যবহার হচ্ছে বলে জানা গেছে। অভিযোগে বলা হয়েছে, পুরোনো নিম্নমানের বস্তা ক্রয় এবং অবৈধ লেনদেনের মাধ্যমে খাদ্যগুদামের অর্থ আত্মসাৎ করা হচ্ছে। তবে খাদ্য কর্মকর্তাদের দাবি...
৭ ঘণ্টা আগে