নিজস্ব প্রতিবেদক

ঢাকা: বেলা ১১টা। আজিমপুরের ছাপরা মসজিদ রোড। বেসরকারি চাকুরে জিলানী আহমেদ (৪৫) এলপিজি সিলিন্ডার কিনতে এসেছেন। শুরু হয় তর্ক। কারণ, জিলানী আহমেদ বলেন, এলপিজি সিলিন্ডারের দাম সরকার–নির্ধারিত মূল্যের চেয়ে অনেক বেশি রাখা হচ্ছে।
তাঁর সমর্থনে মুখ খুললেন রফিক হাসান। বললেন, ‘আমরা জানি যে, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের খুচরা দাম মূসকসহ ৯০৬ টাকা নির্ধারণ করা হয়েছে। কিন্তু আমাদের কিনতে হচ্ছে ১ হাজার থেকে ১ হাজার ৫০ টাকা দিয়ে। এটা নিয়ে আমরা বিভ্রান্তিতে আছি। খরচও বেশি হচ্ছে।’
আজকের পত্রিকার কাছে বিষয়টি অস্বীকার করেননি এলপিজি সিলিন্ডারের আজিমপুর ও লালবাগের খুচরা বিক্রেতা ফয়েজ হোসেন ও আলভী রহমান। তাঁরা বলেন, আগের কিছু মজুত আছে যেগুলো বেশি দামে বিক্রি হচ্ছে। আর খুচরা দাম ৯০৬ টাকা নির্ধারণ করা হলেও ডিলারদের কাছ থেকেই তাঁদের নিতে হচ্ছে বেশি দামে। তাই বাধ্য হয়েই বেশি দামে বিক্রি করতে হয়।
খুচরা ব্যবসায়ীদের কথার সত্যতা যাচাই করতে আজকের পত্রিকা যোগাযোগ করে আজিমপুর, লালবাগ ও ইসলামবাগের এলপিজির ডিলারদের সঙ্গে। তাঁরা জানান, খুচরা ব্যবসায়ীদের কাছে বসুন্ধরার ডিলার ৯২০ বা ৯৪০ টাকা, বেক্সিমকোর ডিলার ৯৫০ টাকা, পেট্রোম্যাক্স ডিলার ৯৬০ টাকায় ১২ কেজির এলপিজি গ্যাস দিচ্ছেন।
এ বিষয়ে জানতে চাইলে মোহাম্মদপুর শাখার বেক্সিমকোর ডিলারের সেলস রিপ্রেজেন্টেটিভ আরিফ হোসেন বলেন, ‘আমরা ১২ কেজির এলপিজি সিলিন্ডার ডিলারদের ৯০০ টাকা করে দিচ্ছি। তাঁরা আবার বেশি দামে বিক্রি করেন খুচরা ব্যবসায়ীদের কাছে। তাই ভোক্তারা নির্ধারিত ৯০৬ টাকায় পাবে না, এটাই স্বাভাবিক। কিন্তু খুব দ্রুতই ভোক্তাদের নিজেদের আওতায় আনার চেষ্টা করছি। মাঝে কোনো ডিলার বা খুচরা ব্যবসায়ী থাকবে না। তাহলেই আমরা ভোক্তাদের জন্য সরকার–নির্ধারিত ৯০৬ টাকা নিশ্চিত করতে পারব।’
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চেয়ারম্যান গোলাম রহমান বলেন, বিইআরসির নির্ধারিত মূল্য একটি আইনানুগ আদেশ। কেউ যদি এটা না মানে তবে তাদের বিরুদ্ধে দ্রুত প্রশাসনের আইনি ব্যবস্থা নেওয়া উচিত।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) বেসরকারি খাতে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম মূসকসহ ৯৭৫ টাকা থেকে কমিয়ে এর সর্বোচ্চ খুচরা মূল্য ৯০৬ টাকা ঘোষণা করে। যা গত ১ মে থেকে কার্যকর হওয়ার কথা। তবে রাষ্ট্রায়ত্ত কোম্পানির ১২ কেজি এলপিজির দাম আগের ৫৯১ টাকাই রয়েছে।

ঢাকা: বেলা ১১টা। আজিমপুরের ছাপরা মসজিদ রোড। বেসরকারি চাকুরে জিলানী আহমেদ (৪৫) এলপিজি সিলিন্ডার কিনতে এসেছেন। শুরু হয় তর্ক। কারণ, জিলানী আহমেদ বলেন, এলপিজি সিলিন্ডারের দাম সরকার–নির্ধারিত মূল্যের চেয়ে অনেক বেশি রাখা হচ্ছে।
তাঁর সমর্থনে মুখ খুললেন রফিক হাসান। বললেন, ‘আমরা জানি যে, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের খুচরা দাম মূসকসহ ৯০৬ টাকা নির্ধারণ করা হয়েছে। কিন্তু আমাদের কিনতে হচ্ছে ১ হাজার থেকে ১ হাজার ৫০ টাকা দিয়ে। এটা নিয়ে আমরা বিভ্রান্তিতে আছি। খরচও বেশি হচ্ছে।’
আজকের পত্রিকার কাছে বিষয়টি অস্বীকার করেননি এলপিজি সিলিন্ডারের আজিমপুর ও লালবাগের খুচরা বিক্রেতা ফয়েজ হোসেন ও আলভী রহমান। তাঁরা বলেন, আগের কিছু মজুত আছে যেগুলো বেশি দামে বিক্রি হচ্ছে। আর খুচরা দাম ৯০৬ টাকা নির্ধারণ করা হলেও ডিলারদের কাছ থেকেই তাঁদের নিতে হচ্ছে বেশি দামে। তাই বাধ্য হয়েই বেশি দামে বিক্রি করতে হয়।
খুচরা ব্যবসায়ীদের কথার সত্যতা যাচাই করতে আজকের পত্রিকা যোগাযোগ করে আজিমপুর, লালবাগ ও ইসলামবাগের এলপিজির ডিলারদের সঙ্গে। তাঁরা জানান, খুচরা ব্যবসায়ীদের কাছে বসুন্ধরার ডিলার ৯২০ বা ৯৪০ টাকা, বেক্সিমকোর ডিলার ৯৫০ টাকা, পেট্রোম্যাক্স ডিলার ৯৬০ টাকায় ১২ কেজির এলপিজি গ্যাস দিচ্ছেন।
এ বিষয়ে জানতে চাইলে মোহাম্মদপুর শাখার বেক্সিমকোর ডিলারের সেলস রিপ্রেজেন্টেটিভ আরিফ হোসেন বলেন, ‘আমরা ১২ কেজির এলপিজি সিলিন্ডার ডিলারদের ৯০০ টাকা করে দিচ্ছি। তাঁরা আবার বেশি দামে বিক্রি করেন খুচরা ব্যবসায়ীদের কাছে। তাই ভোক্তারা নির্ধারিত ৯০৬ টাকায় পাবে না, এটাই স্বাভাবিক। কিন্তু খুব দ্রুতই ভোক্তাদের নিজেদের আওতায় আনার চেষ্টা করছি। মাঝে কোনো ডিলার বা খুচরা ব্যবসায়ী থাকবে না। তাহলেই আমরা ভোক্তাদের জন্য সরকার–নির্ধারিত ৯০৬ টাকা নিশ্চিত করতে পারব।’
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চেয়ারম্যান গোলাম রহমান বলেন, বিইআরসির নির্ধারিত মূল্য একটি আইনানুগ আদেশ। কেউ যদি এটা না মানে তবে তাদের বিরুদ্ধে দ্রুত প্রশাসনের আইনি ব্যবস্থা নেওয়া উচিত।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) বেসরকারি খাতে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম মূসকসহ ৯৭৫ টাকা থেকে কমিয়ে এর সর্বোচ্চ খুচরা মূল্য ৯০৬ টাকা ঘোষণা করে। যা গত ১ মে থেকে কার্যকর হওয়ার কথা। তবে রাষ্ট্রায়ত্ত কোম্পানির ১২ কেজি এলপিজির দাম আগের ৫৯১ টাকাই রয়েছে।

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ফসলি জমি থেকে মাটি কেটে সড়কে ব্যবহারের অভিযোগ উঠেছে। কৃষকেরা দাবি করেছেন, তাঁদের ফসলি জমি থেকে মাটি কেটে সড়ক নির্মাণের পর সেই জমি আবার ভরাট করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু আট মাস পেরিয়ে গেলেও কথা রাখেনি তারা।
১ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে লক্ষ্মীপুরে চারটি আসনে বইছে ভোটের আমেজ। সব কটি আসনে প্রার্থী ঘোষণা দিয়ে গণসংযোগ ও উঠান বৈঠকে ব্যস্ত সময় পার করছে বড় দুই রাজনৈতিক দল বিএনপি ও জামায়াত। বসে নেই অন্য দলের প্রার্থীরাও। সকাল-বিকেল চালাচ্ছেন প্রচারণা।
১ ঘণ্টা আগে
রাষ্ট্রীয় শোক এবং পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজধানীতে আতশবাজি ফোটানো ও ফানুস উড়িয়ে খ্রিষ্টীয় নববর্ষ উদ্যাপন করেছে নগরবাসী। খ্রিষ্টীয় নববর্ষ ২০২৬-এর প্রথম প্রহরে নগরজুড়ে বাসাবাড়ির ছাদে ছাদে আতশবাজি ফোটানো ও ফানুস ওড়ানোর দৃশ্য দেখা যায়। এ সময় চারপাশে বিকট শব্দ শোনা যায়।
৩ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের মোট সম্পদের পরিমাণ ৮৯ লাখ ৮২ হাজার ৮৪১ টাকা। তাঁর স্ত্রী মারিয়া আক্তারের সম্পদের পরিমাণ ২ লাখ ৬৬ হাজার ৮১৮ টাকা। তাঁদের কোনো স্বর্ণালংকার নেই।
৪ ঘণ্টা আগে