হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

বৈরী আবহাওয়া উপেক্ষা করে আজ শুক্রবার সকাল থেকে দুই শতাধিক অনার্স ভর্তি পরীক্ষার্থী ও তাঁদের অভিভাবকেরা হাতিয়ার নলচিরা ঘাটে এসে জড়ো হয়েছেন। তাঁরা বলছেন, নলচিরা ঘাট থেকে চেয়ারম্যানঘাট হয়ে তাঁদের জেলা সদরে যেতে হবে ভর্তি পরীক্ষায় অংশ নিতে। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে নৌযান চলাচল বন্ধ থাকায় তাঁরা অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। এ ভর্তি পরীক্ষায় অংশ নিতে না পারলে তাঁদের শিক্ষাজীবনের একটি বছর নষ্ট হয়ে যাবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তাঁরা দাবি জানিয়েছেন, হয় পরীক্ষা পিছিয়ে দেওয়া হোক, না হয় যেকোনো উপায়ে তাঁদের নদী পারপারের ব্যবস্থা করে দেওয়া হোক, যাতে তাঁরা নির্দিষ্ট সময়ে পরীক্ষায় অংশ নিতে পারেন।
নিম্নচাপের প্রভাবে সৃষ্ট বৈরী আবহাওয়ার কারণে নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার সঙ্গে সব ধরনের নৌযান চলাচল গত মঙ্গলবার সকাল থেকে বন্ধ করে দেয় প্রশাসন। এরই মধ্যে অস্বাভাবিক জোয়ারে প্লাবিত হয়েছে দ্বীপটির নিম্নাঞ্চল। বৈরী আবহাওয়া ও সাগর উত্তাল থাকায় আজও (দুপুর পর্যন্ত) হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে।
এদিকে আগামীকাল শনিবার বেলা ১১টা থেকে সারা দেশে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে হাতিয়ার নলচিরা-চেয়ারম্যানঘাট রুটে নৌযান চলাচল বন্ধ থাকায় অনিশ্চয়তায় পড়েছেন হাতিয়া থেকে ভর্তি পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক দুই শতাধিক পরীক্ষার্থী।
জানা গেছে, সারা দেশের মতো আগামীকাল বেলা ১১টা থেকে নোয়াখালীতে কয়েকটি কলেজে অনার্স (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে। পরীক্ষায় জেলার বিভিন্ন উপজেলা থেকে সড়কপথে পরীক্ষাকেন্দ্রে এসে পরীক্ষার্থীরা অংশ নিতে পারলেও হাতিয়ার শিক্ষার্থীদের আসার একমাত্র মাধ্যম নৌপথ।
এ বিষয়ে জানতে চাইলে নোয়াখালী জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ বলেন, ‘আজ দুপুরে যে জোয়ার এসেছিল, সেটি অনেকটা স্বাভাবিক ছিল। বৃষ্টি ও বাতাস অনেকটা কমে গেছে। যদি এভাবে থাকে, তাহলে আবহাওয়া অনেকটা স্বাভাবিক হয়ে যাবে এবং সাগরের ঢেউ কমে যাবে। আমরা আশা করি, আজ সন্ধ্যা বা আগামীকাল ভোর থেকে নৌযান চলাচল স্বাভাবিক করা যাবে। যেহেতু পরীক্ষা বেলা ১১টায় শুরু হবে, আশা করছি, তার আগে পরীক্ষার্থীরা তাদের স্ব-স্ব কেন্দ্রে পৌঁছে যেতে পারবে।’

বৈরী আবহাওয়া উপেক্ষা করে আজ শুক্রবার সকাল থেকে দুই শতাধিক অনার্স ভর্তি পরীক্ষার্থী ও তাঁদের অভিভাবকেরা হাতিয়ার নলচিরা ঘাটে এসে জড়ো হয়েছেন। তাঁরা বলছেন, নলচিরা ঘাট থেকে চেয়ারম্যানঘাট হয়ে তাঁদের জেলা সদরে যেতে হবে ভর্তি পরীক্ষায় অংশ নিতে। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে নৌযান চলাচল বন্ধ থাকায় তাঁরা অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। এ ভর্তি পরীক্ষায় অংশ নিতে না পারলে তাঁদের শিক্ষাজীবনের একটি বছর নষ্ট হয়ে যাবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তাঁরা দাবি জানিয়েছেন, হয় পরীক্ষা পিছিয়ে দেওয়া হোক, না হয় যেকোনো উপায়ে তাঁদের নদী পারপারের ব্যবস্থা করে দেওয়া হোক, যাতে তাঁরা নির্দিষ্ট সময়ে পরীক্ষায় অংশ নিতে পারেন।
নিম্নচাপের প্রভাবে সৃষ্ট বৈরী আবহাওয়ার কারণে নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার সঙ্গে সব ধরনের নৌযান চলাচল গত মঙ্গলবার সকাল থেকে বন্ধ করে দেয় প্রশাসন। এরই মধ্যে অস্বাভাবিক জোয়ারে প্লাবিত হয়েছে দ্বীপটির নিম্নাঞ্চল। বৈরী আবহাওয়া ও সাগর উত্তাল থাকায় আজও (দুপুর পর্যন্ত) হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে।
এদিকে আগামীকাল শনিবার বেলা ১১টা থেকে সারা দেশে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে হাতিয়ার নলচিরা-চেয়ারম্যানঘাট রুটে নৌযান চলাচল বন্ধ থাকায় অনিশ্চয়তায় পড়েছেন হাতিয়া থেকে ভর্তি পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক দুই শতাধিক পরীক্ষার্থী।
জানা গেছে, সারা দেশের মতো আগামীকাল বেলা ১১টা থেকে নোয়াখালীতে কয়েকটি কলেজে অনার্স (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে। পরীক্ষায় জেলার বিভিন্ন উপজেলা থেকে সড়কপথে পরীক্ষাকেন্দ্রে এসে পরীক্ষার্থীরা অংশ নিতে পারলেও হাতিয়ার শিক্ষার্থীদের আসার একমাত্র মাধ্যম নৌপথ।
এ বিষয়ে জানতে চাইলে নোয়াখালী জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ বলেন, ‘আজ দুপুরে যে জোয়ার এসেছিল, সেটি অনেকটা স্বাভাবিক ছিল। বৃষ্টি ও বাতাস অনেকটা কমে গেছে। যদি এভাবে থাকে, তাহলে আবহাওয়া অনেকটা স্বাভাবিক হয়ে যাবে এবং সাগরের ঢেউ কমে যাবে। আমরা আশা করি, আজ সন্ধ্যা বা আগামীকাল ভোর থেকে নৌযান চলাচল স্বাভাবিক করা যাবে। যেহেতু পরীক্ষা বেলা ১১টায় শুরু হবে, আশা করছি, তার আগে পরীক্ষার্থীরা তাদের স্ব-স্ব কেন্দ্রে পৌঁছে যেতে পারবে।’

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এক বাংলাদেশি শিশু নিহত এবং কয়েকজন আহত হয়েছেন। আজ রোববার সকালে কক্সবাজারে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রিজ সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে।
১৬ মিনিট আগে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আইন বিভাগের সহকারী অধ্যাপক ও সাবেক সহকারী প্রক্টর হাসান মুহাম্মদ রোমান শুভ ৯ ঘণ্টা প্রক্টর অফিসে অবরুদ্ধ থাকার পর প্রশাসনের সহযোগিতায় মুক্ত হয়েছেন। গতকাল শনিবার রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির একটি গাড়িতে করে তাঁকে নিজ বাসায় পৌঁছে দেওয়া হয়।
২৮ মিনিট আগে
ঝালকাঠির নলছিটিতে বিদ্যুতায়িত হয়ে নাজমুল ইসলাম (২০) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার (১০ জানুয়ারি) রাতে উপজেলার বৈচন্ডী গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
আজ রোববার (১১ জানুয়ারি) সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯০ শতাংশ এবং বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৮ থেকে ১০ কিলোমিটার।
১ ঘণ্টা আগে