ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ীতে লাশ উদ্ধারের ২৩ দিন পর সাব্বির হোসেন সবুজ (২৫) হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। হত্যার পর মরদেহ তিন টুকরো করে লুকিয়ে রাখে সবুজের বাড়ির কাজের লোক আব্দুর হামেদ। আজ শনিবার সকালে ফুলবাড়ী থানা চত্বরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে দিনাজপুরের পুলিশ সুপার (এসপি) মো. মারুফাত হুসাইন এ তথ্য জানান।
নিহত সাব্বির হোসেন সবুজ উপজেলার কাজিহাল ইউনিয়নের রশিদপুর গ্রামের মৃত ইবনে সাউদ সরকারের ছেলে। পুলিশ জানায়, সবুজ গত ২৩ সেপ্টেম্বর নিখোঁজ হন। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। তদন্তের একপর্যায়ে পুলিশ জানতে পারে, আব্দুর হামেদ নামের এক ব্যক্তি ২০০৫ সাল থেকে সবুজদের বাড়িতে কাজ করে আসছেন। ঘটনার দিন (২৩ সেপ্টেম্বর) সবুজ নিজ জমিতে আগাছা পরিষ্কার করতে হামেদকে নিয়ে যান। কাজ করার সময় দুজনের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে হামেদ কোদাল দিয়ে সবুজের মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই সবুজের মৃত্যু হয়।
এরপর লাশ লুকাতে হামেদ প্রথমে ঘাস দিয়ে ঢেকে রাখেন। পরে মরদেহ পুকুরে ডুবিয়ে রাখেন। রাতেই বাড়ি থেকে হাঁসুয়া এনে মরদেহ তিন টুকরো করেন—দুই অংশ একটি ধানখেতের ডোবায় পুঁতে রাখেন এবং বিচ্ছিন্ন মাথাটি পাশের একটি গভীর নলকূপের পাইপে ফেলে দেন। রিমান্ডে প্রাথমিক জিজ্ঞাসাবাদে হামেদ হত্যার কথা স্বীকার করেছেন বলে জানায় পুলিশ। তাঁর দেওয়া তথ্যে পুলিশ হত্যায় ব্যবহৃত কোদাল ও হাঁসুয়া এবং মরদেহের মস্তক উদ্ধার করেছে।
পুলিশ সুপার মারুফাত হুসাইন বলেন, ‘আসামির স্বীকারোক্তি অনুযায়ী হত্যার রহস্য উদ্ঘাটন হয়েছে। এটি পূর্বপরিকল্পিত না, তাৎক্ষণিক ঘটনার পরিণতি। মামলার তদন্ত চলছে।’
পরিবার সূত্রে জানা গেছে, ২৩ সেপ্টেম্বর সকালে সবুজ ব্যাংকে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। এরপর আর ফেরেননি। ২৫ সেপ্টেম্বর বিকেলে রশিদপুর গ্রামের একটি ধানখেতের ডোবা থেকে মাথাবিহীন দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। শরীরের বিশেষ চিহ্ন দেখে পরিবারের লোকজন মরদেহটি সবুজের বলে শনাক্ত করেন। পরে ২৬ সেপ্টেম্বর সবুজের ছোট ভাই সাদেক হাসান সজিব বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে ফুলবাড়ী থানায় হত্যা মামলা করেন।
মামলার সূত্র ধরে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় পাঁচজনকে গ্রেপ্তার করে। তাঁদের মধ্যে আব্দুর হামেদকে তিন দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের পর তাঁর তথ্য অনুযায়ী মরদেহের বিচ্ছিন্ন মাথা উদ্ধার করা হয়।

দিনাজপুরের ফুলবাড়ীতে লাশ উদ্ধারের ২৩ দিন পর সাব্বির হোসেন সবুজ (২৫) হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। হত্যার পর মরদেহ তিন টুকরো করে লুকিয়ে রাখে সবুজের বাড়ির কাজের লোক আব্দুর হামেদ। আজ শনিবার সকালে ফুলবাড়ী থানা চত্বরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে দিনাজপুরের পুলিশ সুপার (এসপি) মো. মারুফাত হুসাইন এ তথ্য জানান।
নিহত সাব্বির হোসেন সবুজ উপজেলার কাজিহাল ইউনিয়নের রশিদপুর গ্রামের মৃত ইবনে সাউদ সরকারের ছেলে। পুলিশ জানায়, সবুজ গত ২৩ সেপ্টেম্বর নিখোঁজ হন। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। তদন্তের একপর্যায়ে পুলিশ জানতে পারে, আব্দুর হামেদ নামের এক ব্যক্তি ২০০৫ সাল থেকে সবুজদের বাড়িতে কাজ করে আসছেন। ঘটনার দিন (২৩ সেপ্টেম্বর) সবুজ নিজ জমিতে আগাছা পরিষ্কার করতে হামেদকে নিয়ে যান। কাজ করার সময় দুজনের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে হামেদ কোদাল দিয়ে সবুজের মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই সবুজের মৃত্যু হয়।
এরপর লাশ লুকাতে হামেদ প্রথমে ঘাস দিয়ে ঢেকে রাখেন। পরে মরদেহ পুকুরে ডুবিয়ে রাখেন। রাতেই বাড়ি থেকে হাঁসুয়া এনে মরদেহ তিন টুকরো করেন—দুই অংশ একটি ধানখেতের ডোবায় পুঁতে রাখেন এবং বিচ্ছিন্ন মাথাটি পাশের একটি গভীর নলকূপের পাইপে ফেলে দেন। রিমান্ডে প্রাথমিক জিজ্ঞাসাবাদে হামেদ হত্যার কথা স্বীকার করেছেন বলে জানায় পুলিশ। তাঁর দেওয়া তথ্যে পুলিশ হত্যায় ব্যবহৃত কোদাল ও হাঁসুয়া এবং মরদেহের মস্তক উদ্ধার করেছে।
পুলিশ সুপার মারুফাত হুসাইন বলেন, ‘আসামির স্বীকারোক্তি অনুযায়ী হত্যার রহস্য উদ্ঘাটন হয়েছে। এটি পূর্বপরিকল্পিত না, তাৎক্ষণিক ঘটনার পরিণতি। মামলার তদন্ত চলছে।’
পরিবার সূত্রে জানা গেছে, ২৩ সেপ্টেম্বর সকালে সবুজ ব্যাংকে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। এরপর আর ফেরেননি। ২৫ সেপ্টেম্বর বিকেলে রশিদপুর গ্রামের একটি ধানখেতের ডোবা থেকে মাথাবিহীন দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। শরীরের বিশেষ চিহ্ন দেখে পরিবারের লোকজন মরদেহটি সবুজের বলে শনাক্ত করেন। পরে ২৬ সেপ্টেম্বর সবুজের ছোট ভাই সাদেক হাসান সজিব বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে ফুলবাড়ী থানায় হত্যা মামলা করেন।
মামলার সূত্র ধরে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় পাঁচজনকে গ্রেপ্তার করে। তাঁদের মধ্যে আব্দুর হামেদকে তিন দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের পর তাঁর তথ্য অনুযায়ী মরদেহের বিচ্ছিন্ন মাথা উদ্ধার করা হয়।

পাবনার ঈশ্বরদীতে আজ সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। হাড় কাঁপানো শীতে কাঁপছে পাবনাসহ উত্তরের জেলাগুলো। রাত থেকে পরদিন দুপুর পর্যন্ত প্রচণ্ড কুয়াশায় আচ্ছন্ন থাকছে চারদিক। ঈশ্বরদী আবহাওয়া অফিসের আবহাওয়া...
১৫ মিনিট আগে
সুন্দরবনে অপহৃত রিসোর্ট মালিকসহ দুই পর্যটককে উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার রাতে তাঁদের উদ্ধারের তথ্য জানায় পুলিশ ও কোস্ট গার্ড। এর আগে মুক্তিপণের দাবিতে গত শুক্রবার তাঁদের অপহরণ করা হয়েছিল।
১৯ মিনিট আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দের আগেই নির্দিষ্ট প্রতীকে ভোট চাওয়াসহ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী বিএনপি নেতা তাইফুল ইসলাম টিপুকে শোকজ করেছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারক কমিটি।
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুরের সালথায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর-২ আসনের দলীয় প্রার্থী শামা ওবায়েদ ইসলামের হাতে ফুল দিয়ে দলে যোগদান করেছেন আনোয়ার হোসেন মিয়া নামে এক আওয়ামী লীগ নেতা।
১ ঘণ্টা আগে