খুলনা প্রতিনিধি

গত এপ্রিলে খুলনা জেলা ও মহানগরীতে ৮টি খুন, ১১টি ধর্ষণ, ৯টি নারী ও শিশু নির্যাতনসহ ৩০৯টি অপরাধে মামলা হয়েছে। আজ মঙ্গলবার খুলনা জেলা ও মহানগরীর আইনশৃঙ্খলা কমিটির সভায় এ তথ্য তুলে ধরা হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দীপংকর দাশ এপ্রিলের আইনশৃঙ্খলা পরিস্থিতির তথ্য তুলে ধরেন।
জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেন, আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পশুর হাট স্থাপন ও নির্বিঘ্নে পরিচালনার জন্য তদারকি বাড়ানো দরকার। একই সঙ্গে হাটগুলোয় জাল টাকার বিস্তার, ছিনতাই, গবাদিপশু নির্দিষ্ট হাটে আনার জন্য জোর-জবরদস্তির ঘটনা যাতে না ঘটে, সে জন্য সচেতন থাকতে হবে। ঈদে রেল ও বাসের টিকিট কালোবাজারি বন্ধে গত রোজার ঈদের সময় গৃহীত পদক্ষেপের মতো অনুরূপ ব্যবস্থা নিতে হবে। খুলনা শহরের সামাজিক শৃঙ্খলা মাদক ও মাদক-সংশ্লিষ্ট অপরাধের কারণে যাতে নষ্ট না হয়, সেদিকে দৃষ্টি রাখা দরকার।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এস এম আল-বেরুনী জানান, জেলা পুলিশের আওতাধীন এলাকায় দিনের বিভিন্ন সময় নিয়মিত টহল ও বিশেষ চেকপোস্টের মাধ্যমে পুলিশি তদারকি চলমান আছে। সাইবার অপরাধ দমনে পুলিশের বিশেষ টিম সার্বক্ষণিক কাজ করছে। আসন্ন কোরবানির ঈদে পশুর হাট ব্যবস্থাপনা নিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির যেকোনো ধরনের অবনতির চেষ্টা প্রতিহত করা হবে।
সভায় মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (দক্ষিণ) মো. হুমায়ুন কবির, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দপ্তরের উপপরিচালক মো. মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

গত এপ্রিলে খুলনা জেলা ও মহানগরীতে ৮টি খুন, ১১টি ধর্ষণ, ৯টি নারী ও শিশু নির্যাতনসহ ৩০৯টি অপরাধে মামলা হয়েছে। আজ মঙ্গলবার খুলনা জেলা ও মহানগরীর আইনশৃঙ্খলা কমিটির সভায় এ তথ্য তুলে ধরা হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দীপংকর দাশ এপ্রিলের আইনশৃঙ্খলা পরিস্থিতির তথ্য তুলে ধরেন।
জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেন, আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পশুর হাট স্থাপন ও নির্বিঘ্নে পরিচালনার জন্য তদারকি বাড়ানো দরকার। একই সঙ্গে হাটগুলোয় জাল টাকার বিস্তার, ছিনতাই, গবাদিপশু নির্দিষ্ট হাটে আনার জন্য জোর-জবরদস্তির ঘটনা যাতে না ঘটে, সে জন্য সচেতন থাকতে হবে। ঈদে রেল ও বাসের টিকিট কালোবাজারি বন্ধে গত রোজার ঈদের সময় গৃহীত পদক্ষেপের মতো অনুরূপ ব্যবস্থা নিতে হবে। খুলনা শহরের সামাজিক শৃঙ্খলা মাদক ও মাদক-সংশ্লিষ্ট অপরাধের কারণে যাতে নষ্ট না হয়, সেদিকে দৃষ্টি রাখা দরকার।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এস এম আল-বেরুনী জানান, জেলা পুলিশের আওতাধীন এলাকায় দিনের বিভিন্ন সময় নিয়মিত টহল ও বিশেষ চেকপোস্টের মাধ্যমে পুলিশি তদারকি চলমান আছে। সাইবার অপরাধ দমনে পুলিশের বিশেষ টিম সার্বক্ষণিক কাজ করছে। আসন্ন কোরবানির ঈদে পশুর হাট ব্যবস্থাপনা নিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির যেকোনো ধরনের অবনতির চেষ্টা প্রতিহত করা হবে।
সভায় মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (দক্ষিণ) মো. হুমায়ুন কবির, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দপ্তরের উপপরিচালক মো. মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

মানিকগঞ্জে মোছাম্মৎ নুরজাহান (৬০) নামের এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার ভোরে শহরের পৌলি এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। পুলিশ বলছে, মৃতের গলায় ওড়না প্যাঁচানো ছিল এবং মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
১৩ মিনিট আগে
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহের গফরগাঁও উপজেলার এক যুবক নিহত হয়েছেন। তাঁর নাম সায়েদ আহমেদ বিল্লাল (৩০)। সায়েদ আহমেদ বিল্লাল গফরগাঁওয়ের বারবাড়িয়া ইউনিয়নের পাকাটি বাজার এলাকার মো. রুহুল আমিনের ছেলে। জীবিকার তাগিদে চার বছর আগে তিনি সৌদি আরবে পাড়ি জমান। চলতি মাসে তাঁর দেশের ফেরার কথা ছিল।
১৯ মিনিট আগে
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান মুছাব্বির হত্যাকাণ্ডে গ্রেপ্তার শুটার জিন্নাত আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের খাসকামরায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন জিন্নাত।
২৯ মিনিট আগে
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন।
৩৯ মিনিট আগে