সিলেট প্রতিনিধি

শিক্ষার্থী ও সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হলেন সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবুল আনাম মো. রিয়াজ। বৃহস্পতিবার তাঁর অবসরোত্তর ছুটিতে যাওয়া উপলক্ষে কলেজে শিক্ষার্থীদের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। রাতে নগরীর একটি রেস্তোরাঁয় তাঁকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয় শিক্ষক পরিষদের পক্ষ থেকে।
এদিন সকালে কলেজের প্রশাসনিক ভবনে অধ্যক্ষ অধ্যাপক আবুল আনাম মো. রিয়াজকে গার্ড অব অনার দেয় কলেজের বিএনসিসি প্লাটুন; সালাম দেন রোভার স্কাউটস গ্রুপ। পরে বিসিএসের বিভিন্ন ক্যাডারের অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মকর্তা ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকেরা এসে তাঁকে শুভেচ্ছা জানান। পরে কলেজ অডিটরিয়ামে শিক্ষার্থীদের আয়োজিত সংবর্ধনায় অংশ নেন তিনি। সেখানে কলেজের সব বিভাগ ও সংগঠনের নেতারা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। পাশাপাশি বিভিন্ন উপহার ও নানা স্মারক তাঁর হাতে তুলে দেন।
সংবর্ধনা অনুষ্ঠানে অধ্যক্ষ আবুল আনাম মো. রিয়াজ বলেন, ‘এই ক্যাম্পাসের শিক্ষার্থী থেকে শিক্ষক ও অধ্যক্ষ হওয়া আমার জন্য ছিল অত্যন্ত গর্বের। আমি আমার জীবনের বেশির ভাগ সময়ই এই ক্যাম্পাসে কাটিয়েছি। আর আমার শিক্ষকতা জীবনের প্রায় পুরোটাই এখানে কাটালাম। এ সময় আমি চেষ্টা করেছি শিক্ষার্থীদের সঙ্গে মিশে তাদের যুগোপযোগী একটি সুন্দর ক্যাম্পাস ও পাঠদানের ব্যবস্থা করতে। জানি না কতটুকু পেরেছি। আশা করি আপনারা ভালোভাবে লেখাপড়া করে দেশের একজন সৎ ও দক্ষ নাগরিক হয়ে দেশের সেবা করবেন।’
এমসি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মো. আকমল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক মো. গিয়াস উদ্দিন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মো. ফরিদ আহমেদ, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক শেখ মো. নজরুল ইসলাম প্রমুখ।

শিক্ষার্থী ও সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হলেন সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবুল আনাম মো. রিয়াজ। বৃহস্পতিবার তাঁর অবসরোত্তর ছুটিতে যাওয়া উপলক্ষে কলেজে শিক্ষার্থীদের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। রাতে নগরীর একটি রেস্তোরাঁয় তাঁকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয় শিক্ষক পরিষদের পক্ষ থেকে।
এদিন সকালে কলেজের প্রশাসনিক ভবনে অধ্যক্ষ অধ্যাপক আবুল আনাম মো. রিয়াজকে গার্ড অব অনার দেয় কলেজের বিএনসিসি প্লাটুন; সালাম দেন রোভার স্কাউটস গ্রুপ। পরে বিসিএসের বিভিন্ন ক্যাডারের অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মকর্তা ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকেরা এসে তাঁকে শুভেচ্ছা জানান। পরে কলেজ অডিটরিয়ামে শিক্ষার্থীদের আয়োজিত সংবর্ধনায় অংশ নেন তিনি। সেখানে কলেজের সব বিভাগ ও সংগঠনের নেতারা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। পাশাপাশি বিভিন্ন উপহার ও নানা স্মারক তাঁর হাতে তুলে দেন।
সংবর্ধনা অনুষ্ঠানে অধ্যক্ষ আবুল আনাম মো. রিয়াজ বলেন, ‘এই ক্যাম্পাসের শিক্ষার্থী থেকে শিক্ষক ও অধ্যক্ষ হওয়া আমার জন্য ছিল অত্যন্ত গর্বের। আমি আমার জীবনের বেশির ভাগ সময়ই এই ক্যাম্পাসে কাটিয়েছি। আর আমার শিক্ষকতা জীবনের প্রায় পুরোটাই এখানে কাটালাম। এ সময় আমি চেষ্টা করেছি শিক্ষার্থীদের সঙ্গে মিশে তাদের যুগোপযোগী একটি সুন্দর ক্যাম্পাস ও পাঠদানের ব্যবস্থা করতে। জানি না কতটুকু পেরেছি। আশা করি আপনারা ভালোভাবে লেখাপড়া করে দেশের একজন সৎ ও দক্ষ নাগরিক হয়ে দেশের সেবা করবেন।’
এমসি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মো. আকমল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক মো. গিয়াস উদ্দিন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মো. ফরিদ আহমেদ, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক শেখ মো. নজরুল ইসলাম প্রমুখ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি আসনের প্রার্থীদের মধ্যে চারজন কোটিপতি। তাঁরা হচ্ছেন স্বতন্ত্র আবুল বাসার খান, জামায়াতের ড. ইলিয়াস মোল্যা, বিএনপির শামা ওবায়েদ ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. মিজানুর রহমান মোল্যা। এর মধ্যে প্রথম দুজন ফরিদপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
৫ ঘণ্টা আগে
কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে না পারা আওয়ামী লীগের নেতা-কর্মীরা বান্দরবানে জামায়াতের জয় ঠেকাতে বিএনপিকে সমর্থন দিতে পারে। বিএনপি এবার পাশে পাচ্ছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকেও (জেএসএস)।
৬ ঘণ্টা আগে
৭০ বছর বয়সী জাবেরুন নেছা। রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করে সারা জীবনের অর্জিত অর্থ দিয়ে নিজের নামে এক কাঠা ও ছেলের নামে দুই কাঠা জমি কিনেছিলেন। ১৭ বছর আগে কেনা সেই জমি এখন হাতছাড়া হওয়ার পথে।
৬ ঘণ্টা আগে
বগুড়া সরকারি আজিজুল হক কলেজ গেটসংলগ্ন রেললাইন এখন কার্যত রেলওয়ের নিয়ন্ত্রণে নেই। সরকারি বিধি, রেলওয়ে আইন ও শিক্ষার্থীদের নিরাপত্তাকে উপেক্ষা করে রেললাইনের গা ঘেঁষে গড়ে উঠেছে স্থায়ী ও অস্থায়ী অসংখ্য দোকান। এমনকি পরিত্যক্ত রেললাইনের ওপর দোকানঘর নির্মাণ করে নিয়মিত ভাড়া আদায় করা হচ্ছে।
৭ ঘণ্টা আগে