জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জ-জগন্নাথপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে গাছ ফেলে যাত্রীবাহী দুটি বাসসহ চার গাড়িতে ডাকাতি হয়েছে। গতকাল বুধবার মধ্যরাতে জেলার ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়নের দারাখাই নামক স্থানে এই ডাকাতি হয়। এ সময় ডাকাতের হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ১২টার দিকে ২০-২৫ জনের ডাকাতদল সড়কে গাছ ফেলে দেশীয় অস্ত্র, রামদা ও ছুরি নিয়ে সুনামগঞ্জ-জগন্নাথপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে একটি লরির গতি রোধ করে। লরিটি সড়কে রেখে সুনামগঞ্জ থেকে ছেড়ে আসা দুটি যাত্রীবাহী বাসসহ চারটি গাড়ির যাত্রীদের সবকিছু লুটে নেয় ডাকাতদল। এ সময় হামলায় তিন-চারজন যাত্রী আহত হন।
যাত্রীবাহী বাসে থাকা মনির হোসেন বলেন, ‘আমার বাবা ঢাকায় একটি হাসপাতালে ভর্তি রয়েছেন। চিকিৎসার টাকা নিয়ে ঢাকায় যাচ্ছিলাম। ডাকাতেরা সব নিয়ে গেছে। প্রায় ১ লাখ ১০ হাজার টাকা ছিল।’
আরেক যাত্রী রাসেল মিয়া বলেন, নারীদের স্বর্ণালংকারসহ বাসের যাত্রীদের সবকিছু নিয়ে গেছে ডাকাতেরা। চালককে মারধর করা হয়েছে। তাতে অনেকে আহত হয়েছেন।
আলী হোসেন নামের এক প্রাইভেট কারচালক বলেন, ‘সামনে চার-পাঁচটি গাড়ি দাঁড়ানো দেখে ডাকাতির বিষয়টি বুঝতে পারি। তাই দ্রুত গাড়ি চালিয়ে কলকলিয়া বাজারে চলে যাই। এ সময় ডাকাতের হামলায় আমার গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে কলকলিয়া বাজার থেকে স্থানীয়দের নিয়ে এসে ধাওয়া দিলে ডাকাতেরা পালিয়ে যায়।’

এ ব্যাপারে জানতে চাইলে ছাতক উপজেলার জাউয়া বাজার পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ কবির আহমদ আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। আমরা শুধু একটি গাড়িতে ডাকাতির বিষয়ে জানতে পেরেছি। ডাকাতেরা যাত্রীদের কিছু মালামাল নিয়ে গেছে। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ব্যাপারে আমরা কাজ করছি।’

সুনামগঞ্জ-জগন্নাথপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে গাছ ফেলে যাত্রীবাহী দুটি বাসসহ চার গাড়িতে ডাকাতি হয়েছে। গতকাল বুধবার মধ্যরাতে জেলার ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়নের দারাখাই নামক স্থানে এই ডাকাতি হয়। এ সময় ডাকাতের হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ১২টার দিকে ২০-২৫ জনের ডাকাতদল সড়কে গাছ ফেলে দেশীয় অস্ত্র, রামদা ও ছুরি নিয়ে সুনামগঞ্জ-জগন্নাথপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে একটি লরির গতি রোধ করে। লরিটি সড়কে রেখে সুনামগঞ্জ থেকে ছেড়ে আসা দুটি যাত্রীবাহী বাসসহ চারটি গাড়ির যাত্রীদের সবকিছু লুটে নেয় ডাকাতদল। এ সময় হামলায় তিন-চারজন যাত্রী আহত হন।
যাত্রীবাহী বাসে থাকা মনির হোসেন বলেন, ‘আমার বাবা ঢাকায় একটি হাসপাতালে ভর্তি রয়েছেন। চিকিৎসার টাকা নিয়ে ঢাকায় যাচ্ছিলাম। ডাকাতেরা সব নিয়ে গেছে। প্রায় ১ লাখ ১০ হাজার টাকা ছিল।’
আরেক যাত্রী রাসেল মিয়া বলেন, নারীদের স্বর্ণালংকারসহ বাসের যাত্রীদের সবকিছু নিয়ে গেছে ডাকাতেরা। চালককে মারধর করা হয়েছে। তাতে অনেকে আহত হয়েছেন।
আলী হোসেন নামের এক প্রাইভেট কারচালক বলেন, ‘সামনে চার-পাঁচটি গাড়ি দাঁড়ানো দেখে ডাকাতির বিষয়টি বুঝতে পারি। তাই দ্রুত গাড়ি চালিয়ে কলকলিয়া বাজারে চলে যাই। এ সময় ডাকাতের হামলায় আমার গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে কলকলিয়া বাজার থেকে স্থানীয়দের নিয়ে এসে ধাওয়া দিলে ডাকাতেরা পালিয়ে যায়।’

এ ব্যাপারে জানতে চাইলে ছাতক উপজেলার জাউয়া বাজার পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ কবির আহমদ আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। আমরা শুধু একটি গাড়িতে ডাকাতির বিষয়ে জানতে পেরেছি। ডাকাতেরা যাত্রীদের কিছু মালামাল নিয়ে গেছে। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ব্যাপারে আমরা কাজ করছি।’

নারায়ণগঞ্জে কারাবন্দী আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির মারা গেছেন। আজ মঙ্গলবার ঢাকা জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় বলে জানান কারাগারের জেল সুপার মোহাম্মদ ফোরকান।
৩২ মিনিট আগে
জিজ্ঞাসাবাদের বরাতে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আহসান হাবীব পলাশ বলেছেন, সম্প্রতি হিন্দুধর্মাবলম্বীদের ঘরবাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ১৫ থেকে ১৬ জনের একটি সংঘবদ্ধ চক্র জড়িত। তারা দেশে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে এই অগ্নিসংযোগ করে।
৪৪ মিনিট আগে
মিঠামইনে ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনায় অবহেলার অভিযোগে তিন চেয়ারম্যানকে সাময়িক বহিষ্কার করে প্রশাসক নিয়োগ করেছে জেলা প্রশাসক। গতকাল সোমবার জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা স্বাক্ষরিত আদেশে এ তথ্য জানা যায়।
১ ঘণ্টা আগে
ভোলা সদর উপজেলায় বন্ধন হেলথ কেয়ার অ্যান্ড ডায়াবেটিস সেন্টার নামের একটি ক্লিনিকে ভুল গ্রুপের রক্ত সঞ্চালন করায় প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। মারা যাওয়া রোগীর নাম লামিয়া আক্তার। এ ঘটনায় তাঁর স্বজন ও এলাকাবাসী ক্লিনিকের সামনে বিক্ষোভ করেছেন। নবজাতক সুস্থ আছে বলে জানা গেছে। ওই নারীর মৃত্যুর পরপরই জেলা
১ ঘণ্টা আগে