নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সরকারি চাকরি আবেদনের বয়স ৩৫ বছর নির্ধারণের দাবিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বাসভবনের (যমুনা) সামনে অবস্থান নিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় আন্দোলনকারীদের লক্ষ্য করে পাঁচটি টিয়ারগ্যাস ও দুটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
আজ সোমবার বেলা ১টার দিকে রাজধানীর মিন্টু রোডে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বাসভবন যমুনার সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা।
বেলা আড়াইটা পর্যন্ত আন্দোলন করছিলেন শিক্ষার্থীরা। চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ এর প্রজ্ঞাপন না নিয়ে অবস্থান ছাড়বেন না বলে ঘোষণা দেন শিক্ষার্থীরা।
বেলা ২টার দিকে আলোচনার জন্য চার সদস্যদের একটি প্রতিনিধি দল যমুনায় প্রবেশ করেছে বলে জানায় আন্দোলনকারীরা।
সরেজমিন দেখা গেছে, প্রায় তিন শতাধিক আন্দোলনরত শিক্ষার্থী চাকরিতে প্রবেশসীমা ৩৫ বছরে উন্নীত করার দাবিতে আন্দোলন করছেন। শুধু তাই নয় আজই তাঁরা এ বিষয়ে প্রজ্ঞাপনের দাবি জানাচ্ছেন। সেই সঙ্গে তাদের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে নানা স্লোগান দিতে থাকেন তাঁরা। এ সময় আন্দোলনকারীদের চারদিকে পর্যাপ্ত পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন।
এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে আন্দোলনকারীদের লক্ষ্য করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ছোড়া টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেডে দুজন আন্দোলনরত আহত হয়েছেন বলেও জানা গেছে।
দেলোয়ার হোসেন সম্রাট নামের এক আন্দোলনকারী বলেন, ‘শাহবাগ থেকে মিছিল নিয়ে দুপুর সাড়ে ১২ টার দিকে যমুনার সামনে আসি। আসার পরপরই পুলিশ কয়েকটি টিয়ারশেল মারে। এতে আমাদের কয়েকজন আহতও হয়েছে। তারপর থেকে আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান করে আন্দোলন করছি।’

সরকারি চাকরি আবেদনের বয়স ৩৫ বছর নির্ধারণের দাবিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বাসভবনের (যমুনা) সামনে অবস্থান নিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় আন্দোলনকারীদের লক্ষ্য করে পাঁচটি টিয়ারগ্যাস ও দুটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
আজ সোমবার বেলা ১টার দিকে রাজধানীর মিন্টু রোডে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বাসভবন যমুনার সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা।
বেলা আড়াইটা পর্যন্ত আন্দোলন করছিলেন শিক্ষার্থীরা। চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ এর প্রজ্ঞাপন না নিয়ে অবস্থান ছাড়বেন না বলে ঘোষণা দেন শিক্ষার্থীরা।
বেলা ২টার দিকে আলোচনার জন্য চার সদস্যদের একটি প্রতিনিধি দল যমুনায় প্রবেশ করেছে বলে জানায় আন্দোলনকারীরা।
সরেজমিন দেখা গেছে, প্রায় তিন শতাধিক আন্দোলনরত শিক্ষার্থী চাকরিতে প্রবেশসীমা ৩৫ বছরে উন্নীত করার দাবিতে আন্দোলন করছেন। শুধু তাই নয় আজই তাঁরা এ বিষয়ে প্রজ্ঞাপনের দাবি জানাচ্ছেন। সেই সঙ্গে তাদের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে নানা স্লোগান দিতে থাকেন তাঁরা। এ সময় আন্দোলনকারীদের চারদিকে পর্যাপ্ত পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন।
এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে আন্দোলনকারীদের লক্ষ্য করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ছোড়া টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেডে দুজন আন্দোলনরত আহত হয়েছেন বলেও জানা গেছে।
দেলোয়ার হোসেন সম্রাট নামের এক আন্দোলনকারী বলেন, ‘শাহবাগ থেকে মিছিল নিয়ে দুপুর সাড়ে ১২ টার দিকে যমুনার সামনে আসি। আসার পরপরই পুলিশ কয়েকটি টিয়ারশেল মারে। এতে আমাদের কয়েকজন আহতও হয়েছে। তারপর থেকে আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান করে আন্দোলন করছি।’

কারওয়ান বাজার ও তেজগাঁও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিদেশে থাকা এক শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান মুছাব্বির খুন হন। এ জন্য বিদেশ থেকে খুনিদের কাছে মোটা অঙ্কের টাকা পাঠানো হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিএমপ
১ ঘণ্টা আগে
জুলাই সনদের আইনি ভিত্তি দিতে আয়োজিত গণভোটে ‘না’ দেওয়ার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা কৃষক দল নেতা জুয়েল আরমান। তিনি বলেন, গণভোটে ‘হ্যাঁ’ জিতলে ‘সংবিধানে বিসমিল্লাহ এবং আল্লাহর নামে শুরু করলাম—এটা পরাজিত হবে।’
২ ঘণ্টা আগে
পাবনার ঈশ্বরদীতে ভাড়া বাসা থেকে ঝুলন্ত অবস্থায় ফসিউল আলম অনীক (৩০) নামের এক ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার রাত ৮টার দিকে উপজেলার সাহাপুর ইউনিয়নের দিয়াড় সাহাপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত অনীক ওই এলাকার মো. রানা মোল্লার ছেলে।
৩ ঘণ্টা আগে
অনলাইন প্ল্যাটফর্মে টেলিগ্রামে বিনিয়োগ ও চাকরি দেওয়ার কথা বলে ১ কোটির বেশি টাকা আত্মসাৎকারী প্রতারক চক্রের আরেক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেপ্তার আসামির নাম মো. সোহেল মিয়া (৪১)।
৩ ঘণ্টা আগে