চবি প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) মোহাম্মদ আবু সাঈদ নামের এক ভুয়া শিক্ষার্থীকে আটক করেছেন নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয় রেলস্টেশন থেকে তাঁকে আটক করে প্রক্টর অফিসে নিয়ে যাওয়া হয়।
জানা গেছে, আটক মোহাম্মদ আবু সাঈদের বাড়ি চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলায়। তিনি নিজেকে ২০২২-২৩ শিক্ষাবর্ষের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী দাবি করে আসছিলেন।
নৃবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী মহসিউল জাহিদ বলেন, ‘ওই যুবক আমাদের বিভাগের শিক্ষকদের নিয়ে ফেসবুকে ধারাবাহিকভাবে মিথ্যা ও বিরূপ মন্তব্য করে পোস্ট করতেন বলে জানতে পারি। বিষয়টি যাচাইয়ের জন্য তাঁর সঙ্গে কথা বলি, তিনি নিজেকে তৃতীয় বর্ষের শিক্ষার্থী দাবি করেন, কিন্তু কেউই তাঁকে চিনতে পারে না। পরে তাঁর পরিচয়পত্র দেখতে চাইলে তিনি মোবাইল ফোনে একটি আইডি কার্ডের ছবি দেখান। তবে ওই আইডি কার্ডে থাকা নম্বরটির সঙ্গে আমাদের বিভাগের আইডি নম্বরের অসংগতি পাওয়া যায়। এর মাধ্যমে আমরা নিশ্চিত হই, এটা ভুয়া আইডি কার্ড এবং তিনি ভুয়া শিক্ষার্থী। পরে আমরা তাঁকে ধরে প্রক্টর অফিসে সোপর্দ করি।’
প্রক্টর হোসেন শহীদ সরওয়ার্দী বলেন, ‘নৃবিজ্ঞান বিভাগের কিছু শিক্ষার্থী তাদের বিভাগের পরিচয় ব্যবহার করার অভিযোগে এক যুবককে আটক করে। পরে তার আচরণ অস্বাভাবিক মনে হওয়ায় শিক্ষার্থীরা বিষয়টি আমাকে জানায়। খবর পেয়ে আমি এসে ওই যুবকের বাবার সঙ্গে যোগাযোগের চেষ্টা করি, তবে তিনি ফোন রিসিভ করেননি। পরে তার মায়ের সঙ্গে কথা বলি। তার মায়ের কথার সঙ্গে তার কথাবার্তার কোনো মিল পাওয়া যায়নি। যেহেতু সে বহিরাগত, তাই পরিস্থিতি বিবেচনায় তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’
এর আগে ২ ডিসেম্বর সীমান্ত ভৌমিক নামের এক ভুয়া শিক্ষার্থীকে আটক করা হয়। তিনি নিজেকে চবির মেরিন সায়েন্স বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হিসেবে পরিচয় দিতেন। এর ঠিক এক সপ্তাহ আগে আরেক ভুয়া শিক্ষার্থীকে আটক করেন শিক্ষার্থীরা।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) মোহাম্মদ আবু সাঈদ নামের এক ভুয়া শিক্ষার্থীকে আটক করেছেন নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয় রেলস্টেশন থেকে তাঁকে আটক করে প্রক্টর অফিসে নিয়ে যাওয়া হয়।
জানা গেছে, আটক মোহাম্মদ আবু সাঈদের বাড়ি চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলায়। তিনি নিজেকে ২০২২-২৩ শিক্ষাবর্ষের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী দাবি করে আসছিলেন।
নৃবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী মহসিউল জাহিদ বলেন, ‘ওই যুবক আমাদের বিভাগের শিক্ষকদের নিয়ে ফেসবুকে ধারাবাহিকভাবে মিথ্যা ও বিরূপ মন্তব্য করে পোস্ট করতেন বলে জানতে পারি। বিষয়টি যাচাইয়ের জন্য তাঁর সঙ্গে কথা বলি, তিনি নিজেকে তৃতীয় বর্ষের শিক্ষার্থী দাবি করেন, কিন্তু কেউই তাঁকে চিনতে পারে না। পরে তাঁর পরিচয়পত্র দেখতে চাইলে তিনি মোবাইল ফোনে একটি আইডি কার্ডের ছবি দেখান। তবে ওই আইডি কার্ডে থাকা নম্বরটির সঙ্গে আমাদের বিভাগের আইডি নম্বরের অসংগতি পাওয়া যায়। এর মাধ্যমে আমরা নিশ্চিত হই, এটা ভুয়া আইডি কার্ড এবং তিনি ভুয়া শিক্ষার্থী। পরে আমরা তাঁকে ধরে প্রক্টর অফিসে সোপর্দ করি।’
প্রক্টর হোসেন শহীদ সরওয়ার্দী বলেন, ‘নৃবিজ্ঞান বিভাগের কিছু শিক্ষার্থী তাদের বিভাগের পরিচয় ব্যবহার করার অভিযোগে এক যুবককে আটক করে। পরে তার আচরণ অস্বাভাবিক মনে হওয়ায় শিক্ষার্থীরা বিষয়টি আমাকে জানায়। খবর পেয়ে আমি এসে ওই যুবকের বাবার সঙ্গে যোগাযোগের চেষ্টা করি, তবে তিনি ফোন রিসিভ করেননি। পরে তার মায়ের সঙ্গে কথা বলি। তার মায়ের কথার সঙ্গে তার কথাবার্তার কোনো মিল পাওয়া যায়নি। যেহেতু সে বহিরাগত, তাই পরিস্থিতি বিবেচনায় তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’
এর আগে ২ ডিসেম্বর সীমান্ত ভৌমিক নামের এক ভুয়া শিক্ষার্থীকে আটক করা হয়। তিনি নিজেকে চবির মেরিন সায়েন্স বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হিসেবে পরিচয় দিতেন। এর ঠিক এক সপ্তাহ আগে আরেক ভুয়া শিক্ষার্থীকে আটক করেন শিক্ষার্থীরা।

ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনে স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেলের সমর্থক নজরুল ইসলামকে (৪৫) ছুরিকাঘাতে খুনের ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। আজ শনিবার (১৭ ডিসেম্বর) সকালে ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।
১৩ মিনিট আগে
আনন্দের মিলনমেলা মুহূর্তেই পরিণত হলো শোকের পরিবেশে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ১৯৯৮-৯৯ শিক্ষাবর্ষের পুনর্মিলনী অনুষ্ঠানে এসে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন সাবেক শিক্ষার্থী এবং বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক আবু সাদাত মোহাম্মদ সায়েম। গতকাল শুক্রবার রাতে এই ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
মেহেরপুরের ইসলামী ব্যাংক গাংনী শাখার জ্যেষ্ঠ কর্মকর্তা ইসতিয়াক হাসান। ব্যাংকে কাজ করলেও কৃষির প্রতি তাঁর ভালোবাসা রয়েছে। তাই তিনি চাকরির পাশাপাশি শুরু করেছেন কৃষিকাজ। এক বন্ধুকে দেখে অনুপ্রাণিত হয়ে উপজেলার দেবীপুর গ্রামে দেড় বিঘা জমিতে তিনি লাভজনক ফসল একাঙ্গী চাষ শুরু করেছেন।
২ ঘণ্টা আগে
নওগাঁয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক কমিটি থেকে সংগঠক ও আহত জুলাই যোদ্ধাসহ একসঙ্গে ১০ জন পদত্যাগ করেছেন। জেলা আহ্বায়ক কমিটি নিয়ে বিতর্ক, কমিটির গঠনপ্রক্রিয়া ও কার্যক্রমে অস্বচ্ছতা এবং আন্দোলনের মূল চেতনার সঙ্গে সাংঘর্ষিক অভিযোগ তুলে তাঁরা পদত্যাগ করেন।
৩ ঘণ্টা আগে