নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বেসরকারি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) শিক্ষার্থীদের আন্দোলনে বলপ্রয়োগের অভিযোগ অস্বীকার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সংস্থাটি জানিয়েছে, পরিস্থিতি শান্তিপূর্ণভাবে মোকাবিলার চেষ্টা করা হয়েছে এবং কোনো ধরনের বলপ্রয়োগ করা হয়নি।
আজ শনিবার বিকেলে (২১ জুন) ডিএমপির জনসংযোগ ও গণমাধ্যম শাখার উপকমিশনার তালেবুর রহমান স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই দাবি করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ইউআইইউয়ের প্রায় ৩০-৪০ জন শিক্ষার্থী রাজধানীর নতুনবাজার মোড়ে অবস্থান নেন। বহিষ্কারাদেশ প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে তারা সড়ক অবরোধ করেন, যার ফলে ওই এলাকায় যান চলাচলে বিঘ্ন ঘটে। কর্মসূচির শুরুতেই দায়িত্বরত পুলিশ সদস্যরা আন্দোলনকারীদের সঙ্গে একাধিকবার আলোচনা করেন। তারা শিক্ষার্থীদের জনগণের চলাচলের পথে বাধা সৃষ্টি না করার অনুরোধ জানান। কিন্তু শিক্ষার্থীরা সড়ক না ছাড়ায় সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ তাদের সরিয়ে দিতে গেলে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরে পুলিশ আন্দোলনকারীদের রাস্তা থেকে সরিয়ে দিলেও সকাল ১০টা ৪৫ মিনিটে তারা পুনরায় সড়ক অবরোধ করেন।
ঘটনার পর অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছে পুলিশ।

ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, শান্তিপূর্ণ উপায়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হয়েছে। কেউ কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে বলপ্রয়োগের অভিযোগে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন, যা সম্পূর্ণ ভিত্তিহীন। এ ধরনের বিভ্রান্তি থেকে বিরত থাকতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
এদিকে, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে আলটিমেটাম দিয়ে প্রায় ৯ ঘণ্টা পর রাজধানীর ভাটারার নতুন বাজার এলাকার সড়ক অবরোধ তুলে নিয়েছেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) শিক্ষার্থীরা। আজ শনিবার সন্ধ্যা ৬টার দিকে সড়ক ছেড়ে দেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা বলেন, আজ শনিবার রাত ৮টার মধ্যে সব শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করতে হবে। আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার বিচার করতে হবে। যেসব পুলিশ হামলার সঙ্গে জড়িত তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। তা না হলে–আগামীকাল রোববার সকাল ১০টা থেকে নতুন বাজার সড়ক অবরোধ করে আমরণ অনশন করবেন শিক্ষার্থীরা। পাশাপাশি ঢাকা ব্লকেড এবং সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।

বেসরকারি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) শিক্ষার্থীদের আন্দোলনে বলপ্রয়োগের অভিযোগ অস্বীকার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সংস্থাটি জানিয়েছে, পরিস্থিতি শান্তিপূর্ণভাবে মোকাবিলার চেষ্টা করা হয়েছে এবং কোনো ধরনের বলপ্রয়োগ করা হয়নি।
আজ শনিবার বিকেলে (২১ জুন) ডিএমপির জনসংযোগ ও গণমাধ্যম শাখার উপকমিশনার তালেবুর রহমান স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই দাবি করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ইউআইইউয়ের প্রায় ৩০-৪০ জন শিক্ষার্থী রাজধানীর নতুনবাজার মোড়ে অবস্থান নেন। বহিষ্কারাদেশ প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে তারা সড়ক অবরোধ করেন, যার ফলে ওই এলাকায় যান চলাচলে বিঘ্ন ঘটে। কর্মসূচির শুরুতেই দায়িত্বরত পুলিশ সদস্যরা আন্দোলনকারীদের সঙ্গে একাধিকবার আলোচনা করেন। তারা শিক্ষার্থীদের জনগণের চলাচলের পথে বাধা সৃষ্টি না করার অনুরোধ জানান। কিন্তু শিক্ষার্থীরা সড়ক না ছাড়ায় সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ তাদের সরিয়ে দিতে গেলে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরে পুলিশ আন্দোলনকারীদের রাস্তা থেকে সরিয়ে দিলেও সকাল ১০টা ৪৫ মিনিটে তারা পুনরায় সড়ক অবরোধ করেন।
ঘটনার পর অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছে পুলিশ।

ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, শান্তিপূর্ণ উপায়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হয়েছে। কেউ কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে বলপ্রয়োগের অভিযোগে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন, যা সম্পূর্ণ ভিত্তিহীন। এ ধরনের বিভ্রান্তি থেকে বিরত থাকতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
এদিকে, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে আলটিমেটাম দিয়ে প্রায় ৯ ঘণ্টা পর রাজধানীর ভাটারার নতুন বাজার এলাকার সড়ক অবরোধ তুলে নিয়েছেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) শিক্ষার্থীরা। আজ শনিবার সন্ধ্যা ৬টার দিকে সড়ক ছেড়ে দেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা বলেন, আজ শনিবার রাত ৮টার মধ্যে সব শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করতে হবে। আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার বিচার করতে হবে। যেসব পুলিশ হামলার সঙ্গে জড়িত তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। তা না হলে–আগামীকাল রোববার সকাল ১০টা থেকে নতুন বাজার সড়ক অবরোধ করে আমরণ অনশন করবেন শিক্ষার্থীরা। পাশাপাশি ঢাকা ব্লকেড এবং সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।

রাজশাহী শহরে নির্মাণাধীন চারটি ফ্লাইওভারের নকশা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, নকশার ত্রুটির কারণে ফ্লাইওভারগুলো চালু হলে উল্টো সেগুলোর মুখেই যানজট সৃষ্টি হতে পারে। এ নিয়ে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক ও বিভাগীয় কমিশনার আ ন ম বজলুর রশীদ ৬ জানুয়ারি সংশ্লিষ্টদের নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন।
৩ ঘণ্টা আগে
পদ্মা সেতুর দক্ষিণ প্রান্ত-সংলগ্ন মাদারীপুরের শিবচর এবং শরীয়তপুরের জাজিরা উপজেলার জায়গা নিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয় তাঁতপল্লি নির্মাণের কাজ শুরু করে ২০১৮ সালের শেষের দিকে। কাজের বেশ অগ্রগতিও হয়েছিল। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর বন্ধ হয়ে যায় প্রকল্পের কাজ।
৩ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদীর পাঁচটি সংসদীয় আসনে ভোটের মাঠ ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। চায়ের আড্ডা থেকে শুরু করে গ্রামগঞ্জের অলিগলিতে প্রার্থী ও সমর্থকদের প্রচার-প্রচারণায় ছড়িয়ে পড়েছে নির্বাচনী আমেজ।
৪ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে ৩৮টি মনোনয়নপত্র দাখিল হয়েছে। এর মধ্যে একজন প্রার্থী দুটি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। সে হিসেবে ভোটের মাঠে আছেন ৩৭ জন। তাঁদের মধ্যে ৩৪ জন অর্থাৎ প্রায় ৯২ শতাংশ প্রার্থীই উচ্চশিক্ষিত।
৪ ঘণ্টা আগে