জবি প্রতিনিধি

টানা তৃতীয় দিনের মতো কাকরাইল মোড়ে অবস্থান করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক-শিক্ষার্থীরা। চলমান আন্দোলনের কর্মসূচি হিসেবে চার দফা দাবিতে আজ সমাবেশ চলছে। এ সমাবেশে অংশ নিয়েছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষক, বিভিন্ন বিভাগের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা। আজ শুক্রবার সকাল ১০টা থেকে কাকরাইল মসজিদের পাশের মোড়ে এই সমাবেশ শুরু হয়।
সাবেক শিক্ষার্থীরা বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশ্নে আমরা আপসহীন। আগেও অধিকার আদায়ে সংগ্রাম করা হয়েছে, এখনো হচ্ছে। কোনো পার্থক্য নাই। শিক্ষার্থীদের দাবি মেনে নিতে হবে। শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলার বিচার করতে হবে।’

অর্থনীতি বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ড. জহিরুল ইসলাম বলেন, ‘দেশের সব থেকে বেশি অবহেলিত বিশ্ববিদ্যালয় হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আমরা এই দ্বিচারিতা আর মেনে নিব না অনেক হয়েছে। আমি প্রধান উপদেষ্টাকে বলব, অতি দ্রুত এই সমস্যার সমাধান করেন। জুলাই-আগস্ট আন্দোলন করলাম আমরা বৈষম্য দূর করার জন্য কিন্তু আজ দেখি আমাদের ওপরেই বৈষম্য। এ কেমন বিচার।’
তিনি আরও বলেন, ‘আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি হিসেবে নয়, আমি একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে এই মৌলিক অধিকার আদায় করতে চলে এসেছি।’

সকাল ১১টায় এক সংবাদ সম্মেলনে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছ উদ্দিন বলেন, ‘এ দেশের প্রত্যেকটা নাগরিক তাঁদের অধিকার প্রত্যাশা করেন। তিন দিন ধরে আমার শিক্ষার্থীরা খোলা আকাশের নিচে বসে দাবি আদায়ের জন্য আন্দোলন করছে। কিন্তু এখনো সরকারের পক্ষ থেকে কোনো সমাধান আসেনি। অথচ চাইলে প্রথম দিনই তার সমাধান করা যেত। জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিপীড়িত, বঞ্চিত ও নিষ্পেষিত। আমরা এমন এক স্থানে উপনীত হয়েছি, যেখান থেকে ফিরে যাওয়ার আর কোনো উপায় নেই। আমাদের দাবি পূরণ না হলে এই কাকরাইল মোড় আরেকটি জনদাবি বাস্তবায়নের কেন্দ্রে পরিণত হবে। আমাদের রক্তের ওপর প্রতিষ্ঠিত সরকার যদি হুমকি-ধমকি দেয়, আমরা সেটাকে রুখে দেব।’
শাখা ছাত্রদলের সদস্যসচিব শামসুল আরেফিন বলেন, ‘আমরা একটা ন্যায্য দাবি নিয়ে এসেছি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত যাব না। তবে আমাদের এই আন্দোলনকে কেউ যদি ভিন্ন পথে প্রবাহিত করতে চায়, তাঁকে ছাড় দেওয়া হবে না। এখানে যারা দাবি নিয়ে এসেছে তারা সবাই জুলাই-এর যোদ্ধা।’
আজ শুক্রবার বাদ জুমা গণ অনশনে বসার কর্মসূচি দিয়েছে বিশ্ববিদ্যালয়টির শিক্ষক-শিক্ষার্থীরা।

টানা তৃতীয় দিনের মতো কাকরাইল মোড়ে অবস্থান করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক-শিক্ষার্থীরা। চলমান আন্দোলনের কর্মসূচি হিসেবে চার দফা দাবিতে আজ সমাবেশ চলছে। এ সমাবেশে অংশ নিয়েছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষক, বিভিন্ন বিভাগের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা। আজ শুক্রবার সকাল ১০টা থেকে কাকরাইল মসজিদের পাশের মোড়ে এই সমাবেশ শুরু হয়।
সাবেক শিক্ষার্থীরা বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশ্নে আমরা আপসহীন। আগেও অধিকার আদায়ে সংগ্রাম করা হয়েছে, এখনো হচ্ছে। কোনো পার্থক্য নাই। শিক্ষার্থীদের দাবি মেনে নিতে হবে। শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলার বিচার করতে হবে।’

অর্থনীতি বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ড. জহিরুল ইসলাম বলেন, ‘দেশের সব থেকে বেশি অবহেলিত বিশ্ববিদ্যালয় হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আমরা এই দ্বিচারিতা আর মেনে নিব না অনেক হয়েছে। আমি প্রধান উপদেষ্টাকে বলব, অতি দ্রুত এই সমস্যার সমাধান করেন। জুলাই-আগস্ট আন্দোলন করলাম আমরা বৈষম্য দূর করার জন্য কিন্তু আজ দেখি আমাদের ওপরেই বৈষম্য। এ কেমন বিচার।’
তিনি আরও বলেন, ‘আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি হিসেবে নয়, আমি একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে এই মৌলিক অধিকার আদায় করতে চলে এসেছি।’

সকাল ১১টায় এক সংবাদ সম্মেলনে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছ উদ্দিন বলেন, ‘এ দেশের প্রত্যেকটা নাগরিক তাঁদের অধিকার প্রত্যাশা করেন। তিন দিন ধরে আমার শিক্ষার্থীরা খোলা আকাশের নিচে বসে দাবি আদায়ের জন্য আন্দোলন করছে। কিন্তু এখনো সরকারের পক্ষ থেকে কোনো সমাধান আসেনি। অথচ চাইলে প্রথম দিনই তার সমাধান করা যেত। জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিপীড়িত, বঞ্চিত ও নিষ্পেষিত। আমরা এমন এক স্থানে উপনীত হয়েছি, যেখান থেকে ফিরে যাওয়ার আর কোনো উপায় নেই। আমাদের দাবি পূরণ না হলে এই কাকরাইল মোড় আরেকটি জনদাবি বাস্তবায়নের কেন্দ্রে পরিণত হবে। আমাদের রক্তের ওপর প্রতিষ্ঠিত সরকার যদি হুমকি-ধমকি দেয়, আমরা সেটাকে রুখে দেব।’
শাখা ছাত্রদলের সদস্যসচিব শামসুল আরেফিন বলেন, ‘আমরা একটা ন্যায্য দাবি নিয়ে এসেছি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত যাব না। তবে আমাদের এই আন্দোলনকে কেউ যদি ভিন্ন পথে প্রবাহিত করতে চায়, তাঁকে ছাড় দেওয়া হবে না। এখানে যারা দাবি নিয়ে এসেছে তারা সবাই জুলাই-এর যোদ্ধা।’
আজ শুক্রবার বাদ জুমা গণ অনশনে বসার কর্মসূচি দিয়েছে বিশ্ববিদ্যালয়টির শিক্ষক-শিক্ষার্থীরা।

সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলনের ডাকে আজ বেলা পৌনে ১২টার দিকে পুরান ঢাকার তাঁতীবাজার মোড়, সাড়ে ১২টায় মিরপুর টেকনিক্যাল মোড় এবং ১টার দিকে সায়েন্স ল্যাবরেটরি মোড় অবরোধ করেন সাত কলেজের শিক্ষার্থীরা।
৮ মিনিট আগে
চট্টগ্রাম নগরের হামজারবাগ এলাকায় ৩৫টি সোনার বার ছিনতাইয়ের মামলায় মহানগর ছাত্রদলের বহিষ্কৃত নেতা ও পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী সাইফুল ইসলাম ওরফে বার্মা সাইফুলসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় ৩৪টি মামলা রয়েছে।
১৩ মিনিট আগে
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষ অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ২৫ জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। বুধবার (১৪ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন।
৩২ মিনিট আগে
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) অতিরিক্ত পরিচালক (জনসংযোগ, তথ্য ও প্রকাশনা) জাহাঙ্গীর কবির মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৭টা ২০ মিনিটের দিকে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।
১ ঘণ্টা আগে