
রাজধানীর লালমাটিয়ায় শিল্পাঙ্গনে চলছে গ্যালারি শিল্পাঙ্গন ও নন্দনচিত্ত আয়োজিত যৌথ চিত্র প্রদর্শনী ‘কানেকশন’। ২৬ জন শিল্পীর শিল্পকর্মে এই প্রদর্শনী গত ২ মার্চ শুরু হয়েছে। আগামী ১৫ মার্চ পর্যন্ত ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত শিল্পী ও শিল্পানুরাগীদের জন্য এ প্রদর্শনী উন্মুক্ত থাকবে।
অংশগ্রহণকারী ২৬ জন শিল্পী হলেন—রাশেদ সুখন, আজাদী পারভীন, রশিদ আমীন, সুশান্ত কুমার অধিকারী, নাজনীন আকতার, সুব্রত দাস, আবু কালাম শামসুদ্দিন, অনির্বান মল্লিক, তাসলিমা আকতার বাঁধন, রাশেদুর রহমান, রুমানা ইসলাম রূপা, মোছা. তানিয়া আফরোজ, তর্পন পাল, পলাশ শেখ, সানজিদা সুলতানা, রাজিব মাহবুব, নুপুর পোদ্দার, আরিফ বাচ্চু, শর্মিষ্ঠা রায়, আশরাফুন নাহার, সাজন চন্দ্র পাড়, সোহানুর রহমান, সামিয়া সাবিহা রিনি, ইফাত আরা আনজুম অরিন, জাহানারা খাতুন, ইরিনা দেবী।
এদের মধ্যে বাংলাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের ১২ জন শিক্ষক অংশগ্রহণ করেছেন। প্রদর্শনীটি কিউরেটর হিসেবে রয়েছেন—শিল্পী তর্পন পাল ও কো-কিউরেটর হিসেবে রয়েছেন শিল্পী সানজিদা সুলতানা।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—বিশিষ্ট চিত্রশিল্পী বীর মুক্তিযোদ্ধা বীরেন সোম এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন খ্যাতনামা শিল্পী সমালোচক ও লেখক মইনুদ্দীন খালেদ। এ ছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শিল্পী সুশান্ত কুমার অধিকারী ও শিল্পী রশিদ আমিন।

রাজধানীর লালমাটিয়ায় শিল্পাঙ্গনে চলছে গ্যালারি শিল্পাঙ্গন ও নন্দনচিত্ত আয়োজিত যৌথ চিত্র প্রদর্শনী ‘কানেকশন’। ২৬ জন শিল্পীর শিল্পকর্মে এই প্রদর্শনী গত ২ মার্চ শুরু হয়েছে। আগামী ১৫ মার্চ পর্যন্ত ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত শিল্পী ও শিল্পানুরাগীদের জন্য এ প্রদর্শনী উন্মুক্ত থাকবে।
অংশগ্রহণকারী ২৬ জন শিল্পী হলেন—রাশেদ সুখন, আজাদী পারভীন, রশিদ আমীন, সুশান্ত কুমার অধিকারী, নাজনীন আকতার, সুব্রত দাস, আবু কালাম শামসুদ্দিন, অনির্বান মল্লিক, তাসলিমা আকতার বাঁধন, রাশেদুর রহমান, রুমানা ইসলাম রূপা, মোছা. তানিয়া আফরোজ, তর্পন পাল, পলাশ শেখ, সানজিদা সুলতানা, রাজিব মাহবুব, নুপুর পোদ্দার, আরিফ বাচ্চু, শর্মিষ্ঠা রায়, আশরাফুন নাহার, সাজন চন্দ্র পাড়, সোহানুর রহমান, সামিয়া সাবিহা রিনি, ইফাত আরা আনজুম অরিন, জাহানারা খাতুন, ইরিনা দেবী।
এদের মধ্যে বাংলাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের ১২ জন শিক্ষক অংশগ্রহণ করেছেন। প্রদর্শনীটি কিউরেটর হিসেবে রয়েছেন—শিল্পী তর্পন পাল ও কো-কিউরেটর হিসেবে রয়েছেন শিল্পী সানজিদা সুলতানা।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—বিশিষ্ট চিত্রশিল্পী বীর মুক্তিযোদ্ধা বীরেন সোম এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন খ্যাতনামা শিল্পী সমালোচক ও লেখক মইনুদ্দীন খালেদ। এ ছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শিল্পী সুশান্ত কুমার অধিকারী ও শিল্পী রশিদ আমিন।

আলসেমি শরীরে এদিক-ওদিক চেয়ে আটকে গেল চোখ পশ্চিমান্তে। রক্তিম সূর্যের বিদায় ধীর গতিতে। খুব লাল হয়েছে, সারা দিনের জ্বলন্ত প্রহরে পেয়েছে এক অপূর্ব রূপ।
২৩ নভেম্বর ২০২৫
হুমায়ূন আহমেদ তখন ক্যানসার আক্রান্ত। যুক্তরাষ্ট্রে কেমোথেরাপি নিচ্ছেন। হঠাৎ চিকিৎসকের কাছ থেকে ছুটি নিয়ে চলে এলেন নুহাশপল্লীতে। নাটক বানাবেন। অভিনেতা ফারুক আহমেদকে ডাকলেন। নুহাশপল্লীতে নাটকের শুটিংয়ের ফাঁকে গল্প করছিলেন হুমায়ূন ও ফারুক। হুমায়ূন আহমেদ বললেন, ‘কী আশ্চর্য, তাই না ফারুক!’
১৩ নভেম্বর ২০২৫
প্রখ্যাত চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের ‘হীরক রাজার দেশে’ চলচ্চিত্র মঞ্চস্থ করেছে স্কলাস্টিকার শিক্ষার্থীরা। গতকাল শুক্রবার স্কলাস্টিকা উত্তরা সিনিয়র শাখার নাটক, সংগীত ও নৃত্যকলা ক্লাবের উদ্যোগে দুই দিনব্যাপী বার্ষিক নাট্যানুষ্ঠানে এটি মঞ্চস্থ করা হয়।
০৮ নভেম্বর ২০২৫
জার্মানির ফ্রাঙ্কফুর্ট বইমেলায় উপস্থাপিত আরবি সাহিত্য নিয়ে সাম্প্রতিক এক গবেষণা ইতিহাসের বহুল প্রচলিত ধারণাকে প্রশ্নের মুখে ফেলেছে। এত দিন মনে করা হতো, আব্বাসীয় আমলের (৭৫০-১২৫৮ খ্রিষ্টাব্দ) পর আরবি সাহিত্য প্রায় ৮০০ বছর বছর স্থবির হয়ে ছিল।
২০ অক্টোবর ২০২৫