
ব্রিটিশরা প্রায় ২০০ বছর শাসন-শোষণ করে ১৯৪৭ সালের চলতি মাসে আনুষ্ঠানিকভাবে ভারতবর্ষ ছাড়ে। ১৪ আগস্ট জন্ম নেয় তৎকালীন পূর্ববাংলাসহ পাকিস্তান। আর ১৫ আগস্ট ভারত। সেই হিসাব অনুযায়ী আজ ১৫ আগস্ট স্বাধীনতার ৭৫ বছর পালন করছে ভারত। স্বাধীনতার এত বছর পরও আকার ও জনসংখ্যায় দক্ষিণ এশিয়ার বৃহত্তম দেশটির নাগরিকদের নানা ধরনের মৌলিক অধিকারের জন্য লড়াই করতে হচ্ছে বলে মনে করেন দিল্লির বিশিষ্ট ইতিহাসবিদ রামচন্দ্র গুহ।
ভারতের অনলাইন গণমাধ্যম স্ক্রলডটকমে গতকাল এক বিশ্লেষণে রামচন্দ্র গুহ লেখেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কয়েক মাসে ‘বিশ্ব আমাদের দেখছে’, ‘বিশ্ব ভারতের স্টার্ট-আপগুলোকে (অল্প পুঁজির ছোট ব্যবসাপ্রতিষ্ঠান) ভবিষ্যৎ মনে করছে’, ‘ভারত ম্যানুফ্যাকচারিংয়ের সূতিকাগারে’ পরিণত হচ্ছে ইত্যাদির মতো কথা বলতে শোনা গেছে।
কিন্তু ‘প্রাইজ অব দ্য মোদি ইয়ার্স’ নামের এক বইয়ে আকার প্যাটেল দেখিয়েছেন ভারত কতটা পিছিয়ে। বইটিতে বলা হয়েছে, হেনলি পাসপোর্ট সূচকে ভারতের অবস্থান ৮৫, ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউটের গ্লোবাল হাঙ্গার ইনডেক্সে ৯৪, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের হিউম্যান ক্যাপিটাল ইনডেক্সে তা ১০৩। এ রকম আরও আছে, যার অধিকাংশ ক্ষেত্রে ২০১৪ সালে নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হওয়ার পর ভারত পিছিয়েছে।
এই প্রেক্ষাপটে গুহ বলেন, ‘বিশ্ব আমাদের দিকে তাকাচ্ছে, এর চেয়ে বড় বিষয়, আমরা নিজেরা নিজেদের দিকে কতটা তাকাচ্ছি। ২০১৫ সালে ভারতকে আমি নির্বাচনসর্বস্ব গণতন্ত্র বলেছিলাম। কিন্তু সম্প্রতি নির্বাচিত রাজ্য সরকারগুলোকে যেভাবে জোরপূর্বক ও ঘুষ দিয়ে বানচাল করা হচ্ছে, তাতে নির্বাচনসর্বস্ব গণতন্ত্রের বিষয়টিও হারিয়ে যেতে বসেছে।’
কয়েক বছরে বিরোধীদের দমন রেকর্ড ছাড়িয়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ‘বেআইনি (কর্মকাণ্ড) প্রতিরোধ আইনে’ ২০১৬ থেকে ২০২০ সালের মধ্যে ২৪ হাজারের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মাত্র ১ শতাংশের কম দোষী সাব্যস্ত হয়েছেন। বাকি ৯৯ শতাংশ মানুষের জীবন তছনছ হয়ে গেছে।
নাগরিকের নিরাপত্তার নিশ্চয়তা দেওয়াই হচ্ছে বিচারব্যবস্থার কাজ। কিন্তু সেই আদালতই এখন নাগরিকের বিরুদ্ধে ব্যবহার হচ্ছে। বিশিষ্ট সংবিধান বিশেষজ্ঞ অনুজ ভুওয়ানিয়া সম্প্রতি মন্তব্য করেছেন, ভারতের সুপ্রিম কোর্ট মোদি সরকারের সংখ্যাগরিষ্ঠের শাসনের কাছে সম্পূর্ণ আত্মসমর্পণ করেছেন। মোদির আমলে সুপ্রিম কোর্ট সাংবিধানিক দায়িত্ব পালনেই শুধু ব্যর্থ হননি, বরং মোদি সরকারের মনোরঞ্জকের ভূমিকা পালন করছেন।
ভারতের বর্তমান সমাজ, ধর্মীয় ও সাংস্কৃতিক চর্চা এবং স্বাধীনতারও একই দশা হয়েছে বলে মনে করেন রামচন্দ্র গুহ। ভারতীয় সমাজে বর্ণপ্রথা এখনো প্রবল। এনডিটিভি জানিয়েছে, শিক্ষকের পাত্র নিয়ে পানি পান করায় সম্প্রতি রাজস্থানে নিম্নবর্ণের ৯ বছরের এক শিক্ষার্থীকে পেটানো হয়েছে। গত শনিবার তার মৃত্যু হয়।

ব্রিটিশরা প্রায় ২০০ বছর শাসন-শোষণ করে ১৯৪৭ সালের চলতি মাসে আনুষ্ঠানিকভাবে ভারতবর্ষ ছাড়ে। ১৪ আগস্ট জন্ম নেয় তৎকালীন পূর্ববাংলাসহ পাকিস্তান। আর ১৫ আগস্ট ভারত। সেই হিসাব অনুযায়ী আজ ১৫ আগস্ট স্বাধীনতার ৭৫ বছর পালন করছে ভারত। স্বাধীনতার এত বছর পরও আকার ও জনসংখ্যায় দক্ষিণ এশিয়ার বৃহত্তম দেশটির নাগরিকদের নানা ধরনের মৌলিক অধিকারের জন্য লড়াই করতে হচ্ছে বলে মনে করেন দিল্লির বিশিষ্ট ইতিহাসবিদ রামচন্দ্র গুহ।
ভারতের অনলাইন গণমাধ্যম স্ক্রলডটকমে গতকাল এক বিশ্লেষণে রামচন্দ্র গুহ লেখেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কয়েক মাসে ‘বিশ্ব আমাদের দেখছে’, ‘বিশ্ব ভারতের স্টার্ট-আপগুলোকে (অল্প পুঁজির ছোট ব্যবসাপ্রতিষ্ঠান) ভবিষ্যৎ মনে করছে’, ‘ভারত ম্যানুফ্যাকচারিংয়ের সূতিকাগারে’ পরিণত হচ্ছে ইত্যাদির মতো কথা বলতে শোনা গেছে।
কিন্তু ‘প্রাইজ অব দ্য মোদি ইয়ার্স’ নামের এক বইয়ে আকার প্যাটেল দেখিয়েছেন ভারত কতটা পিছিয়ে। বইটিতে বলা হয়েছে, হেনলি পাসপোর্ট সূচকে ভারতের অবস্থান ৮৫, ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউটের গ্লোবাল হাঙ্গার ইনডেক্সে ৯৪, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের হিউম্যান ক্যাপিটাল ইনডেক্সে তা ১০৩। এ রকম আরও আছে, যার অধিকাংশ ক্ষেত্রে ২০১৪ সালে নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হওয়ার পর ভারত পিছিয়েছে।
এই প্রেক্ষাপটে গুহ বলেন, ‘বিশ্ব আমাদের দিকে তাকাচ্ছে, এর চেয়ে বড় বিষয়, আমরা নিজেরা নিজেদের দিকে কতটা তাকাচ্ছি। ২০১৫ সালে ভারতকে আমি নির্বাচনসর্বস্ব গণতন্ত্র বলেছিলাম। কিন্তু সম্প্রতি নির্বাচিত রাজ্য সরকারগুলোকে যেভাবে জোরপূর্বক ও ঘুষ দিয়ে বানচাল করা হচ্ছে, তাতে নির্বাচনসর্বস্ব গণতন্ত্রের বিষয়টিও হারিয়ে যেতে বসেছে।’
কয়েক বছরে বিরোধীদের দমন রেকর্ড ছাড়িয়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ‘বেআইনি (কর্মকাণ্ড) প্রতিরোধ আইনে’ ২০১৬ থেকে ২০২০ সালের মধ্যে ২৪ হাজারের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মাত্র ১ শতাংশের কম দোষী সাব্যস্ত হয়েছেন। বাকি ৯৯ শতাংশ মানুষের জীবন তছনছ হয়ে গেছে।
নাগরিকের নিরাপত্তার নিশ্চয়তা দেওয়াই হচ্ছে বিচারব্যবস্থার কাজ। কিন্তু সেই আদালতই এখন নাগরিকের বিরুদ্ধে ব্যবহার হচ্ছে। বিশিষ্ট সংবিধান বিশেষজ্ঞ অনুজ ভুওয়ানিয়া সম্প্রতি মন্তব্য করেছেন, ভারতের সুপ্রিম কোর্ট মোদি সরকারের সংখ্যাগরিষ্ঠের শাসনের কাছে সম্পূর্ণ আত্মসমর্পণ করেছেন। মোদির আমলে সুপ্রিম কোর্ট সাংবিধানিক দায়িত্ব পালনেই শুধু ব্যর্থ হননি, বরং মোদি সরকারের মনোরঞ্জকের ভূমিকা পালন করছেন।
ভারতের বর্তমান সমাজ, ধর্মীয় ও সাংস্কৃতিক চর্চা এবং স্বাধীনতারও একই দশা হয়েছে বলে মনে করেন রামচন্দ্র গুহ। ভারতীয় সমাজে বর্ণপ্রথা এখনো প্রবল। এনডিটিভি জানিয়েছে, শিক্ষকের পাত্র নিয়ে পানি পান করায় সম্প্রতি রাজস্থানে নিম্নবর্ণের ৯ বছরের এক শিক্ষার্থীকে পেটানো হয়েছে। গত শনিবার তার মৃত্যু হয়।

ইতিমধ্যে বাংলাদেশে রাজনৈতিক পরিবর্তন, পাকিস্তান থেকে সন্ত্রাসী হুমকি, চীনের আঞ্চলিক বিস্তার ও ডোনাল্ড ট্রাম্পের অধীনে যুক্তরাষ্ট্রের নীতির কারণে একের পর এক বৈশ্বিক সংকটে পড়েছে ভারত। এর মধ্যে ইরানের চলমান অস্থিতিশীলতা কূটনৈতিক সমীকরণ, বাণিজ্যপথ ও নিরাপত্তার হিসাব-নিকাশে...
১ দিন আগে
একটি কর্তৃত্ববাদী শাসন কীভাবে শেষ হয়? এ বিষয়ে আর্নেস্ট হেমিংওয়ের সেই বিখ্যাত উক্তিটি প্রায়ই উদ্ধৃত করা হয়—‘দেউলিয়া হওয়া যেমন হয়। প্রথমে ধীরে, তারপর হঠাৎ করে একদিন সব শেষ।’ ইরানে যারা রাস্তায় নেমে প্রতিবাদ করেছে, তারা এবং দেশের বাইরে তাদের সমর্থকেরা আশা করছিল, তেহরানের ইসলামি শাসনব্যবস্থা বুঝি সেই
২ দিন আগে
ইরানে দেশব্যাপী বিক্ষোভ এবং বছরের পর বছর ধরে চলা বাহ্যিক চাপের পরও টিকে আছে বর্তমান শাসনব্যবস্থা। এখন পর্যন্ত ইসলামি প্রজাতন্ত্রের নিরাপত্তা বাহিনীর মধ্যে এমন কোনো ভাঙনের লক্ষণ দেখা যাচ্ছে না, যা বিশ্বের অন্যতম সবচেয়ে স্থিতিস্থাপক সরকারগুলোর একটির পতন ঘটাতে পারে।
২ দিন আগে
বিশ্বের ভূরাজনীতিকে টালমাটাল করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একের পর এক প্রথাগত নিয়ম ভেঙে ফেলছেন। তাঁর আগ্রাসী পররাষ্ট্রনীতি এবং একের পর এক আকস্মিক সামরিক ও রাজনৈতিক পদক্ষেপে এখন সবাই তটস্থ।
৩ দিন আগে