Ajker Patrika

খবরের বিনিময়ে এএফপিকে টাকা দেবে গুগল 

খবরের বিনিময়ে এএফপিকে টাকা দেবে গুগল 

ফরাসি বার্তা সংস্থা এএফপির সঙ্গে পাঁচ বছরের চুক্তি করেছে গুগল। এই চুক্তি অনুযায়ী খবরের বিনিময়ে এএফপিকে টাকা দেবে গুগল। গতকাল বুধবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে গুগল। 

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, বছরের পর বছর ধরে সংবাদ সংস্থাগুলো বিনা মূল্যে গুগল ও ফেসবুকে সংবাদ প্রকাশ করে আসছে। ফলে এই প্রতিষ্ঠানগুলো বড় অঙ্কের রাজস্ব হারাচ্ছে। সম্প্রতি ফ্রান্স ও অস্ট্রেলিয়ায় নতুন আইনের কারণে বিশ্বজুড়ে সংবাদ সংস্থাগুলোর বিলিয়ন ডলারের একাধিক লাইসেন্স চুক্তি হয়েছে। তাই এর প্রকাশকেরা বেশ সুবিধাজনক অবস্থানে আছে। ফ্রান্সের কপিরাইট আইনের কারণে বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো সংবাদ প্রকাশকদের সঙ্গে আলোচনা করে অর্থ দিতে বাধ্য হচ্ছে।  

গুগল সাম্প্রতিক চুক্তির শর্তগুলো প্রকাশ না করলেও, এই চুক্তি যে পাঁচ বছর ধরে চলবে তা নিশ্চিত করেছে। তা ছাড়া সংবাদের ‘ফ্যাক্ট চেকিং’ প্রকল্পে একে অন্যকে সহযোগিতা করবে বলে এক যৌথ বিবৃতিতে জানিয়েছে এএফপি ও গুগল। 

এই চুক্তির মাধ্যমে তথ্যের মূল্যের স্বীকৃতি দেওয়া হয়েছে বলে এক বিবৃতিতে বলেছেন এএফপির প্রধান নির্বাহী ফ্যাব্রিস ফ্রাইস। চলতি বছরের শুরুতে ১২১ জন সংবাদ প্রকাশকদের একটি গোষ্ঠীকে ৭৬ মিলিয়ন ডলার দিতে রাজি হয়েছিল গুগল। ওই তালিকায় এএফপি ছিল না। তবে গুগলের ওপর আস্থা না পাওয়ারা কারণ দেখিয়ে তা স্থগিত রাখা হয়। সেই চুক্তির ফলে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর কাছে অর্থ দাবি করার ক্ষেত্রে সংবাদ প্রকাশকেরা নতুন এক ভিত্তি খুঁজে পেয়েছে বলে মনে করা হচ্ছে। 

এদিকে গত বছর গুগলের এক ফিচারে কনটেন্ট প্রকাশ করতে এক হাজার প্রকাশককে অর্থের বিনিময়ে লাইসেন্স নিতে হয়েছিল। বার্তা সংস্থা রয়টার্স গত জানুয়ারিতে গুগলের সঙ্গে একটি সংবাদ বিষয়ক চুক্তি স্বাক্ষর করলেও, এর এক মাস পর ওয়াল স্ট্রিট জার্নালের মালিক নিউজ করপোরেশন একই ধরনের চুক্তি স্থগিত করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...