প্রযুক্তি ডেস্ক

বিশ্বখ্যাত টাইম ম্যাগাজিন তাদের সর্বশেষ প্রকাশনায় ফেসবুক কর্ণধার মার্ক জাকারবার্গকে নিয়ে প্রচ্ছদ করেছে। ফেসবুক বিভাজন উস্কে দেয়, শিশুদের ক্ষতি করে, নিরাপত্তার চেয়ে মুনাফাকে বেশি গুরুত্ব দেয় বলে দাবি করেছে ম্যাগাজিনটি।
একটি ফোন অ্যাপ মুছে ফেলার আইকন ইলুস্ট্রাশন করে প্রচ্ছদের ছবিটি করা হয়েছে। আর একটি সহজ প্রশ্ন করা হয়েছে–‘ডিলিট ফেসবুক?’ । সেখানে দুটি অপশন দেওয়া হয়েছে–‘ক্যানসেল’ অর ‘ডিলিট’?
এর আগে ফেসবুকের প্রাক্তন কর্মকর্তা, ফ্রান্সেস হগেন মার্কিন কংগ্রেসে জানান, ফেসবুক নিরাপত্তার বদলে আর্থিক উন্নতিকেই প্রাধান্য দেয়। ফেসবুকের কাছে টাকা আয় করাই মুখ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে।
ফ্রান্সেস হগেন বলেন, 'ভুল বা ঘৃণা ছড়ায় এমন তথ্য ছড়ানো বন্ধ না করে বরং উসকে দিচ্ছে ফেসবুক। দাঙ্গা উসকে দেওয়া, রাজনৈতিক মেরুকরণের মদদ জোগাচ্ছে প্রতিষ্ঠানটি।'
টাইম ম্যাগাজিনের ওয়েবসাইটে প্রকাশিত কভার প্রবন্ধে বলা হয়, ফ্রান্সেস হগেন এর তথ্য ফাঁস এবং সাক্ষ্য সোশ্যাল মিডিয়াকে কঠিন নিয়ন্ত্রণের বিষয়টিকে উৎসাহিত করেছে। সোশ্যাল মিডিয়ার প্রভাব নিয়ে পাবলিক বিতর্কের বিষয়টির উন্নয়ন ঘটিয়েছে।
প্রবন্ধটি লিখেছেন বিলি পেরিগো। তিনি ফেসবুকের সিভিক ইনটিগ্রিটি টিমের কথা তুলে ধরেন। এই টিমটিকে ফেসবুক ২০২০ সালের ডিসেম্বর মাসে বাতিল করে দেয়। অথচ এই টিমটি মানুষের মাঝে ফেসবুক কীভাবে ঋণাত্মক প্রভাব ফেলছে তা তুলে ধরেছিল। কিন্তু মুনাফার কথা চিন্তা করে ভেবেচিন্তে ফেসবুক এই টিমকে বাতিল করে দেয়।
মার্ক জাকারবার্গ এই সপ্তাহের শুরুর দিকে বলেছিলেন, যে অভিযোগগুলো করা হচ্ছে তা মোটেও সত্য নয়।
জাকারবার্গ তার কর্মীদের একটি বার্তা পাঠান এবং পরবর্তীতে তা তার ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেন। এই পোস্টে তিনি বলেন, 'যে যুক্তি দেওয়া হচ্ছে যে আমরা কনটেন্ট ভেবেচিন্তে পুশ করি, মুনাফার জন্য গ্রাহকদের উসকানি দিই, রাগিয়ে দিই–তা একদম অযৌক্তিক।' তিনি আরও বলেন, 'কোনো প্রযুক্তি কোম্পানি এমন কোনো পণ্য তৈরি করবে না যেটি মানুষকে রাগান্বিত বা হতাশাগ্রস্ত করবে।'
উল্লেখ্য, এগারো বছর আগেও টাইম ম্যাগাজিন মার্ক জাকারবার্গের প্রচ্ছদ করেছিল। তবে সেসময় পজিটিভ প্রবন্ধের জন্য তাঁর প্রচ্ছদ করেছিল টাইম ম্যাগাজিন।

বিশ্বখ্যাত টাইম ম্যাগাজিন তাদের সর্বশেষ প্রকাশনায় ফেসবুক কর্ণধার মার্ক জাকারবার্গকে নিয়ে প্রচ্ছদ করেছে। ফেসবুক বিভাজন উস্কে দেয়, শিশুদের ক্ষতি করে, নিরাপত্তার চেয়ে মুনাফাকে বেশি গুরুত্ব দেয় বলে দাবি করেছে ম্যাগাজিনটি।
একটি ফোন অ্যাপ মুছে ফেলার আইকন ইলুস্ট্রাশন করে প্রচ্ছদের ছবিটি করা হয়েছে। আর একটি সহজ প্রশ্ন করা হয়েছে–‘ডিলিট ফেসবুক?’ । সেখানে দুটি অপশন দেওয়া হয়েছে–‘ক্যানসেল’ অর ‘ডিলিট’?
এর আগে ফেসবুকের প্রাক্তন কর্মকর্তা, ফ্রান্সেস হগেন মার্কিন কংগ্রেসে জানান, ফেসবুক নিরাপত্তার বদলে আর্থিক উন্নতিকেই প্রাধান্য দেয়। ফেসবুকের কাছে টাকা আয় করাই মুখ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে।
ফ্রান্সেস হগেন বলেন, 'ভুল বা ঘৃণা ছড়ায় এমন তথ্য ছড়ানো বন্ধ না করে বরং উসকে দিচ্ছে ফেসবুক। দাঙ্গা উসকে দেওয়া, রাজনৈতিক মেরুকরণের মদদ জোগাচ্ছে প্রতিষ্ঠানটি।'
টাইম ম্যাগাজিনের ওয়েবসাইটে প্রকাশিত কভার প্রবন্ধে বলা হয়, ফ্রান্সেস হগেন এর তথ্য ফাঁস এবং সাক্ষ্য সোশ্যাল মিডিয়াকে কঠিন নিয়ন্ত্রণের বিষয়টিকে উৎসাহিত করেছে। সোশ্যাল মিডিয়ার প্রভাব নিয়ে পাবলিক বিতর্কের বিষয়টির উন্নয়ন ঘটিয়েছে।
প্রবন্ধটি লিখেছেন বিলি পেরিগো। তিনি ফেসবুকের সিভিক ইনটিগ্রিটি টিমের কথা তুলে ধরেন। এই টিমটিকে ফেসবুক ২০২০ সালের ডিসেম্বর মাসে বাতিল করে দেয়। অথচ এই টিমটি মানুষের মাঝে ফেসবুক কীভাবে ঋণাত্মক প্রভাব ফেলছে তা তুলে ধরেছিল। কিন্তু মুনাফার কথা চিন্তা করে ভেবেচিন্তে ফেসবুক এই টিমকে বাতিল করে দেয়।
মার্ক জাকারবার্গ এই সপ্তাহের শুরুর দিকে বলেছিলেন, যে অভিযোগগুলো করা হচ্ছে তা মোটেও সত্য নয়।
জাকারবার্গ তার কর্মীদের একটি বার্তা পাঠান এবং পরবর্তীতে তা তার ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেন। এই পোস্টে তিনি বলেন, 'যে যুক্তি দেওয়া হচ্ছে যে আমরা কনটেন্ট ভেবেচিন্তে পুশ করি, মুনাফার জন্য গ্রাহকদের উসকানি দিই, রাগিয়ে দিই–তা একদম অযৌক্তিক।' তিনি আরও বলেন, 'কোনো প্রযুক্তি কোম্পানি এমন কোনো পণ্য তৈরি করবে না যেটি মানুষকে রাগান্বিত বা হতাশাগ্রস্ত করবে।'
উল্লেখ্য, এগারো বছর আগেও টাইম ম্যাগাজিন মার্ক জাকারবার্গের প্রচ্ছদ করেছিল। তবে সেসময় পজিটিভ প্রবন্ধের জন্য তাঁর প্রচ্ছদ করেছিল টাইম ম্যাগাজিন।

দেশের বাজারে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল অপো রেনো ১৫ সিরিজ ফাইভজি। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই স্মার্টফোন সিরিজটি উন্মোচন করা হয়। এই সিরিজের প্রধান আকর্ষণ ১২০ এক্স জুম সক্ষমতা।
১৫ ঘণ্টা আগে
ওপেনএআই জানিয়েছে, বিজ্ঞাপনগুলো চ্যাটজিপিটির দেওয়া উত্তরের ওপর কোনো প্রভাব ফেলবে না। ব্যবহারকারীদের এটি বিশ্বাস করা প্রয়োজন, চ্যাটজিপিটির উত্তরগুলো সব সময় বস্তুনিষ্ঠভাবে যা প্রয়োজনীয় বা কার্যকর, তার ওপর ভিত্তি করেই দেওয়া হয়।
৩ দিন আগে
নিউইয়র্কে করা এই মামলায় বলা হয়েছে, এক্সএআইয়ের পণ্য গ্রোক এমন এক জেনারেটিভ এআই চ্যাটবট, যা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ভুক্তভোগীদের পোশাকহীন করে, অপমান করে এবং তাঁদের যৌন নিপীড়ন করে।
৪ দিন আগে
কম্পিউটার মানেই কি কেবল ইলেকট্রনিক চিপ আর বিদ্যুৎ? এই ধারণা বদলে দিতে পারে বিজ্ঞানীদের নতুন এক আবিষ্কার। পশ্চিম চীনের একটি প্রাচীন সমাধিতে ২ হাজার বছর পুরোনো এক বিস্ময়কর যন্ত্রের সন্ধান পাওয়া গেছে, যা আধুনিক কম্পিউটারের আদি রূপ হতে পারে বলে দাবি করছেন চীনা বিজ্ঞানীরা।
৬ দিন আগে