নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর মোহাম্মদপুরে রামচন্দ্রপুর খাল দখল করে অবৈধভাবে নির্মিত সাদিক অ্যাগ্রোর স্থাপনা উচ্ছেদ করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
আগামীকাল বৃহস্পতিবার সকালে এই অভিযান পরিচালনা করা হবে। আজ বুধবার ডিএনসিসির এ-সংক্রান্ত এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে।
চিঠিতে জানানো হয়, ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন মোহাম্মদপুরের বেড়িবাঁধসংলগ্ন আশপাশের অবৈধ স্থাপনাসহ খাল ও সড়কের ভূমিতে সাদিক অ্যাগ্রো লিমিটেড কর্তৃক অবৈধভাবে নির্মিত স্থাপনা উচ্ছেদ করা হবে।
অভিযানের নেতৃত্ব দেবেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের অঞ্চল-৫-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. মোতাকাব্বির আহমেদ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুব হাসান।
ডিএনসিসির তথ্য কর্মকর্তা পিয়াল হাসান আজকের পত্রিকাকে জানান, ‘অভিযান পরিচালনার জন্য এরই মধ্যে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।’
এর আগে এক কোটি টাকা মূল্যের গরু ও ১৫ লাখ টাকায় ছাগল বিক্রি করে বিতর্কিত হয় সাদিক অ্যাগ্রো। দেশের সবচেয়ে বড় এই অ্যাগ্রো ফার্মের মালিক মো. ইমরান হোসেন দীর্ঘদিন ধরে রামচন্দ্রপুর খালের একাংশ দখল করে রেখেছে। ইমরান হোসেন খামারিদের সংগঠন বাংলাদেশ ডেইরি ফার্মারস অ্যাসোসিয়েশনের (বিডিএফএ) সভাপতির দায়িত্বে রয়েছেন।
সরেজমিন দেখা গেছে, খালের একাংশে মাটি ভরাট করে খামার গড়েছেন তিনি। আর খামারের সব ময়লা ফেলছেন খালের মধ্যে। তার খামারের কোনায় ঢাকা জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের একটি সাইনবোর্ড রয়েছে। সেখানে খালে ময়লা না ফেলার নির্দেশনা রয়েছে।
সাতমসজিদ হাউজিং অংশের রামচন্দ্রপুর খালের ওপর গড়ে ওঠা সাদিক অ্যাগ্রোসহ অন্য অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ নিতে ডিএনসিসি মেয়র আতিকুল ইসলামকে সম্প্রতি চিঠি দিয়েছেন ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আসিফ আহমেদ।
আসিফ আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘এবার কোরবানির ঈদের আগে সাদিক অ্যাগ্রোর খামারের সামনে অবৈধ হাট বসিয়েছিল। সিটি করপোরেশন থেকে বারবার নোটিশ দেওয়ার পরও ইমরান হোসেন কোন কর্ণপাত করেনি।’

রাজধানীর মোহাম্মদপুরে রামচন্দ্রপুর খাল দখল করে অবৈধভাবে নির্মিত সাদিক অ্যাগ্রোর স্থাপনা উচ্ছেদ করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
আগামীকাল বৃহস্পতিবার সকালে এই অভিযান পরিচালনা করা হবে। আজ বুধবার ডিএনসিসির এ-সংক্রান্ত এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে।
চিঠিতে জানানো হয়, ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন মোহাম্মদপুরের বেড়িবাঁধসংলগ্ন আশপাশের অবৈধ স্থাপনাসহ খাল ও সড়কের ভূমিতে সাদিক অ্যাগ্রো লিমিটেড কর্তৃক অবৈধভাবে নির্মিত স্থাপনা উচ্ছেদ করা হবে।
অভিযানের নেতৃত্ব দেবেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের অঞ্চল-৫-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. মোতাকাব্বির আহমেদ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুব হাসান।
ডিএনসিসির তথ্য কর্মকর্তা পিয়াল হাসান আজকের পত্রিকাকে জানান, ‘অভিযান পরিচালনার জন্য এরই মধ্যে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।’
এর আগে এক কোটি টাকা মূল্যের গরু ও ১৫ লাখ টাকায় ছাগল বিক্রি করে বিতর্কিত হয় সাদিক অ্যাগ্রো। দেশের সবচেয়ে বড় এই অ্যাগ্রো ফার্মের মালিক মো. ইমরান হোসেন দীর্ঘদিন ধরে রামচন্দ্রপুর খালের একাংশ দখল করে রেখেছে। ইমরান হোসেন খামারিদের সংগঠন বাংলাদেশ ডেইরি ফার্মারস অ্যাসোসিয়েশনের (বিডিএফএ) সভাপতির দায়িত্বে রয়েছেন।
সরেজমিন দেখা গেছে, খালের একাংশে মাটি ভরাট করে খামার গড়েছেন তিনি। আর খামারের সব ময়লা ফেলছেন খালের মধ্যে। তার খামারের কোনায় ঢাকা জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের একটি সাইনবোর্ড রয়েছে। সেখানে খালে ময়লা না ফেলার নির্দেশনা রয়েছে।
সাতমসজিদ হাউজিং অংশের রামচন্দ্রপুর খালের ওপর গড়ে ওঠা সাদিক অ্যাগ্রোসহ অন্য অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ নিতে ডিএনসিসি মেয়র আতিকুল ইসলামকে সম্প্রতি চিঠি দিয়েছেন ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আসিফ আহমেদ।
আসিফ আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘এবার কোরবানির ঈদের আগে সাদিক অ্যাগ্রোর খামারের সামনে অবৈধ হাট বসিয়েছিল। সিটি করপোরেশন থেকে বারবার নোটিশ দেওয়ার পরও ইমরান হোসেন কোন কর্ণপাত করেনি।’

রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
১২ মিনিট আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
১ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
১ ঘণ্টা আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
১ ঘণ্টা আগে