নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি ফ্ল্যাট থেকে এক তরুণের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। যুবকের নাম আরিফুর রহমান। তাঁর লাশের পাশ থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। চিরকুটে লেখা রয়েছে, ‘একজন রেপিস্ট ও ব্ল্যাকমেইলারকে খুন করে শান্তি নিলাম।’ কিছুদিন আগে ওই যুবক এক নারীকে নিয়ে ওই ফ্ল্যাটের উঠেছিলেন বলে জানা যায়।
শনিবার (১ জুন) রাতে ভাটারা বসুন্ধরা আবাসিক এলাকার সি ব্লকের একটি বাসা থেকে মরদেহটি উদ্ধার করে ভাটারা থানা-পুলিশ। আরিফুরের বাড়ি নরসিংদী।
পুলিশ জানিয়েছে, ওই ফ্ল্যাট মাটি প্রপার্টিজ নামে একটি প্রতিষ্ঠান ভাড়া নিয়েছে। প্রতিষ্ঠানটি দেশি–বিদেশি নাগরিকদের অনলাইনে স্টুডিও ফ্ল্যাট ভাড়া দিয়ে থাকে।
গত ১৭ মে আরিফুল ইসলাম ও পারভীন আক্তার স্বামী–স্ত্রী পরিচয়ে দোতলার একটি ফ্ল্যাটে ওঠেন। অনলাইনে সাত দিনের জন্য বুকিং দিয়েছিলেন তিনি। শনিবার সন্ধ্যার দিকে মাটি প্রপার্টিজ থেকে ফোন কল করে ভাটারা থানা-পুলিশকে জানানো হয়, দোতলার ফ্ল্যাটে একজনের লাশ পাওয়া গেছে। সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখতে পায় লাশটি পচা–গলা। এ কারণে উদ্ধার করতে রাত সাড়ে ১১টা বেজে যায়। সিআইডি ক্রাইমসিন পর্যবেক্ষণ করে জানায়, লাশের বুকে ও গলায় ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
পুলিশ পরে তাঁর নাম আরিফুল ইসলাম বলে নিশ্চিত হয়।
নিহতের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, আরিফুল ইসলাম এক বছর ধরে জাপানে বসবাস করছেন। জাপানে আয়েশা (জাপানি নাম নাচুকি) নামে এক তরুণীর সঙ্গে গত বছর আরিফুলের বিয়ে হয়। তাঁর স্ত্রী জাপানেই আছেন। আরিফ দেশে এসেছে সেটি পরিবার জানত না। লাশ উদ্ধারের পর তাঁরা জানতে পেরেছেন।
পুলিশ জানিয়েছে, আরিফ গোপনে দেশে আসেন। এরপর পুরোনো বান্ধবী পারভিন আক্তারকে নিয়ে ওই ফ্ল্যাটে ওঠেন। সিসি ক্যামেরার ফুটেছে তা ধরা পড়েছে। পারভীন আক্তারেরও স্বামী রয়েছে। তাঁর স্বামী কানাডা প্রবাসী। পারভীন নিজেও কানাডার নাগরিক। দীর্ঘদিনের কোনো ক্ষোভ থেকে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে পুলিশের ধারণা।
মূলত লাশের পাশে পাওয়া চিরকুটের ভাষা থেকেই এমন ধারণা করছে পুলিশ। চিরকুটে লেখা রয়েছে, ‘আমার জীবনের শান্তি নষ্ট করে দিছে এই Rapist, Blackmailler। সে তার নিজের ইচ্ছায় আমার হাতে ধরা দিছে। নিজের হাতে Rapist, Blackmailler কে মেরে শান্তি নিলাম।’
পুলিশ বলছে, হত্যাকাণ্ডের পর পারভীন হয়তো পালিয়ে গেছেন। তাঁর সর্বশেষ অবস্থান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় পাওয়া গেছে। সুতরাং তিনি হয়তো দেশের বাইরে চলে গেছেন।
এদিকে আরিফের পরিবার জানিয়েছে, শনিবার আরিফের জাপানি স্ত্রী ফোন কল দিয়ে বলেন, ‘আরিফ দেশে এসেছেন। কিন্তু তাঁর কোনো খোঁজ খবর পাচ্ছি না, ফোনে কয়েক দিন ধরে কথা বলতে পারছি না।’
মাটি প্রপার্টিজের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, গত ১৭ মে বিকেল ৪টার দিকে পারভীন ও আরিফুল ইসলাম একসঙ্গে এই ফ্ল্যাটে ওঠেন। ১৮ মে সকাল ৬টা ৩১ মিনিটে পারভীন আক্তার একাই ফ্ল্যাট থেকে বেরিয়ে যান। তাঁর মোবাইল নম্বরের সর্বশেষ অবস্থান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। ধারণা করা হচ্ছে চিরকুটটি পারভীন আক্তারেরই লেখা।
এ ছাড়া লাশের পাশ থেকে একটি নোটারি উদ্ধার করা হয়েছে। সেখানে দেখা গেছে, আরিফ এবং পারভীন ২০২১ সালে নোটারি পাবলিক করে বিয়ে করেন।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের বাড্ডা জনের সহকারী পুলিশ কমিশনার রাজন কুমার সাহা আজকের পত্রিকাকে বলেন, লাশ উদ্ধারের পর সিআইডি ক্রাইমসিন আলামত সংগ্রহ করেছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি ফ্ল্যাট থেকে এক তরুণের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। যুবকের নাম আরিফুর রহমান। তাঁর লাশের পাশ থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। চিরকুটে লেখা রয়েছে, ‘একজন রেপিস্ট ও ব্ল্যাকমেইলারকে খুন করে শান্তি নিলাম।’ কিছুদিন আগে ওই যুবক এক নারীকে নিয়ে ওই ফ্ল্যাটের উঠেছিলেন বলে জানা যায়।
শনিবার (১ জুন) রাতে ভাটারা বসুন্ধরা আবাসিক এলাকার সি ব্লকের একটি বাসা থেকে মরদেহটি উদ্ধার করে ভাটারা থানা-পুলিশ। আরিফুরের বাড়ি নরসিংদী।
পুলিশ জানিয়েছে, ওই ফ্ল্যাট মাটি প্রপার্টিজ নামে একটি প্রতিষ্ঠান ভাড়া নিয়েছে। প্রতিষ্ঠানটি দেশি–বিদেশি নাগরিকদের অনলাইনে স্টুডিও ফ্ল্যাট ভাড়া দিয়ে থাকে।
গত ১৭ মে আরিফুল ইসলাম ও পারভীন আক্তার স্বামী–স্ত্রী পরিচয়ে দোতলার একটি ফ্ল্যাটে ওঠেন। অনলাইনে সাত দিনের জন্য বুকিং দিয়েছিলেন তিনি। শনিবার সন্ধ্যার দিকে মাটি প্রপার্টিজ থেকে ফোন কল করে ভাটারা থানা-পুলিশকে জানানো হয়, দোতলার ফ্ল্যাটে একজনের লাশ পাওয়া গেছে। সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখতে পায় লাশটি পচা–গলা। এ কারণে উদ্ধার করতে রাত সাড়ে ১১টা বেজে যায়। সিআইডি ক্রাইমসিন পর্যবেক্ষণ করে জানায়, লাশের বুকে ও গলায় ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
পুলিশ পরে তাঁর নাম আরিফুল ইসলাম বলে নিশ্চিত হয়।
নিহতের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, আরিফুল ইসলাম এক বছর ধরে জাপানে বসবাস করছেন। জাপানে আয়েশা (জাপানি নাম নাচুকি) নামে এক তরুণীর সঙ্গে গত বছর আরিফুলের বিয়ে হয়। তাঁর স্ত্রী জাপানেই আছেন। আরিফ দেশে এসেছে সেটি পরিবার জানত না। লাশ উদ্ধারের পর তাঁরা জানতে পেরেছেন।
পুলিশ জানিয়েছে, আরিফ গোপনে দেশে আসেন। এরপর পুরোনো বান্ধবী পারভিন আক্তারকে নিয়ে ওই ফ্ল্যাটে ওঠেন। সিসি ক্যামেরার ফুটেছে তা ধরা পড়েছে। পারভীন আক্তারেরও স্বামী রয়েছে। তাঁর স্বামী কানাডা প্রবাসী। পারভীন নিজেও কানাডার নাগরিক। দীর্ঘদিনের কোনো ক্ষোভ থেকে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে পুলিশের ধারণা।
মূলত লাশের পাশে পাওয়া চিরকুটের ভাষা থেকেই এমন ধারণা করছে পুলিশ। চিরকুটে লেখা রয়েছে, ‘আমার জীবনের শান্তি নষ্ট করে দিছে এই Rapist, Blackmailler। সে তার নিজের ইচ্ছায় আমার হাতে ধরা দিছে। নিজের হাতে Rapist, Blackmailler কে মেরে শান্তি নিলাম।’
পুলিশ বলছে, হত্যাকাণ্ডের পর পারভীন হয়তো পালিয়ে গেছেন। তাঁর সর্বশেষ অবস্থান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় পাওয়া গেছে। সুতরাং তিনি হয়তো দেশের বাইরে চলে গেছেন।
এদিকে আরিফের পরিবার জানিয়েছে, শনিবার আরিফের জাপানি স্ত্রী ফোন কল দিয়ে বলেন, ‘আরিফ দেশে এসেছেন। কিন্তু তাঁর কোনো খোঁজ খবর পাচ্ছি না, ফোনে কয়েক দিন ধরে কথা বলতে পারছি না।’
মাটি প্রপার্টিজের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, গত ১৭ মে বিকেল ৪টার দিকে পারভীন ও আরিফুল ইসলাম একসঙ্গে এই ফ্ল্যাটে ওঠেন। ১৮ মে সকাল ৬টা ৩১ মিনিটে পারভীন আক্তার একাই ফ্ল্যাট থেকে বেরিয়ে যান। তাঁর মোবাইল নম্বরের সর্বশেষ অবস্থান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। ধারণা করা হচ্ছে চিরকুটটি পারভীন আক্তারেরই লেখা।
এ ছাড়া লাশের পাশ থেকে একটি নোটারি উদ্ধার করা হয়েছে। সেখানে দেখা গেছে, আরিফ এবং পারভীন ২০২১ সালে নোটারি পাবলিক করে বিয়ে করেন।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের বাড্ডা জনের সহকারী পুলিশ কমিশনার রাজন কুমার সাহা আজকের পত্রিকাকে বলেন, লাশ উদ্ধারের পর সিআইডি ক্রাইমসিন আলামত সংগ্রহ করেছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।

রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৪১ মিনিট আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
১ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
২ ঘণ্টা আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
২ ঘণ্টা আগে