শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪

সেকশন

 

সানি দেওলের বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ

আপডেট : ৩০ মে ২০২৪, ১৮:১৭

বলিউড অভিনেতা সানি দেওল। ছবি: ইনস্টাগ্রাম বলিউড অভিনেতা সানি দেওলের বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ এনেছেন ভারতীয় চলচ্চিত্র নির্মাতা সৌরভ গুপ্ত। অগ্রিম পারিশ্রমিক নিয়েও সিনেমা না করার অভিযোগ অভিনেতার বিরুদ্ধে। সম্প্রতি বিষয়টি নিয়ে সংবাদ সম্মেলন করেন সৌরভ। সেখানেই তিনিসহ আরও বেশকজন নির্মাতা সানির বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে ধরেন।

সৌরভের অভিযোগ, ২০১৬ সালে একটি সিনেমায় অভিনয়ের জন্য সানি দেওল তাঁর কাছ থেকে অগ্রিম পারিশ্রমিক নিয়েছিলেন। সিনেমাটি শুরু করবেন বলে প্রতিশ্রুতিও দিয়েছিলেন। শুটিং শুরু করবেন বলে কয়েক দফা টাকা নিলেও সময় দেননি সানি। তবে সাম্প্রতিক ‘গদর ২’ ব্যাপক সাফল্যের পর তিনি আর সিনেমাটির শুটিং করবেন না বলে নির্মাতাকে জানিয়ে দেন।

সৌরভ গুপ্তের কথায়, ‘সানি দেওলের সঙ্গে ২০১৬ সালে একটি সিনেমার চুক্তি করি। সেখানে নায়ক হিসেবে তাকে ৪ কোটি রুপি পারিশ্রমিক দেওয়ার সিদ্ধান্ত হয়। আমরা তাঁকে এক কোটি রুপি অগ্রিম দিই। কিন্তু তিনি আমার সিনেমা শুরু করার পরিবর্তে আরেকটি সিনেমার শুটিং শুরু করেন। এরপর তিনি আমার কাছে আরও টাকা চান, এখন পর্যন্ত সানিজির অ্যাকাউন্টে আমি ২ কোটি ৫৫ লাখ রুপি দিয়েছি।’

বলিউড অভিনেতা সানি দেওল। ছবি: ইনস্টাগ্রাম চলচ্চিত্র নির্মাতা আরও অভিযোগ করেছেন যে সানি দেওল তাঁর কোম্পানির সঙ্গে ২০২৩ সালে একটি জাল চুক্তি সই করেছিলেন। তিনি বলেন, ‘আমরা যখন চুক্তিটি পড়ি, তখন আমরা দেখি চুক্তিপত্রটির মাঝের একটি পৃষ্ঠা পরিবর্তন করা হয়েছে। যেখানে ফি-এর পরিমাণ চার কোটি রুপি থেকে বাড়িয়ে আট কোটি রুপি এবং মুনাফা বাড়িয়ে ২ কোটি রুপি করা হয়েছে। যা আমাদের হতবাক করে।’

সৌরভ গুপ্ত আরও জানিয়েছেন, তিনি সানি দেওলের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছেন। গত ৩০ এপ্রিল সানি দেওলকে নোটিশ দিয়েছে পুলিশ। তাঁর অফিসে একটি চিঠি পাঠানো হয়েছে। সেই সময় তিনি শহরের বাইরে ছিলেন বলা হয়েছে।

‘জানওয়ার’ (১৯৯৯) এবং ‘আন্দাজ’ (২০০৩) এর মতো সিনেমার জন্য পরিচিত চলচ্চিত্র নির্মাতা সুনীল দর্শনও একই সংবাদ সম্মেলনে সৌরভ গুপ্তর সমর্থনে উপস্থিত ছিলেন। তিনি সেখানে অভিযোগ করেন তিনিও সানি দেওলের সঙ্গে একই সমস্যার সম্মুখীন হয়েছিলেন।

সুনীল বলেন, ‘সানি দেওল আমার ‘‘অজয়’’ সিনেমার স্বত্ব কিনেছেন। তিনি আমাকে শুধুমাত্র ভারতের বাইরে প্রদর্শনের জন্য অর্থ প্রদান করেন। বাকি অর্থ তিনি আমাকে কখনো পরিশোধ করেননি। পরে সানি আমাকে তাঁর সঙ্গে একটি প্রোজেক্টে কাজ করার অনুরোধ করেন এবং বলেন, ‘‘আমাকে বিশ্বাস করুন, আমাকে সাহায্য করুন’’ এবং পরে আমার কাছ থেকে আবারও টাকা দাবি করেন।’

বলিউড অভিনেতা সানি দেওল। ছবি: ইনস্টাগ্রাম ইন্ডাস্ট্রির একটি সূত্র ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসকে জানিয়েছে, সানি দেওল অনেক বছর ধরে এমন কাজ করে চলেছেন। সানি ‘রাম জন্মভূমি’ সিনেমার চিত্রনাট্য দিয়েছিলেন একজন চলচ্চিত্র নির্মাতাকে। সিনেমাটির জন্য মুম্বাইয়ে বড় সেট তৈরি করা হয়। ৫ কোটি রুপিতে সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েও সেটে আসেননি সানি দেওল, তখন নির্মাতার কাছে ২৫ কোটি রুপি পারিশ্রমিক দাবি করেছিলেন বলে অভিযোগ।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    পঠিতসর্বশেষ

    এলাকার খবর

     

    প্লেব্যাকে সেরাকণ্ঠের টুসি

    বিচ্ছেদ গুঞ্জনের মাঝেই নতুন অ্যাপার্টমেন্ট কিনলেন অভিষেক

    নচিকেতার সঙ্গে জয় শাহরিয়ারের দ্বৈত অ্যালবাম ‘তথাগত’

    নভেম্বরে মুক্তি পাবে ‘রং ঢং’

    বিচার না হওয়া পর্যন্ত ঢাবি ও জাবিতে গাইবেন না সানি

    চলচ্চিত্রশিল্পকে এগিয়ে নিতে গঠিত হলো নতুন সংগঠন

    এখন একটা সাংবিধানিক প্রতিবিপ্লব ঘটে গেছে: ফরহাদ মজহার

    ট্রেনের নিচে ঝাঁপ বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তার, দ্বিখণ্ডিত লাশের পাশে সুইসাইড নোট

    রাজধানীর মোহাম্মদপুরে দুই যুবককে কুপিয়ে হত্যা

    ফেরার সময় ফুল নিয়ে ফিরতে পারলেই সফলতা: নজরুল বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য 

    রাশিয়ার সবচেয়ে ধনী নারীর কাছে স্বামী এখন শত্রু

    সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি পার, বৃষ্টি কবে জানাল আবহাওয়া অধিদপ্তর