শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪

সেকশন

 

চট্টগ্রামে এজেন্ট ব্যাংকের ১২ লাখ টাকা নিয়ে উধাও ক্যাশিয়ার

আপডেট : ১৫ মে ২০২৪, ২১:৪৫

চট্টগ্রামে এজেন্ট ব্যাংকের ১২ লাখ টাকা নিয়ে উধাও ক্যাশিয়ার চট্টগ্রামের আনোয়ারার ব্র্যাক ব্যাংকের এজেন্ট ব্যাংক থেকে ১২ লাখ টাকা নিয়ে উধাও হয়েছেন মোহাম্মদ লোকমান (২৬) নামে ব্যাংকের ক্যাশিয়ার। এ ঘটনায় আজ বুধবার থানায় এজেন্ট ব্যাংকের উদ্যোক্তা মোহাম্মদ ওয়াসিম একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল আহমেদ অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনায় অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। পুলিশ অভিযুক্ত যুবকের সন্ধানে অভিযান চালাচ্ছে।’

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার চাতরী এলাকার বাসিন্দা মোহাম্মদ লোকমান ব্যাংকের ক্যাশিয়ার হিসেবে এক বছর ধরে কর্মরত ছিলেন। প্রতিদিনের মতো আজ সকালে আট লাখ টাকার একটি চেক নিয়ে স্থানীয় কৃষি ব্যাংকে যান। কিন্তু সকাল গড়িয়ে দুপুর হলেও ক্যাশিয়ার ব্যাংক থেকে না আসায় একাধিকবার ফোন করেন এজেন্ট ব্যাংকের মালিক মোহাম্মদ ওয়াশিম। পরে কৃষি ব্যাংকের শাখা এবং পার্শ্ববর্তী তাঁর বাড়িতে গিয়েও কোনো সন্ধায় না পাওয়ায় লিখিত অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে ব্যাংকের উদ্যোক্তা মোহাম্মদ ওয়াসিম আজকের পত্রিকাকে বলেন, ‘আট লাখ টাকার একটি চেক নিয়ে তাকে কৃষি ব্যাংকের শাখায় পাঠানো হয়। টাকা নিয়ে আসতে দেরি দেখে একাধিকবার ফোন করি। কিন্তু ফোন বন্ধ থাকায় কৃষি ব্যাংক, তার বাড়ি, আত্মীয়স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজ করে তার কোনো সন্ধান পাইনি। এদিকে এজেন্ট ব্যাংকের ভল্টে থাকা নগদ চার লাখ টাকাও নিয়ে যায় সে। এটি তার পূর্বপরিকল্পিত।’

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     

    দীপ্ত টিভির কর্মকর্তা হত্যা মামলায় ৫ জন গ্রেপ্তার

    মদ খেয়ে মন্দিরে দায়িত্বে থাকা পুলিশের সঙ্গে অসদাচরণ, ১ ব্যক্তির কারাদণ্ড

    মতলবে মেঘনার বালু অবৈধভাবে উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন

    নবাবগঞ্জে মাঠে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে দুই বেয়াইয়ের মৃত্যু

    নলডাঙ্গায় বজ্রপাতে ২ যুবকের মৃত্যু 

    প্রবাসে মাংকি পক্সে আক্রান্ত হয়ে মারা যাওয়া কামালের লাশ বিধি মেনে দাফন

    দীপ্ত টিভির কর্মকর্তা হত্যা মামলায় ৫ জন গ্রেপ্তার

    বিমান বাংলাদেশ এয়ারলাইনসে ৫৫ জনের চাকরি

    মদ খেয়ে মন্দিরে দায়িত্বে থাকা পুলিশের সঙ্গে অসদাচরণ, ১ ব্যক্তির কারাদণ্ড

    চিরকুমার রতন টাটার উত্তরসূরি কে হচ্ছেন

    সাতক্ষীরায় কালীমন্দিরে মোদির উপহারের মুকুট চুরি, ভারতের উদ্বেগ

    মতলবে মেঘনার বালু অবৈধভাবে উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন