
চলতি বছরের শুরুতেই শ্রীলঙ্কার বন্দরগুলোতে চীনা গবেষণা জাহাজ ভেড়ার বিষয়টি নিষিদ্ধ করে কলম্বো। তবে ভারত মহাসাগরের এই দ্বিপ দেশটির বন্দরে ভিড়তে না পারলেও অপর দ্বীপ দেশ মালদ্বীপে ঠিকই ভিড়তে যাচ্ছে চীনা গবেষণা জাহাজ। এমনটাই দাবি করেছে ভারতের সশস্ত্র বাহিনী ও একজন স্বাধীন গবেষক।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, চীনের এই গবেষণা জাহাজ এমন এক সময়ে মালদ্বীপের দিকে যাচ্ছে, যখন দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু ভারতের পরিবর্তে মিত্র হিসেবে বেইজিংকে কাছে টেনে নিয়েছেন। একই সময়ে নয়াদিল্লিকে দূরে সরিয়ে দিয়েছেন।
ডেমিয়েন সাইমন নামে একজন ওপেন সোর্স ইন্টেলিজেন্স গবেষক। তাঁর এক্স (টুইটার) হ্যান্ডেলে শেয়ার করা এক টুইটে জানিয়েছেন, ‘শাং ইয়াং হং-০৩ নামে একটি চীনা গবেষণা জাহাজ ভারত মহাসাগরে প্রবেশ করছে। আপাতত মনে হচ্ছে, জাহাজটির গন্তব্য মালে। আশা করা হচ্ছে, এই জাহাজ ভারত মহাসাগরে সামুদ্রিক সমীক্ষা চালাবে। বিষয়টি অবশ্যই ভারতের উদ্বেগ বাড়াবে।’
ভারতের সশস্ত্র বাহিনীর কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে রয়টার্সকে বিষয়টি নিশ্চিত করেছেন। ওই কর্মকর্তা জানিয়েছেন, তাঁরা চীনা জাহাজের গতিবিধি নজরদারিতে রেখেছেন। বিষয়টি নিয়ে মালদ্বীপের প্রেসিডেন্ট কার্যালয়, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ও চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা কোনো পক্ষই এ বিষয়ে মন্তব্য করেনি।
এর আগে, গত ১ জানুয়ারি থেকে আগামী এক বছরের জন্য চীনা গবেষণা জাহাজের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে কলম্বো। নিষেধাজ্ঞার কারণে শ্রীলঙ্কার কোনো বন্দরে কোনো চীনা গবেষণা জাহাজকে নোঙর ফেলতে দেওয়া হবে না। শ্রীলঙ্কার এই সিদ্ধান্তকে দিল্লির বড় কূটনৈতিক জয় হিসেবে দেখছে আন্তর্জাতিক মহল। ইতিপূর্বে ভারত মহাসাগরে চীনের বিরুদ্ধে গবেষণার নামে গুপ্তচর জাহাজ মোতায়েনের অভিযোগ করেছিল ভারত।

চলতি বছরের শুরুতেই শ্রীলঙ্কার বন্দরগুলোতে চীনা গবেষণা জাহাজ ভেড়ার বিষয়টি নিষিদ্ধ করে কলম্বো। তবে ভারত মহাসাগরের এই দ্বিপ দেশটির বন্দরে ভিড়তে না পারলেও অপর দ্বীপ দেশ মালদ্বীপে ঠিকই ভিড়তে যাচ্ছে চীনা গবেষণা জাহাজ। এমনটাই দাবি করেছে ভারতের সশস্ত্র বাহিনী ও একজন স্বাধীন গবেষক।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, চীনের এই গবেষণা জাহাজ এমন এক সময়ে মালদ্বীপের দিকে যাচ্ছে, যখন দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু ভারতের পরিবর্তে মিত্র হিসেবে বেইজিংকে কাছে টেনে নিয়েছেন। একই সময়ে নয়াদিল্লিকে দূরে সরিয়ে দিয়েছেন।
ডেমিয়েন সাইমন নামে একজন ওপেন সোর্স ইন্টেলিজেন্স গবেষক। তাঁর এক্স (টুইটার) হ্যান্ডেলে শেয়ার করা এক টুইটে জানিয়েছেন, ‘শাং ইয়াং হং-০৩ নামে একটি চীনা গবেষণা জাহাজ ভারত মহাসাগরে প্রবেশ করছে। আপাতত মনে হচ্ছে, জাহাজটির গন্তব্য মালে। আশা করা হচ্ছে, এই জাহাজ ভারত মহাসাগরে সামুদ্রিক সমীক্ষা চালাবে। বিষয়টি অবশ্যই ভারতের উদ্বেগ বাড়াবে।’
ভারতের সশস্ত্র বাহিনীর কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে রয়টার্সকে বিষয়টি নিশ্চিত করেছেন। ওই কর্মকর্তা জানিয়েছেন, তাঁরা চীনা জাহাজের গতিবিধি নজরদারিতে রেখেছেন। বিষয়টি নিয়ে মালদ্বীপের প্রেসিডেন্ট কার্যালয়, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ও চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা কোনো পক্ষই এ বিষয়ে মন্তব্য করেনি।
এর আগে, গত ১ জানুয়ারি থেকে আগামী এক বছরের জন্য চীনা গবেষণা জাহাজের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে কলম্বো। নিষেধাজ্ঞার কারণে শ্রীলঙ্কার কোনো বন্দরে কোনো চীনা গবেষণা জাহাজকে নোঙর ফেলতে দেওয়া হবে না। শ্রীলঙ্কার এই সিদ্ধান্তকে দিল্লির বড় কূটনৈতিক জয় হিসেবে দেখছে আন্তর্জাতিক মহল। ইতিপূর্বে ভারত মহাসাগরে চীনের বিরুদ্ধে গবেষণার নামে গুপ্তচর জাহাজ মোতায়েনের অভিযোগ করেছিল ভারত।

গাজা পুনর্গঠনের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত শান্তি পর্ষদ নিয়ে বিশ্বজুড়ে তীব্র বিতর্ক ও নানা প্রশ্ন সৃষ্টি হয়েছে। ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজাকে পুনরুজ্জীবিত করার কথা বলা হচ্ছে। তবে এই উদ্যোগের আড়ালে ট্রাম্পের ব্যক্তিগত ব্যবসায়িক স্বার্থ এবং ঘনিষ্ঠ মহলের প্রভাব বিস্তারের...
১ ঘণ্টা আগে
ডেনমার্কের গ্রিনল্যান্ড এলাকা দখল নিতে আবারও হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, গ্রিনল্যান্ড দখল না নিয়ে তাঁর পেছনে ফেরার সুযোগ নেই। তবে ইউরোপীয় ইউনিয়নের নেতারাও বলেছেন, ট্রাম্পের হুমকি এবং শুল্কের চাপে ফেলে তাঁদের পিছু হটানো যাবে না। গ্রিনল্যান্ড প্রশ্নে তাঁরা
২ ঘণ্টা আগে
স্পেনের আন্দালুসিয়া অঞ্চলের আদামুজে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ জনে। দেশজুড়ে গতকাল মঙ্গলবার থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।
৪ ঘণ্টা আগে
সিরিয়া সরকার ও কুর্দি পরিচালিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের (এসডিএফ) মধ্যে আবার উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কয়েক দিন আগেই তাদের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি হয়েছিল, সেটি ফের ভেস্তে গেল। এই চুক্তির আওতায় ফোরাত নদীর পশ্চিমাঞ্চল থেকে এসডিএফ বাহিনী সরিয়ে নেওয়ার কথা ছিল।
৫ ঘণ্টা আগে