রোববার, ০৬ অক্টোবর ২০২৪

সেকশন

 

আমাদের সবচেয়ে বড় শত্রু মূল্যস্ফীতি: ড. আতিউর 

আপডেট : ১৭ অক্টোবর ২০২৩, ১৭:০৩

জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান। ছবি: আজকের পত্রিকা  বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান বলেছেন, ‘বর্তমানে আমাদের সবচেয়ে বড় শত্রু মূল্যস্ফীতি। খাদ্য মূল্যস্ফীতি ১২ দশমিক ৫৪ শতাংশ। মানুষ এ কারণে বিপর্যস্ত।’

আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে ‘শোভন কাজ ও সামাজিক সুরক্ষা, সকলের জন্য সমান মর্যাদা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আন্তর্জাতিক দারিদ্র্যবিমোচন দিবস উপলক্ষে এনজিওদের সমন্বয়কারী ও প্রতিনিধিত্বকারী সংগঠন এডাব এবং বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরাম যৌথভাবে এ সভার আয়োজন করে। 

সভায় আতিউর রহমান বলেন, ‘নতুন করে আবার সংকট তৈরি হচ্ছে। একদিকে ইউক্রেন যুদ্ধ, এখন আবার নতুন করে তৈরি হচ্ছে মধ্যপ্রাচ্য যুদ্ধ। তেলের দাম বাড়তে শুরু করেছে ৷ সাপ্লাই চেইন আরও বিপর্যস্ত হবে বলে মনে হচ্ছে। আমদানির প্রত্যেকটা পণ্যের দাম বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে।’ 

আতিউর রহমান বলেন, `কৃষি খাতে ভালো করছি বলে আমরা দারিদ্র্য মোকাবিলা করতে পারছি। কিন্তু কৃষিও ভালো করতে পারবে না। কারণ আমদানি করা সার ব্যবহার করতে হচ্ছে ৷ এতে কৃষিতে খরচ বেশি পড়ছে ৷’ 

সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন এডাবের কর্মসূচি পরিচালক কাউসার আলম কনক। তিনি বলেন, ‘ক্ষমতায়ন মানুষের পছন্দ ও সুযোগ বাড়ায়। ক্ষমতায়ন হলে দারিদ্র্য হ্রাসে সুফল পাওয়া যায়। বাংলাদেশে সম্পত্তির মালিকানায় নারীর অধিকার এখনো প্রশ্নসাপেক্ষ। বর্তমানে কেবল ৪ দশমিক ৬ শতাংশ নারীর সম্পদে মালিকানা রয়েছে। এই ৪ দশমিক ৬ শতাংশের মধ্যে মাত্র ৭ দশমিক ৫ শতাংশ নারী সম্পদের ক্রয়-বিক্রয় বা সম্পদ হস্তান্তরের সিদ্ধান্ত নিতে পারে। ১ কোটি ৮৬ লাখ নারী সরাসরি অর্থ আয়ের সঙ্গে জড়িত থাকলেও মাত্র ১৫ দশমিক ৮ শতাংশ নারী তার নিজস্ব আয়কৃত অর্থ ব্যবহারের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারে। ভোর থেকে মধ্যরাত নাগাদ কাজের মাঝে অবসরের সুযোগ পান না ৭ দশমিক ৯ শতাংশ নারী। অন্যদিকে গৃহকর্মে নারীদের তেমন কোনো স্বীকৃতি নেই বললেই চলে। নারীরা শুধু ঘর-গৃহস্থালি কাজে আর সন্তান লালন-পালনে ব্যস্ত থাকবে—এই মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে।’

সভায় সভাপতিত্ব করেন এডাবের ভাইস চেয়ারপারসন মাজেদা শওকত আলী। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরামের সভাপতি এনামুল কবীর রুপম। সভা সঞ্চালনা করেন এডাবের পরিচালক একেএম জসীম উদ্দিন। 

বক্তারা বাংলাদেশের দারিদ্র‍্যের প্রকৃতি, দারিদ্র্যবিমোচনে এনজিওর ভূমিকা, শিশুর সামাজিক সুরক্ষা, নারীর ক্ষমতায়ন ও জলবায়ু পরিবর্তনসহ দারিদ্র্যসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। 

জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত বলেন, দারিদ্র্যবিমোচনের জন্য একটি সমন্বিত পদ্ধতি দরকার। যার মাধ্যমে সাধারণ জনগণ উপকৃত হবে ৷ 

বক্তারা বলেন, কারও একার পক্ষে দারিদ্র্যবিমোচন করা সম্ভব নয়। এজন্য সরকার ও এনজিওর একে অপরকে সহযোগিতার মাধ্যমে কাজ করতে হবে ৷ বক্তারা ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত অসাম্প্রদায়িক দেশ গড়তে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     

    মাদ্রাসাসহ সব শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবি 

    বিদেশে শ্রমিক পাঠানোর নামে প্রতারণা, গ্রেপ্তার ২

    ঢাকা নার্সিং কলেজে শিক্ষার্থী-স্টাফদের হাতাহাতি, ৫ শিক্ষার্থী আহত

    পাওনা টাকা চাইতে গিয়ে লাশ হলেন নারী, আটক ২ 

    কেরানীগঞ্জে হোটেলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৩ 

    গাজীপুরে পোশাক শ্রমিকদের উস্কানি: নারীসহ ৭ জন কারাগারে

    ক্যাম্পাসে গণতন্ত্রচর্চার রাজনীতি চাই

    ব্যবসায় প্রচলিত ৩ অনৈতিকতা

    আটকে গেল সালমান-সামিরার প্রেমকাহিনি

    ভিএফএক্সে ভর করে বদলে যাচ্ছে বলিউড

    এসআই নিয়োগ প্রস্তুতির ১২ পরামর্শ

    প্রথমবার ওয়েবে রুবেল সঙ্গে পূজা চেরি