উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর দক্ষিণখানে সফটওয়্যার ইঞ্জিনিয়ার মোসাব্বির হোসেন চৌধুরী সিফাতকে (২৬) হত্যার ঘটনায় গ্রেপ্তার তিনজনকে রিমান্ডে নিয়েছে পুলিশ। আজ শনিবার বিকেলে দক্ষিণখান থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ইয়াসীন গাজী আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন।
গ্রেপ্তাররা হলেন—ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার মহল্লা গ্রামের মৃত আবু সিদ্দিকের ছেলে মো. রাজিব (২৩), লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভোলাকোট গ্রামের জয়নাল আবেদিনের ছেলে আশিক (২২) ও দক্ষিণখানের আশকোনা পানির পাম্প এলাকার শেখ ওয়াজেদের ছেলে শেখ নিজাম (২১)।
দক্ষিণখান থানার পরিদর্শক মোহাম্মদ ইয়াসীন গাজী বলেন, ‘দক্ষিণখানে প্রকৌশলীকে হত্যার ঘটনায় আমাদের পাঁচটি টিম শরীয়তপুর ও গাজীপুরে অভিযান চালিয়ে আজ শনিবার ভোরে রাজিব, আশিক ও নিজামকে গ্রেপ্তার করে।’
মামলার তদন্তকারী কর্মকর্তা ও দক্ষিণখান থানার উপপরিদর্শক (এসআই) মো. আবু তাহের আজকের পত্রিকাকে বলেন, ‘টাকা লেনদেনকে কেন্দ্র করে দ্বন্দ্বের জেরে ইঞ্জিনিয়ার মোসাব্বির হোসেনকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তারের পর আজ শনিবার সকালে ১০ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়। পরে শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।’
এসআই আবু তাহের বলেন, গ্রেপ্তারদের মধ্যে মামলার এজাহারভুক্ত আসামি রাজিব, তদন্তে সন্দেহাতীতভাবে জড়িত আসামি আশিক ও নাজিম।
এর আগে গত বৃহস্পতিবার ইঞ্জিনিয়ার মোসাব্বির হোসেন চৌধুরী সিফাতকে ছুরিকাঘাতে খুনের ঘটনা ঘটে। পরদিন শুক্রবার নিহতের মা মোছা নাছরিন বেগম সাতজনের নামোল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৭-৮ জনকে আসামি করে দক্ষিণখান থানায় হত্যা মামলা দায়ের করেন।

রাজধানীর দক্ষিণখানে সফটওয়্যার ইঞ্জিনিয়ার মোসাব্বির হোসেন চৌধুরী সিফাতকে (২৬) হত্যার ঘটনায় গ্রেপ্তার তিনজনকে রিমান্ডে নিয়েছে পুলিশ। আজ শনিবার বিকেলে দক্ষিণখান থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ইয়াসীন গাজী আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন।
গ্রেপ্তাররা হলেন—ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার মহল্লা গ্রামের মৃত আবু সিদ্দিকের ছেলে মো. রাজিব (২৩), লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভোলাকোট গ্রামের জয়নাল আবেদিনের ছেলে আশিক (২২) ও দক্ষিণখানের আশকোনা পানির পাম্প এলাকার শেখ ওয়াজেদের ছেলে শেখ নিজাম (২১)।
দক্ষিণখান থানার পরিদর্শক মোহাম্মদ ইয়াসীন গাজী বলেন, ‘দক্ষিণখানে প্রকৌশলীকে হত্যার ঘটনায় আমাদের পাঁচটি টিম শরীয়তপুর ও গাজীপুরে অভিযান চালিয়ে আজ শনিবার ভোরে রাজিব, আশিক ও নিজামকে গ্রেপ্তার করে।’
মামলার তদন্তকারী কর্মকর্তা ও দক্ষিণখান থানার উপপরিদর্শক (এসআই) মো. আবু তাহের আজকের পত্রিকাকে বলেন, ‘টাকা লেনদেনকে কেন্দ্র করে দ্বন্দ্বের জেরে ইঞ্জিনিয়ার মোসাব্বির হোসেনকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তারের পর আজ শনিবার সকালে ১০ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়। পরে শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।’
এসআই আবু তাহের বলেন, গ্রেপ্তারদের মধ্যে মামলার এজাহারভুক্ত আসামি রাজিব, তদন্তে সন্দেহাতীতভাবে জড়িত আসামি আশিক ও নাজিম।
এর আগে গত বৃহস্পতিবার ইঞ্জিনিয়ার মোসাব্বির হোসেন চৌধুরী সিফাতকে ছুরিকাঘাতে খুনের ঘটনা ঘটে। পরদিন শুক্রবার নিহতের মা মোছা নাছরিন বেগম সাতজনের নামোল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৭-৮ জনকে আসামি করে দক্ষিণখান থানায় হত্যা মামলা দায়ের করেন।

রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
১১ মিনিট আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
১ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
১ ঘণ্টা আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
১ ঘণ্টা আগে