সোমবার, ২৯ মে ২০২৩

সেকশন

 

বহিষ্কার করলেই বিএনপি ছাড়ব, ভাবা বোকামি: তৈমুর

আপডেট : ২৭ মে ২০২৩, ০৯:৫১

নারায়ণগঞ্জে নিজ বাসভবনে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় বক্তব্য দেন বিএনপির সাবেক নেতা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। ছবি: আজকের পত্রিকা নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার বলেছেন, ‘আমাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে, বিষয়টি দেশনেত্রী বেগম খালেদা জিয়াও জানেন না। বিএনপি অনেক বড় একটা দল। এখানে অনেক কিছুই হয়। কিন্তু বহিষ্কার করলেই আমি বিএনপি ছেড়ে চলে যাব, এটা ভাবা বোকামি। আমি দলের জন্য ছিলাম এবং এখনো আছি।’

আজ শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের মাসদাইর এলাকায় নিজ বাড়িতে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় তিনি এই মন্তব্য করেন।

তৈমুরের স্বজনেরা জানিয়েছেন, সম্প্রতি তিনি বেগম খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় গিয়ে দেখা করে এসেছেন। এর পরপরই নারায়ণগঞ্জ শহরে কর্মসূচি পালনের প্রস্তুতি নিচ্ছেন তৈমুর আলম খন্দকার।

তৈমুর বলেন, ‘আগামী ৩০ মে আমাদের দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী। এটা এমন একটা সময়, যখন জাতীয় নির্বাচন সামনে। যথাযথভাবে দিনটি পালনের উদ্যোগ নিচ্ছি। আশা রাখি সরকারি দলের লোকজন অতি উৎসাহী হয়ে কিছু করবে না। যদি কিছু করে, তাহলে আমরা মোকাবিলা করব। তাদের ভয় পাওয়ার কিছু নেই। আমি ঝুঁকি নিয়েছি। আমার শরীরে গুলিও লেগেছে। এক-এগারোর সময় তারেক জিয়ার মামলা লড়তে গিয়ে পাঁচ দিনের মাথায় আমি নিজে অ্যারেস্ট হয়ে গেছি। সুতরাং ভয় পাওয়ার কোনো কারণ নেই।’

কর্মীদের উদ্দেশে তৈমুর বলেন, ‘পদ-পদবির চাইতে জনগণের মণিকোঠায় থাকাটা বড় পাওয়া। দেশনেত্রী এখন বন্দী। তার মুক্তির জন্য আমাদের কাজ করে যেতে হবে। দলে ভুল বোঝাবুঝি থাকবেই। আপনাদের বুঝে নিতে হবে কে সৎ এবং কে প্রতারক।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    খালেদা জিয়ার বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলার শুনানি ১৩ জুলাই

    তারেক-জোবায়দার মামলা: সাক্ষ্য দিলেন তিন ব্যাংক কর্মকর্তা

    মহাখালী ফ্লাইওভারের ওপর থেকে রড পড়ে পথশিশু নিহত

    তুরাগ নদ থেকে অজ্ঞাতপরিচয় যুবকের লাশ উদ্ধার

    শিক্ষা জাতীয়করণসহ ১২ দফা দাবি শিক্ষকদের

    শ্রীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় শ্রমিক নিহত

    খালেদা জিয়ার বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলার শুনানি ১৩ জুলাই

    তারেক-জোবায়দার মামলা: সাক্ষ্য দিলেন তিন ব্যাংক কর্মকর্তা

    মহাখালী ফ্লাইওভারের ওপর থেকে রড পড়ে পথশিশু নিহত

    তুরাগ নদ থেকে অজ্ঞাতপরিচয় যুবকের লাশ উদ্ধার

    লোকসানের শঙ্কায় মেহেরপুরের আমচাষিরা, সরকারিভাবে রপ্তানির দাবি

    বাফুফেকে পদত্যাগপত্র পাঠিয়েছেন সাফজয়ী ছোটন