বাড়িতে ছিলেন না জাস্টিন ক্লুইভার্ট। লা লিগায় ভ্যালেন্সিয়ার ম্যাচ থাকায় মাঠে ছিলেন ডাচ ফরোয়ার্ড। এ সময় স্পেনে তাঁর বাড়িতে ঢুকেন ডাকাতরা। তাদের হাতে আহত হয়েছেন ক্লুইভার্টের বান্ধবী। স্থানীয় পুলিশের বরাতে খবরটি নিশ্চিত করেছে ক্রীড়া মাধ্যম ইএসপিএন।
হুডি পরে তিন ডাকাত ভ্যালেন্সিয়া শহরের বেতারায় অবস্থিত ক্লুইভার্টের বাড়িতে প্রবেশ করেন বৃহস্পতিবার, স্থানীয় সময় ভোরে। এই তিনজন ক্লুইভার্টের বান্ধবী এবং আরেকটি পরিবারের সদস্যদের ওপরেও হামলা চালান। এই ঘটনা সত্ত্বেও, ক্ষতিগ্রস্তদের কারও চিকিৎসার প্রয়োজন হয়নি।
কয়েক মিনিট ধরে চলা ডাকাতিতে মূল্যবান বস্তুর মধ্যে অলংকার ও ঘড়ি নিয়ে গেছেন ডাকতেরা। যার আর্থিক মূল্য ১ লাখ ৬০ ইউরো। বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ১৯ লাখ টাকা সমপরিমাণ।
প্রতিবেদন অনুযায়ী, অপরাধ সংঘটিত করার আগে কুকুর নিয়ে হাঁটতে বের হওয়া ক্লুইভার্টের বান্ধবীর ফেরার জন্য অপেক্ষা করছিলেন ডাকাতেরা। এই ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। তবে হামলাকারীরা পলাতক রয়েছে।
২৪ বছর বয়সী ক্লুইভার্ট গত বছর সিরি ‘আ’র ক্লাব রোমা থেকে ধারে ভ্যালেন্সিয়ায় এসেছেন। আজ রাতে মায়োর্কার বিপক্ষে ম্যাচেও স্কোয়াডে আছেন তিনি। এই ম্যাচ খেলতে বালেরিক দ্বীপে থাকবেন তিনি।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে