গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন অত্যন্ত সুন্দর, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। আজ বৃহস্পতিবার বিকেলে নির্বাচন ভবনে ভোটগ্রহণ পরবর্তী ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
ইসি আলমগীর বলেন, ‘ভোট নিয়ে আমরা অত্যন্ত সন্তুষ্ট। সবাই সন্তুষ্ট।’
আলমগীর জানান, ভোট কত শতাংশ পড়েছে সেটা এখনই বলা যাবে না। তবে ৫০ শতাংশের কম হবে না বলে আশা প্রকাশ করেছেন এই নির্বাচন কমিশনার।
ভোটগ্রহণকালে ভোটারদের প্রভাবিত করার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে জানিয়ে আলমগীর বলেন, ‘ইসির নির্দেশে দুজনকে আটক করা হয়েছে।’
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে