সোমবার, ২৯ মে ২০২৩

সেকশন

 

সেই রতনকে ৩৫০ কোটি টাকার ঋণ এবি ব্যাংক কীভাবে দিল, জানতে চান হাইকোর্ট

আপডেট : ২৪ মে ২০২৩, ২২:০২

মোহাম্মদ আলী হায়দার রতন। ছবি: সংগৃহীত  নামসর্বস্ব প্রতিষ্ঠানের নামে এবি ব্যাংকের ৩৫০ কোটি টাকার ঋণ অনুমোদনের অভিযোগ অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ঋণ অনুমোদনের সঙ্গে কারা জড়িত—তা অনুসন্ধান করে দুর্নীতি দমন কমিশন (দুদক), বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) ও সিআইডিকে তিন মাসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

আজ বুধবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দেন।

ঋণ অনুমোদনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। দুদক চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ মন্ত্রণালয়ের সচিব এবং অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সচিব, বিএফআইইউ, সিআইডি, এবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

একটি জাতীয় দৈনিকে ‘খেলাপির তথ্য লুকিয়ে আরও বড় জালিয়াতি’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদন নজরে নিয়ে এ আদেশ দেওয়া হয়। প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ন্যাশনাল ব্যাংকের গুলশান শাখা থেকে রাতে ঋণের টাকা তুলে আলোচনার জন্ম দিয়েছিলেন ব্যবসায়ী মোহাম্মদ আলী হায়দার রতন। সম্প্রতি একটি ভুয়া কোম্পানির অনুকূলে ৩৫০ কোটি টাকার ঋণ অনুমোদন করেছে এবি ব্যাংক, যার সুবিধাভোগী সেই ব্যবসায়ী রতন।

সেই রতনকে ৩৫০ কোটি টাকার ঋণ এবি ব্যাংক কীভাবে দিল, জানতে চান হাইকোর্ট হাইকোর্টের আদেশের আগে রুল ও নির্দেশনার বিরোধিতা করেন উপস্থিত আইনজীবী আহসানুল করিম, মাহবুব শফিক ও মইনুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুদ্দিন খালেদ। এ ছাড়া দুদকের পক্ষে ছিলেন আইনজীবী হাসান এম এস আজিম।

আহসানুল করিম বলেন, এ ঋণের বিষয়টি জানতে পেরে এরই মধ্যে তা কেন্দ্রীয় ব্যাংক আটকে দিয়েছে। এ অবস্থায় রুল জারির প্রয়োজন দেখছি না। রুল, আদেশ হলে ব্যাংকটির আমানতকারীদের মধ্যে বিরূপ প্রভাব পড়বে।

মাহবুব শফিক বলেন, রুলসহ আদেশ দেওয়ার আগে প্রতিবেদনটির সত্যতা যাচাই করার জন্য এক সপ্তাহ সময় নেওয়া যেতে পারে।

আইনজীবী মইনুল ইসলাম বলেন, এমনিতেই ব্যাংকিং খাতের অবস্থা টালমাটাল। এ অবস্থায় রুল-আদেশ দিলে এ পরিস্থিতি আরও খারাপ হতে পারে। সারা বিশ্বেই ব্যাংকিং খাতে অস্থিতিশীলতা বিরাজ করছে। পরে আদালত রুলসহ আদেশ দেন।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    এ দেশেই থাকতে হবে, লুট করে আমেরিকা নিয়ে যাবেন সব রেখে দেবে: হাইকোর্ট

    মুক্তিযোদ্ধা সংসদের অ্যাডহক কমিটি গঠনের দাবিতে সংবাদ সম্মেলন

    বিজিবি বিশেষ ক্ষমতা আইনে মামলা করতে পারবে: হাইকোর্ট

    বিজিবির বিশেষ ক্ষমতা আইনের মামলা নিয়ে প্রশ্ন হাইকোর্টের

    প্রধানমন্ত্রীকে হুমকি: বিএনপি নেতা চাঁদের বিরুদ্ধে পদক্ষেপ জানতে চান হাইকোর্ট

    সাজা ঘোষণার আগে আবারও শুনানি করতে হবে: হাইকোর্ট 

    খালেদা জিয়ার বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলার শুনানি ১৩ জুলাই

    তারেক-জোবায়দার মামলা: সাক্ষ্য দিলেন তিন ব্যাংক কর্মকর্তা

    মহাখালী ফ্লাইওভারের ওপর থেকে রড পড়ে পথশিশু নিহত

    তুরাগ নদ থেকে অজ্ঞাতপরিচয় যুবকের লাশ উদ্ধার

    লোকসানের শঙ্কায় মেহেরপুরের আমচাষিরা, সরকারিভাবে রপ্তানির দাবি

    বাফুফেকে পদত্যাগপত্র পাঠিয়েছেন সাফজয়ী ছোটন