বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩

সেকশন

 

বিনা ভোটে রাসিকের কাউন্সিলর হচ্ছেন রবিউল

আপডেট : ২৪ মে ২০২৩, ১৯:২৭

রবিউল ইসলাম। ছবি: সংগৃহীত রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে বিনা ভোটে ২০ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর হতে যাচ্ছেন রবিউল ইসলাম। তিনি এই ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর। এবার তাঁর সঙ্গে নির্বাচনে কেউ প্রার্থী হওয়ায় মনোনয়নপত্র বৈধ হলে তিনি বিনা ভোটে আবারও কাউন্সিলর হতে যাচ্ছেন।

রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও চলতি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, গত ২৩ মে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শেষ হয়েছে। ২০ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে একমাত্র রবিউল ইসলাম মনোনয়নপত্র তুলে জমা দিয়েছেন। তবে এখনই তাঁকে নির্বাচিত ঘোষণা করা হবে না।

দেলোয়ার হোসেন বলেন, রবিউল একক প্রার্থী হলেও যাচাই-বাছাইসহ সব ধরনের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগে তাঁকে নির্বাচিত ঘোষণা দেওয়ার সুযোগ নেই। কারণ যাচাই-বাছাইয়ে তাঁর মনোনয়নপত্র বাতিলও হতে পারে। তাই মনোনয়নপত্র বৈধ হলেই তাঁকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে।

কাউন্সিলর রবিউল ইসলাম বলেন, ‘গত মঙ্গলবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। এ ওয়ার্ডে আমি একাই মনোনয়নপত্র জমা দিয়েছি। আমার প্রতিদ্বন্দ্বী হিসেবে কেউ মনোনয়নপত্র উত্তোলন কিংবা জমা দেননি। প্রতিদ্বন্দ্বী হিসেবে সাবেক একজন কাউন্সিলরসহ দুজনের নাম শোনা যাচ্ছিল। কিন্তু বিএনপির কারও নির্বাচনে না যাওয়ার নির্দেশনার কারণে একজন নিজেকে সরিয়ে নেন বলে শুনেছি।’

রবিউল ইসলাম আরও বলেন, ‘এ ছাড়া সাবেক একজন কাউন্সিলর আবারও প্রার্থী হওয়ার আগে নিজের জনপ্রিয়তা যাচাইয়ের জন্য ওয়ার্ডে ঘুরে কোনো সাড়া পাননি। ফলে তিনিও প্রার্থী হননি।’

প্রসঙ্গত, সিটি নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে আগামীকাল বৃহস্পতিবার। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১ জুন। প্রতীক বরাদ্দ ২ জুন। এরপর ২১ জুন ৩০টি ওয়ার্ডে ভোটগ্রহণের দিন ধার্য রয়েছে।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    পঠিতসর্বশেষ

    এলাকার খবর

     
     

    গাজীপুর মেট্রোপলিটন থেকে ব্যাটালিয়নে বদলি মোল্যা নজরুল

    শীতলক্ষ্যায় পড়ে নিরাপত্তা প্রহরী নিখোঁজ

    ‘ঘুষ দিয়ে চেয়ারে বসেছি, ফ্রিতে সেবা দিতে আসিনি’ সংবাদ মিথ্যা বলে দাবি সিএমপির

    শিবপুরে গুলিবিদ্ধ উপজেলা চেয়ারম্যানের মৃত্যু, প্রতিবাদে বিক্ষোভ

    সংখ্যালঘুদের ক্ষোভ, হতাশা আগামী নির্বাচনে বিরূপ প্রভাব ফেলতে পারে: রাণা দাশগুপ্ত

    চট্টগ্রামে দিনমজুরকে হত্যার দায়ে ২ জনের মৃত্যুদণ্ড, ১ জনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ

    জ্যৈষ্ঠের গরমে ভোগান্তি বাড়াচ্ছে লোডশেডিং

    গাজীপুর মেট্রোপলিটন থেকে ব্যাটালিয়নে বদলি মোল্যা নজরুল

    শীতলক্ষ্যায় পড়ে নিরাপত্তা প্রহরী নিখোঁজ

    দক্ষিণখানে পুঁতে রাখা কানাডা প্রবাসী নারীর লাশ উদ্ধার, স্বামী পলাতক  

    ‘ঘুষ দিয়ে চেয়ারে বসেছি, ফ্রিতে সেবা দিতে আসিনি’ সংবাদ মিথ্যা বলে দাবি সিএমপির