সোমবার, ২৯ মে ২০২৩

সেকশন

 

বিং সার্চ ইঞ্জিন ব্যবহার করে উত্তর দেবে চ্যাটজিপিটি

আপডেট : ২৪ মে ২০২৩, ১৫:৫১

আগে শুধু প্রশিক্ষিত তথ্যের ভিত্তিতেই উত্তর দিতে সক্ষম ছিল চ্যাটজিপিটি। ফাইল ছবি এখন থেকে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট চ্যাটজিপিটিতে ইন্টারনেটের সুবিধা পাবেন ব্যবহারকারীরা। ফলে এআই চ্যাটবটটিকে কোনো তথ্য জিজ্ঞেস করলে ইন্টারনেটের মাধ্যমে সেই তথ্য খুঁজে দেবে এটি। ইন্টারনেটে সার্চের ক্ষেত্রে মাইক্রোসফটের নিজস্ব বিং সার্চ ইঞ্জিন ব্যবহার করবে চ্যাটজিপিটি। 

মাইক্রোসফটের বাৎসরিক কনফারেন্স ‘মাইক্রোসফট বিল্ড ২০২৩’-এ প্রতিষ্ঠানটির কনজ্যুমার চিফ মার্কেটিং অফিসার ইউসুফ মেহেদী চ্যাটজিপিটির ওয়েব ব্রাউজিংয়ের জন্য বিং-কে ডিফল্ট ব্রাউজার হিসেবে ঘোষণা করেন। 

আগে শুধু প্রশিক্ষিত তথ্যের ভিত্তিতেই উত্তর দিতে সক্ষম ছিল চ্যাটজিপিটি। ফলে চ্যাটবটটি নতুন তথ্যসমৃদ্ধ লেখা লিখতে পারত না। তবে ইন্টারনেটের সঙ্গে চ্যাটজিপিটির সংযুক্তির ফলে চ্যাটজিপিটি এখন থেকে প্রশিক্ষিত তথ্য সরবরাহের পাশাপাশি হালনাগাদ তথ্য প্রদান করবে।

এর আগে, গত ১৩ মে টুইটারে এক পোস্টে ওপেনএআই ঘোষণা দেয়, ‘আমরা আগামী সপ্তাহে চ্যাটজিপিটির সমস্ত ‘প্লাস’ সাবস্ক্রাইবারদের জন্য ওয়েব ব্রাউজিং ও প্লাগিনের সুবিধা চালু করছি।’

এদিকে, এখন থেকে আইফোনে সহজেই ব্যবহার করা যাবে ওপেনএআইয়ের এআইভিত্তিক চ্যাটবট ‘চ্যাটজিপিটি’। মূলত অ্যাপলের অ্যাপ স্টোরে চ্যাটজিপিটির আইওএস অ্যাপ এনেছে প্রতিষ্ঠানটি। অ্যাপটির মাধ্যমে চ্যাটজিপিটির ওয়েবের সব সুবিধা পাওয়া যাবে।

দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, চ্যাটজিপিটি অ্যাপ ডাউনলোড বা ব্যবহার করতে কোনো অর্থ প্রদান করতে হবে না আইফোন ব্যবহারকারীদের। ‘চ্যাটজিপিটি প্লাস’ সংস্করণ ব্যবহার করতে চাইলে প্রতি মাসে খরচ করতে হবে ২০ ডলার। এ ক্ষেত্রে অ্যাপটিতে বাড়তি কিছু সুবিধা পাওয়া যাবে।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    পঠিতসর্বশেষ

    এলাকার খবর

     
     

    হোয়াটসঅ্যাপের ভিডিও কলে চালু হচ্ছে স্ক্রিন শেয়ারিংয়ের সুবিধা

    টুইটারে ভিডিওর ‘ভিউ কাউন্ট’ সুবিধা বন্ধ হচ্ছে

    চ্যাটজিপিটি দিয়ে বানানো ভুলেভরা নথি আদালতে জমা, শাস্তির মুখে আইনজীবী      

    মানব মস্তিষ্কে চিপ বসানোর অনুমতি পেল মাস্কের ‘নিউরালিংক’

    অ্যাপলের সম্মেলন ৫ জুন, আসছে মিক্সড রিয়্যালিটি হেডসেট

    গুগল সার্চে যুক্ত হলো এআই

    সকালে নৌকা, মধ্যরাতে লাঙ্গলের প্রার্থী মেয়র আরিফের বাসায়

    গোয়াফেস্টে ৫ পুরস্কার জিতেছে মাইন্ডশেয়ার বাংলাদেশ 

    ইয়াবার মামলা দিয়ে হয়রানি: এএসআই মাহবুবসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ১২ জুন

    সূর্যের ১০ হাজার গুণ বড় নক্ষত্রের ‘ফসিল’ আবিষ্কার   

    সড়ক দুর্ঘটনায় আহত তেলুগু অভিনেতা সর্বানন্দ

    এরদোয়ানের জয়ে বিভক্ত তুরস্ক