সোমবার, ২৯ মে ২০২৩

সেকশন

 

বিজিবির বিশেষ ক্ষমতা আইনের মামলা নিয়ে প্রশ্ন হাইকোর্টের

আপডেট : ২৪ মে ২০২৩, ১০:২১

ফাইল ছবি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কর্তৃক ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন হাইকোর্ট। বিজিবি কর্তৃক দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের এক মামলায় অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে আসামির করা আবেদনের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার বিচারপতি এস এম কুদ্দুস জামান ও বিচারপতি শাহেদ নুরউদ্দিনের বেঞ্চ এই প্রশ্ন তোলেন।

সেই সঙ্গে ওই মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। আগামী ১৪ জুন রুল শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে। এছাড়া মামলার কার্যক্রমও স্থগিত করা হয়েছে।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জি বাপ্পী আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আসামিরা বিজিবি আইনের ১২ ধারা চ্যালেঞ্জ করেছিল। সেখানে বলা আছে তারা কোন কোন আইনে মামলা করতে পারবে। তবে সেখানে ১৯৭৪ সালে বিশেষ ক্ষমতা আইনে মামলার কথা উল্লেখ নেই। তাই মামলার কার্যক্রম স্থগিত করেছেন আদালত। এখন রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিজিবির কোনো সদস্য বিশেষ ক্ষমতা আইনে মামলা করতে পারবেন না।

এর আগে গত বছর বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করে বিজিবি। ওই ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে আসামিদের বিরুদ্ধে কসবার আখাউড়া রেলওয়ে থানায় মামলা করা হয়। তদন্ত শেষে চার্জশিট দেয় পুলিশ। পরে এই অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন আসামি কামরুজ্জামান খান।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    পঠিতসর্বশেষ

    এলাকার খবর

     
     

    মামলায় হার ঠেকাতে সচিবদের ১২ দফা নির্দেশনা

    এ দেশেই থাকতে হবে, লুট করে আমেরিকা নিয়ে যাবেন সব রেখে দেবে: হাইকোর্ট

    মুক্তিযোদ্ধা সংসদের অ্যাডহক কমিটি গঠনের দাবিতে সংবাদ সম্মেলন

    সেই রতনকে ৩৫০ কোটি টাকার ঋণ এবি ব্যাংক কীভাবে দিল, জানতে চান হাইকোর্ট

    বিজিবি বিশেষ ক্ষমতা আইনে মামলা করতে পারবে: হাইকোর্ট

    ‘একজন চিফ জাস্টিসকেও নামিয়ে দিয়েছিলাম’—তাপসের বক্তব্য খতিয়ে দেখছেন সুপ্রিম কোর্ট

    লক্ষ্মীপুরে ছাত্রলীগ নেতাকে গুলি করে হত্যা: ৮ জনের ফাঁসির রায়

    অনুষ্ঠানের দিন বাতিল নচিকেতার কনসার্ট, দর্শকদের বিক্ষোভ

    পাকিস্তানের হাইব্রিড মডেলে ভারতের আপত্তি