মঙ্গলবার, ৩০ মে ২০২৩

সেকশন

 

কোহলির প্রশংসা না করায় সমালোচনার শিকার সৌরভ

আপডেট : ২৩ মে ২০২৩, ১৫:১৭

বিরাট কোহলির প্রশংসা না করায় সমালোচনার শিকার সৌরভ গাঙ্গুলী। ছবি: সংগৃহীত  চিন্নস্বামীতে গত পরশু একই ম্যাচে সেঞ্চুরি করেছেন বিরাট কোহলি ও শুভমান গিল। সৌরভ গাঙ্গুলী সামাজিক মাধ্যমে গিলের প্রশংসা করেছেন ঠিকই, কিন্তু কোহলির কথা উল্লেখ করেননি। ভারতীয় এই ব্যাটারের নাম না বলায় সামাজিক মাধ্যমে তোপের মুখে পড়েছেন সৌরভ। 

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর গত পরশু প্রতিপক্ষ ছিল গুজরাট টাইটান্স। গুজরাটের বিপক্ষে ৬১ বলে ১০১ রানের অপরাজিত এক ইনিংস খেলেন কোহলি। এরপর গিল ৫২ বলে ৫ চার ও ৮ ছক্কায় ১০৪ রানের ঝোড়ো ইনিংস খেলেন। গুজরাটের ৬ উইকেটের জয়ে ম্যাচসেরা হয়েছেন তিনি। গিলের প্রশংসা করে সৌরভ টুইট করেন, ‘এই দেশ শুভমান গিলের মতো দারুণ প্রতিভা তৈরি করেছে। দুটো অসাধারণ ইনিংস খেলল সে।’ কোহলির নাম উল্লেখ না করায় নেটিজেনরা সৌরভকে ধুয়ে দিয়েছেন। টুইটারে সৌরভের নাম উল্লেখ করে অনেকেই বিদ্রুপ করছেন। কারও মতে, সাবেক বিসিসিআই সভাপতি ক্রিকেটকে বিভক্ত করে দিয়েছেন, সৌরভ গাঙ্গুলী ক্রিকেটকে বিভক্ত করে দিয়েছেন। তিনি চাইলে কোহলির নামও উল্লেখ করতে পারতেন। তিনিও (কোহলি) ভালো খেলেছেন। কারও ধারণা, কোহলির প্রতি রাগ পুষে রয়েছেন সৌরভ, কোহলির নাম এবং তার সেঞ্চুরির কথা তিনি (সৌরভ) বলেননি। তাতে বোঝাই যাচ্ছে তার প্রতি কতটা ঘৃণা রয়েছে। তার নাম পর্যন্ত তিনি বললেন না। ভারতীয় ক্রিকেটের জন্য আপনি বা অন্য কারও চেয়ে বিরাট কোহলি অনেক বড় নাম। জয় প্যাটেল নামের একজন টুইট করেন, ‘আজ তো দাদা বেশ খুশি।’ 

বেঙ্গালুরুর হয়েই আইপিএল ইতিহাসে সবচেয়ে বেশি রানের রেকর্ড গড়েন কোহলি। ভারতীয় এই ব্যাটার ২৩৭ ম্যাচে ৩৭.২৫ গড় ও ১৩০.২৫ স্ট্রাইক রেটে করেন ৭২৬৩ রান। ২০১৬ আইপিএলে ছিলেন ফর্মের তুঙ্গে। ৮১.০৮ গড় ও ১৫২.০৩ স্ট্রাইক করেন ৯৭৩ রান, যা আইপিএল ইতিহাসে এক মৌসুমে সর্বোচ্চ। তখন ৪টি সেঞ্চুরি করেন কোহলি। ২০১৩, ২০১৬, ২০২৩—তিন আইপিএলেই ৬০০-এর ওপরে রান করেন তিনি। এবারের আইপিএলে ২ সেঞ্চুরি ও ৮ ফিফটিতে ৬৩৯ রান করেন ভারতীয় এই ব্যাটার।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    জাদেজার জাদুতে রোমাঞ্চ জিতে চেন্নাইয়ের পাঁচ

    বাংলাদেশে আসা নিয়ে মার্তিনেজ বললেন, ‘আমি তোমাদের ভালোবাসি’

    পচেত্তিনোর কাঁধে চেলসির দায়িত্ব 

    ম্যারাডোনা নেই মেসি এসেছে, মেয়েদের অবসর নিয়ে সালাউদ্দিন

    এসিসির সিদ্ধান্তের অপেক্ষায় বিসিবি

    আর্জেন্টাইন কিংবদন্তির মূর্তি দেখে হাসছেন সমর্থকেরা

    মধ্যরাতে ফাঁস হওয়া রা‌জের ভিডিওতে সুনেরাহ, তিশা

    জাদেজার জাদুতে রোমাঞ্চ জিতে চেন্নাইয়ের পাঁচ

    সিলেটে কিশোরী মাকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৫

    সংসদে বাজেট অধিবেশন উপলক্ষে ডিএমপির নিষেধাজ্ঞা

    মূলধন ঘাটতিতে আট ব্যাংক

    ‘ডা. জাফরুল্লাহ দেশ ও সমাজ গঠনে জীবনের শেষ দিন পর্যন্ত যুদ্ধ করে গেছেন’